Sifat Huruf আরবি হরফের সিফাত
Qaida << Horof Makhraj > Letters Positions > Harakat Tanwin > Mad Lin > Sukon Tashdid >> Tajweed
Lesson 7: صفت সিফাত কাকে বলে?
Lesson 8: সিফাতে আরিযাহ صفت عارضه
Lesson 9: সিফাতে লাযিমাহ صفت لازمه
Lesson 10: সিফাতে মুতাজাদ্দাহ صفت متضادة
Lesson 11: সিফাতে গইরি মুতাজাদ্দাহ غير متضادة
Lesson 7: صفت সিফাত কাকে বলে?
হরফের উচ্চারণ ভঙ্গিকে صفت সিফাত বলে। সিফাত শব্দের অর্থ হলো গুন, নিয়ম, পদ্ধতি অথবা অবস্থা। আর তাজবীদের ভাষায় صفت সিফাত বলা হয়, প্রত্যেকটি হরফকে তার মাখরাজ হতে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে صفت সিফাত বলে। যেমনঃ কোন হরফকে মোটা করে পড়া, কোন হরফকে বারিক বা পাতলা করে পড়া অথবা কোন হরফের আওয়াজের মধ্যে শক্ত বা নরম করা ইত্যাদি। সিফাতা বুঝার জন্য ৬টি বিষয় লক্ষ রাখা উচিতঃ ১। সিফাতের সংজ্ঞা মুখস্থ করা, ২। সিফাতের নামগুলাে মুখস্থ করা, ৩। সিফাতের হরফগুলাে মুখস্থ করা , ৪। একটি হরফের মধ্যে কয়টি সিফাত তা নির্ণয় করা, ৫। সিফাতের কাজ ও ব্যবহার শিখা, ৬। তেলাওয়াতের সময় সিফাত আদায় করে পড়ার চেষ্টা করা।
صفت সিফাত প্রথমত দুই প্রকার।
(1) সিফাতে লাযিমাহ صفت لازمه
(2) সিফাতে আরিযাহ صفت عارضه

Lesson 8: সিফাতে আরিযাহ صفت عارضه
যে সমস্ত সিফাত হরফের মধ্যে না পাওয়া গেলে হরফ হরফই থাকে তবে হরফের সৌন্দর্য নষ্ট হইয়া যায় তাকে সিফাতে আরিযাহ বলে। যেমন ن ও م হরফে তাশদিদ হলে গুন্নাহ করিয়া পড়তে হয়। যদি গুন্নাহর সিফাত আদায় না করা হয় তবে ن م নুন ঠিক থাকবে, কিন্তু শুধুমাত্র গুন্নার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
সিফাতে আরিযাহ صفت عارضه Letters:
ن | ل | و | ء |
ا | م | ر | ي |
Lesson 9: সিফাতে লাযিমাহ صفت لازمه
সিফাতে লাযেমাহ ঐ সিফাতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরী হয়ে থাকে। যদি ঐ সিফাতে লাযেমহি আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। যেমন- ط – ت , এখানে ط এর মধ্যে ১ টি সিফাত রয়েছে পুড়, যদি ط পুড় না করা হয়, তাহলে ط হরফটি ت হয়ে যায়। সিফাতে লাযেমাহ দুই প্রকার
(1) متضادّہ সিফাতে মুতাজাদ্দাহ
(২) غیر متضادّہ সিফাতে গইরে মুতাজাদ্দাহ
Lesson 10: সিফাতে মুতাজাদ্দাহ صفت متضادة
সিফাতে মুতাজাদ্দাহ صفت متضادة ঃ মোট পাঁচ জোড়ায় ১০টি
৫ম জোড়া | ৪র্থ জোড়া | ৩য় জোড়া | ২য় জোড়া | ১ম জোড়া |
---|---|---|---|---|
(9)اذلاق | (7)اطباق | (5)استعلاء | (3)شدت | (1)همس |
(10)اصمات | (8)انفتاح | (6)استفال | (4)رخوت – توسط | (2)جهر |
