হত্যা করার দায়ে কিসাস আরোপিত হইবে
হত্যা করার দায়ে কিসাস আরোপিত হইবে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩. অধ্যায়ঃ পাথর ও অন্যান্য ধারালো কর্তনকারী ও ভারী জিনিস দ্বারা হত্যা করার দায়ে কিসাস আরোপিত হইবে এবং মহিলা কর্তৃক পুরুষকে হত্যার দায়েও কিসাস আরোপিত হইবে
৪২৫৩
আনাস ইবনি মালিক [রা.] হইতে বর্ণীতঃ
একদা এক ইয়াহূদী একটি মেয়েকে কয়েকটি রূপার টুকরার জন্য পাথর দ্বারা হত্যা করিল। বর্ণনাকারী বলেন, এরপর তাকে এমন অবস্থায় নবী [সাঃআঃ]-এর নিকট আনা হল যে, তখনও তার জীবন অবশিষ্ট ছিল। তখন তিনি তাকে জিজ্ঞেস করিলেন, তোমাকে কি অমুক ব্যক্তি মেরেছে? সে তখন মাথা নেড়ে উত্তর দিল, না। এরপর তিনি তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করিলেন, তখনও সে মাথা নেড়ে উত্তর দিল, না। আবার তিনি তাকে তৃতীয়বার জিজ্ঞেস করিলেন, তখন সে বলিল, হ্যাঁ এবং মাথা নেড়ে ইঙ্গিত করিল। রাসুলুল্লাহ [সাঃআঃ] [ইয়াহূদীকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করিল] তখন তাকে তিনি দুটি পাথরের মাঝে চাপা দিয়ে হত্যা করিলেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২১৪, ইসলামিক সেন্টার- ৪২১৪]
৪২৫৪
শুবাহ্ হইতে বর্ণীতঃ
উল্লিখিত সানাদে অনুরূপ বর্ণনা করেন। আর ইবনি ইদ্রীসের বর্ণিত হাদীসে উল্লেখ আছে যে, [–] [তখন তিনি তার মাথা দুটি পাথরের মাঝে রেখে পিষে দিলেন।] [ইসলামিক ফাউন্ডেশন- ৪২১৫, ইসলামিক সেন্টার- ৪২১৫]
৪২৫৫
আনাস [রা.] হইতে বর্ণীতঃ
এক ইয়াহূদী ব্যক্তি কোন এক আনসারী মেয়েকে তার গহনার জন্য হত্যা করিল। এরপর তাকে একটি কূপে ফেলে দিল এবং তার মাথা পাথর দ্বারা পিষে দিল। এরপর তাকে পাকড়াও করা হল এবং রাসুলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট আনা হল। তিনি নির্দেশ দিলেন, তার মৃত্যু না হওয়া পর্যন্ত তার উপর পাথর নিক্ষেপ করার জন্য। তখন তার প্রতি পাথর নিক্ষেপ করা হল। অবশেষে সে মারা গেল। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২১৬, ইসলামিক সেন্টার- ৪২১৬]
৪২৫৬
ইসহাক্ ইবনি মানসূর [র.] আইয়ূব [র.] হইতে বর্ণীতঃ
উক্ত সানাদে অনুরূপভাবে হাদীসটি বর্ণনা করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২১৭, ইসলামিক সেন্টার- ৪২১৭]
৪২৫৭
আনাস ইবনি মালিক [রা.] হইতে বর্ণীতঃ
একদা এক ক্রীতদাসীকে এমন অবস্থায় পাওয়া গেল যে, তার মাথা দুটি পাথরের মাঝে রেখে পিষে দেয়া হয়েছে। তখন তারা [পরিবারের লোকেরা] তাকে জিজ্ঞেস করিল, কে তোমাকে এমন করেছে, অমুক-অমুক ব্যক্তি? এভাবে [জিজ্ঞেস করিতে করিতে] তারা এক ইয়াহূদীর নাম উল্লেখ করিল। তখন সে মাথা নেড়ে [হ্যাঁ সূচক] উত্তর দিল। তখন ইয়াহূদীকে আটকানো হল। সে তা স্বীকার করিল। অতএব রাসুলুল্লাহ [সাঃআঃ] তার মাথা পাথর দ্বারা পিষে দেয়ার নির্দেশ দিলেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২১৮, ইসলামিক সেন্টার- ৪২১৮]
Leave a Reply