১ম জোড়াঃ (1) همس হামস (2) جهر জাহার প্রথম জোড়ার আলোচ্য বিষয় শ্বাস জারি থাকা এবং শ্বাস বন্ধ হওয়া।
(1) همس হামস এর কাজ বাতাস চালু। সিফাতের হরফগুলি আদায় করিবার সময় তার মাখরাজে আস্তে করে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে এবং আওয়াজ ছোট হয়। হামস এর হরফ মোট ১০টি। একত্রে فحثه شخص سكت বলা হয়।
হামস এর ১০টি হরফ:
ہ | ث | ح | ف |
. | ص | خ | ش |
. | ت | ک | س |
Mosok: হামসের সবগুলি হরফে যবর, যের, পেশ, জাম এবং তাশদীদ দ্বারা বেশ কয়েকবার নিচের মত করে মশক করুন।
اُفّ | اِفَّ | اَفَّ | اُفْ | اِفْ | اَفْ | فُ | فِ | فَ |
(2) جهر জাহার এর কাজ বাতাস বন্ধ। সিফাতের হরফগুলি আদায় করিবার সময় তার মাখরাজ জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ হয়ে যায় এবং আওয়াজ বড় হয়। همس হামস এর ১০টি হরফ ব্যাতিত বাকি ১৯টি জাহারের হরফ।
Mosok: জাহার এর সবগুলি হরফে যবর, যের, পেশ, জাম এবং তাশদীদ দ্বারা অধীক পরিমানে নিচের মত করে মশক করুন।
اُزَّ | اِزٗ | اَزَّ | اُزْ | اِزْ | اَزْ | زُ | زِ | زَ |
২য় জোড়াঃ شدت – رخوت – توسط
(3) شدت শিদ্দাত এর কাজ আওয়াজ বন্ধ। সিফাতের হরফগুলি আদায় করিবার সময় তার মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ ব›ন্ধ হয়ে যায়, এবং আওয়াজ শক্ত হয়। যেমন اَجِدُ قَطٍّ بَکَتْ
ইহার হরফ ৮টি ঃ اجدك قطبت
ت | ک | ء | د | ج | ب | ط | ق |
Mosok: শিদ্দাত এর সবগুলি হরফে যবর, যের, পেশ, জাম এবং তাশদীদ দ্বারা অধীক পরিমানে নিচের মত করে মশক করুন।
اُجَّ | اِجَّ | اَجَّ | اُجْ | اِجْ | اَجْ | جُ | جِ | جَ |
(4) رخوت রিখওয়াত এর কাজ আওয়াজ চালু। সিফাতের হরফগুলি আদায় করিবার সময় তার মাখরাজ সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজ জারী থাকে এবং আওয়াজ নরম হয়। ইহার হরফ شدت এবং توسط এর ১৩টি ব্যাতিত বাকী ১৬টি।
Mosok: রিখওয়াত এর সবগুলি হরফে যবর, যের, পেশ, জাম এবং তাশদীদ দ্বারা বেশ কয়েকবার নিচের মত করে মশক করুন।
اُذَّ | اِذَّ | اَذَّ | اُذ | اِذْ | اَذْ | ذُ | ذِ | ذَ |
(4) توسط তাওয়াসসুত এর কাজ আওয়াজ মধ্যম বা অল্প চালু। সিফাতের হরফগুলি আদায় করিবার সময় شدت এর মত আওয়াজ বন্ধ হবেনা, আবার رخوت এর মত আওয়াজ জারী ও থাকবেনা, বরং মধ্যম হবে, ইহার হরফ ৫টি। لن عمر
ر | م | ع | ن | ل |
اُلَّ | اِلَّ | اَلَّ | اُل | اِلْ | اَلْ | لُ | لِ | لَ |
৩য় জোড়াঃ (6) استعلاء (5) استفال ঃ ৩য় জোড়ার আলোচ্য বিষয় পুর, বারিক।
(5) استعلاء ইস্তিয়ালা এর কাজ উপরে উঠানাে বা (উৰ্দ্ধ গতি)। সিফাতের হরফগুলি আদায় করিবার সময় জিহবার গোড়া উপরের তালুর দিকে উঠার কারণে হরফগুলি মোটা হয়। ৭টি হরফে জবর দিলেও উচ্চারণ “আ”স্বরে হবে না… “অ” স্বরে উচ্চারণ হবে। মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁট গোল করা যাবে না।হরফ মোটা বা পাতলা হওয়ার সাথে ঠোঁটের সর্ম্পক নাই,ঠোঁট গোল হয় ওয়াও হরফে এবং পেশ উচ্চারণ করার সময়। এই ৭ টি হরফে যের এবং পেশ দিলেও উচ্চারণ সব সময় মোটা/তাফখিম করে হবে
যেমন خُصَّ ضَغْطٍ قِظْ
ইহার হরফ ৭টি ঃ خص ضغط قظ
ق | خ | غ | ظ | ط | ض | ص |
استعلاء এর প্রত্যেকটি হরফ মোটা হওয়ার ৫টি করে স্তর রয়েছে ।
১) যবরের উচ্চারন মদের সাথে হওয়া,
যেমনঃ- صَا – ضَا – طَا – ظاَ – غَا – خَا – قَا
২) যবরের উচ্চারন মদ ছাড়া হওয়া,
যেমনঃ- صَ – ضَ – طَ – ظَ – غَ – خَ – قَ
৩) পেশ যুক্ত হওয়া,
যেমনঃ- صُ – ضُ – طُ – ظُ – غُ – خُ – قُ
৪) ছাকিন হওযা,
যেমন ঃ اَصْ – اَضْ – اَطْ – اَظْ – اَغْ – اَخْ – اَقْ
৫) যের যুক্ত হওয়া,
যেমন ঃ صِ – ضِ – طِ – ظِ – غِ – خِ – قِ
(তবে সাকিনের অবস্থায় তার পূর্বে হরকত অনুযায়ী উচ্চারণে তারৰ্তম্য হবে)
Mosok: Sura Fatiha থেকে মশক করতে পারেন।
صِرَٰطَ | ٱلۡمُسۡتَقِيمَ | ٱلصِّرَٰطَ |
ٱلضَّآلِّينَ | ٱلۡمَغۡضُوبِ | غَيۡرِ |
غَاسِقٍ | لۡجِنَّةِ | لۡخَنَّاسِ |
(6) استفال ইস্তিফাল এর কাজ (নিম্নগামী) নিচের দিকে । সিফাতের হরফগুলি আদায় করিবার সময় জিহবার গোড়া নীচের দিকে চেপে থাকার কারণে হরফগুলি বারীক হয়, ইহার হরফ استعلاء এর ৭টি হরফ ব্যাতিত বাকী ২২টি।
Mosok: ইস্তিফাল এর সবগুলি হরফে যবর, যের, পেশ, জাম এবং তাশদীদ দ্বারা বেশ কয়েকবার নিচের মত করে মশক করুন।
اُسَّ | اِسَّ | اَسَّ | اُسْ | اِسْ | اَسْ | سُ | سِ | سَ |
৪র্থ জোড়াঃ (8) اطباق (7) انفتاح ঃ চতুর্থ জোড়ার আলোচ্য বিষয় জিহবার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগা বা না লাগা।
(7)اطباق ইতবাক এর কাজ মিলানাে বা জড়ানাে। সিফাতের হরফগুলি আদায় করিবার সময় জিহবার মধ্যস্থান উপরে তালুর সাথে লেগে যাবে, ইহার হরফ ৪টি
ظ | ط | ض | ص |
Mosok: ইতবাক এর সবগুলি হরফে যবর, যের, পেশ, জাম ও তাশদীদ দ্বারা বেশ কয়েকবার নিচের মত করে মশক করুন।
اُطَّ | اِطَّ | اطَّ | اُطْ | اِطْ | اَطْ | طُ | طِ | طَ |
(8) انفتاح ইনফিতাহ এর কাজ পৃথক করা বা খােলা রাখা। সিফাতের হরফগুলি আদায় করিবার সময় জিহবার মধ্যখান নীচের দিকে চেপে রেখে মুখখুলে আদায় করতে হবে, ইহার হরফ اطباق এর ৪টি হরফ ব্যাতিত বাকী ২৫টি।
Mosok: ইনফিতাহ এর সবগুলি হরফে যবর, যের, পেশ, জাম এবং তাশদীদ দ্বারা বেশ কয়েকবার নিচের মত করে মশক করুন।
اُتَّ | اِتَّ | اَتَّ | اُتْ | اِتْ | اَتْ | تُ | تِ | تَ |
৫ম জোড়াঃ (9) اذلاق (10) اصمات : ৫ম জোড়ার আলোচ্য বিষয় জলদীভাবে আদায় করা বা ধীর স্থীর ভাবে আদায় করা।
(9) اذلاق এর কাজ স্লিপ কাটা বা নড়াচড়া করা। ইজলাক সিফাতের হরফগুলি আদায় করিবার সময় জিহবা এবং ঠোটের কিনারা দ্বারা সহজে এবং তাড়াতাড়ি আদায় হয়। ইহার হরফ ৬টি ঃ فر من لب
ب | ل | ن | م | ر | ف |
Mosok: ইজলাক এর সবগুলি হরফে যবর, যের, পেশ, জাম এবং তাশদীদ দ্বারা বেশ কয়েকবার নিচের মত করে মশক করুন।
اُفَّ | اِفَّ | اَفَّ | اُفْ | اِفْ | اَفْ | فُ | فِ | فَ |
(10) اصمات ইসমাত এর কাজ জমে থাকা বা স্থির থাকা। সিফাতের হরফগুলি আদায় করিবার সময় নিজ মাখরাজ থেকে ধীর স্থির এবং মজবুতির সাথে আদায় হয়, ইহার হরফ اذلاق এর হরফ ব্যাতিত বাকী ২৩টি।
Mosok: ইসমাত এর সবগুলি হরফে যবর, যের, পেশ, জাম ও তাশদীদ দ্বারা বেশ কয়েকবার নিচের মত করে মশক করুন।
اُجَّ | اِجَّ | اجَّ | اُجْ | اِجٌ | اَجْ | جُ | جِ | جَ |
Lesson 11: সিফাতে غير متضادة
সিফাতে غير متضادة সিফাতে গইরে মুতাজাদ্দাহঃ صفت غير متضادة বলা হয় যার বিপরীতে অন্য কোন সিফাত থাকে না, ইহা মোট ৭টি।
(4) انحراف | (3) لين | (2) قلقله | (1) صفير |
. | (7) استطالت | (6) تفشى | (5)تكرار |
(1) صفير ঃ এই সিফাতের হরফগুলি আদায় করিবার সময় চড়ই পাখি বা বাঁশির আওয়াজের ন্যায় বেজে উঠে, ইহার হরফ ৩টি
ز | س | ص |
صفیرএর আভিধানিক অর্থ এমন আওয়াজ যা পাখির আওয়াজের মত। পারিভাষিক অর্থ এই হরফগুলোর কোন একটি হরফ উচ্চারনের সময় একটি অতিরিক্ত আওয়াজ তার মাখরাজ থেকে বের হয়। صفیر এর হরফ ৩টি (ص – س – ز)। ص থেকে রাজহাঁসের আওয়াজের মত একটি আওয়াজ বের হয়।ز থেকে মৌমাছির আওয়াজের মত একটি আওয়াজ বের হয় ।
س থেকে টিড্ডির আওয়াজের মত একটি আওয়াজ বের হয়। এই তিনটি হরফের মধ্যে শক্তিশালী হল ص- কেননা তার মধ্যে সিফাতে ইসতে’লা, ইতুবাক এবং সফীরের মত তিনটি শক্ত সিফাত রয়েছে। অতঃপর ز কেননা তার মধ্যে সিফাতে যাহর রয়েছে। অতপর سএই হরফটি মাহমুছা হওয়ার কারনে সর্বাধিক দূর্বল ।
(2) قلقله ঃ এই সিফাতের হরফগুলি সাকিন অবস্থায় আদায় করিবার সময় তার মাখরাজে শক্ত ভাবে ধাক্কা লাগার কারণে যে অতিরিক্ত আওয়াজ হয় উহাকে قلقله বলে। ইহার হরফ ৫টি। قطب جد
د | ج | ب | ط | ق |
২) قلقلہ কম্পন বা নড়াচড়া করা, পারিভাষিক অর্থ-قلقلہ এর কোন একটি হরফ সাকিন অবস্থায় উচ্চারন করার সময় তার মাখরাজের মধ্যে আওয়াজ স্থির থাকা সম্ভব না হওয়ার কারনে তার মাখরাজ থেকে যে শক্ত আওয়াজটি বেরিয়ে আসে, তাকে قلقلہ বলে । قلقلہ হরফ ৫টি যথা ق – ط – ب – ج – د = قُطُبُ جَدٍّ
কালক্বালার কারণ
কালকালার হরফগুলো শাদীদাহ ও মাজহুরাহ (জাহর) শ্বাস জারী থাকাকে বাঁধা দেয় এবং (শিদ্দাহ) আওয়াজ জারী থাকাকে বাধা দেয়। এই দুটি সিফাত এই হরফগুলির মধ্যে একত্রিত হওয়ার কারনে শ্বাস এবং আওয়াজ বাধা প্রাপ্ত হয়ে হরফগুলো প্রকাশ করা অসম্ভব হয়ে পড়ে, বিধায় তাকাল্লুফ করে হরফগুলো প্রকাশ করার প্রয়োজন হয়। আর তা এই হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারন করার সময় তাদের মাখরাজে চাপ দেওয়ার পর কম্পন বা হরকত সৃষ্টি হয়ে মুতাহাররিক হরফের ন্যায় বেরিয়ে আসার উপক্রম হয় বলে।
টিকাঃ ھمزہ হরফে সিফাতে জাহর এবং শিদ্দাহ থাকা সত্ত্বেও তাকে কলকলার হরফের অন্তভূক্ত করা হয়নি, যাতে বমি করার আওয়াজের মত আওয়াজ বেরিয়ে না আসে। কেননা কেরাতের মূল হলো তাকালুফ না করা।
হরফের স্তর অনুযায়ী ক্বলক্বলা দুই প্রকার
১)قلقلۃ اعلی আর তা হরফে ق এবং ط এর মধ্যে সিফাতে ইস্তে’লা থাকার কারনে হয়ে থাকে।
২) قلقلۃ ادنی আর তা অবশিষ্ট ৩টি হরফ (ب- ج- د) এর মধ্যে বাস্তবায়িত হয়।
ক্বলক্বলার স্তরঃ- কালকালাহ এই ৫টি হরফের সিফাতে লাযিমাহ ।
তার ৪টি স্তর রয়েছে ।
১) সর্বোচ্চ স্তরের কালক্বালা হল মুশাদ্দাদ হরফের উপর সুকুনের সাথে ওয়াক্ফ করা অবস্থায়। যেমনঃ (الحقُّ)
২) মধ্যম স্তর হল মুশাদ্দাদ নয় এমন অক্ষরের উপর সুকুনের সাথে ওয়াকফ করা অবস্থায়, যেমনঃ (البلدُ)
৩) ওয়াকফ ছাড়া অবস্থায় কুলকুলার সাকিন হরফের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কৃলক্লাহ করতে হয়। যেমনঃ (الم یجعل)।
কালকৃালাহ আদায় করার নিয়ম
এ বিষয়ে উলামাদের মধ্যে দ্বিমত রয়েছে। তবে সর্বোত্তম মতানুযায়ী কালক্বালাহ সর্বাবস্থায় যবরের কাছাকাছি হবে। অন্য মতানুযায়ী বলা হয়েছে যে, কালক্বালাহ তার আগের অক্ষরের অনুসরণ করবে। সুতরাং আগের অক্ষর যদি যরবওয়ালা হয় তবে কালক্বালাহ যবরের কাছাকাছি থাকবে। যেমন (اقربْ) আর যদি তার আগের হরফ যেরওয়ালা হয় তবে কালকৃালার আওয়াজ যেরের কাছাকাছি থাকবে। যেমন (اِقْراْ)
আর যদি তার আগের হরফ পেশওয়ালা হয় তবে সে পেশের কাছাকাছি থাকবে।
যেমন (اُقْتُلوْا)
(3) لين ঃ واو বা يا সাকিন হয়ে ডানে যবর হলে এ দু’টিকে লীনের হরফ বলে, লীনের হরফ নরম ভাবে আদায় হয়, যেমন- بيت – خوف
بَیْ | بَوْ |
৩. لین ” আভিধানিক অর্থ সহজ বা নরম
পারিভাষিক অর্থ ও জিহবার উপর কঠিন না করে সহজ অবস্থায় হরফ উচ্চারন করা।
লীনের হরফ ২টি
ی , এবং و সাকিন তার আগে যবরযুক্ত হরফ ।
যেমনঃ (بیت ) (خوف)
(4) انحراف ঃ এই সিফাতের হরফ দু’টি ر- ل ইনহিরাফ এর অর্থ ঝুকে যাওয়া, অর্থাৎইন্হিরাফ সিফাতের হরফ আদায় করিবার সময় لام হরফটি را এর মাখরাজের দিকে এবং را হরফটি لام এর মাখরাজের দিকে ঝুকে পড়ে, কাজেই অতিরিক্ত ঝুকলে ر হরফটি لام এবং لام হরফটি ر হয়ে যাবে, সুতরাং অতিরিক্ত ঝুকা থেকে বেঁচে থাকতে হবে।
ل | ر |
৪) انحراف এর অর্থ মোড় নেওয়া, ধাবিত হওয়া, অঁকা। =3]
انحرافএর হরফ দুইটি যথাঃ
(ر – ل)।ال আদায়ের সময় ر এর মাখরাজের দিকে ঝুঁকে।
এবং ر আদায়ের সময় ل এর মাখরাজের দিকে ঝুকবে কিন্তু অতিরিক্ত ঝুকিা থেকে বেচে থাকতে হবে। যেমনঃ اَلْ – قُلْ – اَرْ – اِرْ
(5)تكرار ঃ এই সিফাতের হরফ ১টি ر এই ر হরফটি আদায় করিবার সময়জিহ্বার মাথা কেঁপে উঠে যার কারণে ১টি রা এর পরিবর্তে কয়েকটি রা হতে চায় এই জন্য অতিরিক্ত (কম্পন) থেকে বেঁচে থাকতে হবে।
৫)تکرار কোন বিষয় বার বার হওয়া।
تکرار দুই প্রকার।
যথাঃ ১) حقیقت تکرار ২) مشابھت تکرار
আর এখানে উদ্দেশ্য হলাে مشابھت تکرار। . حقیقت تکرار উদ্দেশ্য নয়।
(6) تفشى ঃ এই সিফাতের হরফ ১টি ش এই ش হরফটি আদায় করিবার সময় মুখের ভেতরে শা, শা শব্দ ছড়িয়ে পড়বে।
ش |
৬) تفشّی আভিধানিক অর্থ ছড়িয়ে যাওয়া।
পারিভাষিক অর্থ হরফ উচ্চারন করার সময় জিহবা এবং উপরের তালুর মধ্যখানে বাতাস এবং আওয়াজ ছড়িয়ে যাওয়া।
তার হরফ ১টি – ش যথাঃ (من الشیطان)
(7) استطالت ঃ এর অর্থ লম্বা করা استطالت সিফাতের হরফ ১টি ض এই ض হরফটি আদায় করার সময় তার মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ জারি রেখে আদায় করতে হয়।
ض |
৭) استطالت আভিধানিক অর্থ দীর্ঘ হওয়া,
পারিভাষিক অর্থ ও জিহবার কিনারার শুরু থেকে হরফের মাখরাজের শেষ সীমা পর্যন্ত এমনকি ل এর মাখরাজ পর্যন্ত আওয়াজ দীর্ঘায়িত হয়ে যাওয়া। তার হরফ ১টি – ض যথাঃ ( ولا الضّالین)
.
ইস্তেত্বালাতের হরফ এবং মদ্দের হরফের মধ্যে ব্যবধান এই যে, ইস্তেত্বালাতের হরফে তার মাখরাজের দৈর্ঘ্যের পরিমাণে মাখরাজের মধ্যে আওয়াজ জারী থাকে, এর বাইরে যায় না। কেননা তার মাখরাজ مُحقّقْ বা নিদিষ্ট।
তবে মদ্দের হরফের আওয়াজ সেই হরফের মধ্যে জারী থাকে। এবং বাতাস বন্ধ না হওয়া পর্যন্ত তার আওয়াজ বন্ধ হয় না। কারণ তার মাখরাজ مُقَدَّرْ তথা অনির্দিষ্ট। সিফাত জানার পর মাখরাজের তরতিবে হরফগুলােকে যবর, যের, পেশ, জযম ও তাশদীদের মাধ্যমে উচ্চারণ করবে এবং সিফাত আদায়ের প্রতি অবশ্যই খেয়াল করিবে ।
ہ – ع – ح – غ – خ – ق – ک – ج – ش – ی – ض – ل – ن – ر – ط –٭ ء –
د – ت – ص – س – ز – ظ – ذ – ث – ف – و – ب – م
٭ اَءْ – اَہْ – اَعْ – اَحْ – اَغْ – اَخْ – اَقْ – اَکْ – اَجْ – آشْ – آیْ – اَضْ – اَلْ – اَنْ – اَرْ اَطْ – اَدْ – اَتْ – اَصْ – اَسْ – اَزْ – اَظْ – اَذْ – اَثْ – اَفْ – اَوْ – اَبْ – اَمْ
Leave a Reply