স্বর্ণের বদলে রৌপ্য। পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয়

স্বর্ণের বদলে রৌপ্য। পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয়

স্বর্ণের বদলে রৌপ্য ও রৌপ্যের বদলে স্বর্ণ নগদ বেচাকেনা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১৫. অধ্যায়ঃ স্বর্ণের বদলে রৌপ্য ও রৌপ্যের বদলে স্বর্ণ নগদ বেচাকেনা
১৬. অধ্যায়ঃ স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকীতে বিক্রয় নিষিদ্ধ
১৭. অধ্যায়ঃ পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয়

১৫. অধ্যায়ঃ স্বর্ণের বদলে রৌপ্য ও রৌপ্যের বদলে স্বর্ণ নগদ বেচাকেনা

৩৯৫১. মালিক ইবনি আওস ইবনি হাদাসান [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি এ কথা বলিতে বলিতে আগালাম যে, দিরহাম বিনিময় করিতে পারে এমন কে আছে? তখন তালহাহ্ ইবনি উবাইদুল্লাহ [রাদি.] উমর ইবনিল খাত্তাব [রাদি.]-এর নিকটেই ছিলেন- তিনি বলিলেন, তোমার স্বর্ণ আমাদেরকে দেখাও এবং তুমি পরে এসো। আমাদের গোলাম যখন আসবে তখন তোমার রৌপ্য দিয়ে দিব। তখন উমর ইবনিল খাত্তাব [রাদি.] বললেনঃ কখনো নয়; আল্লাহ্‌র শপথ! হয় তুমি তার দিরহাম এখনই প্রদান করো, অন্যথায় তার স্বর্ণ তাকে ফিরিয়ে দাও। কারণ, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ নগদ নগদ বিক্রি না হলে সুদ হইবে, গমের বিনিময়ে গম নগদ নগদ এবং হাতে হাতে বিক্রি না হলে সুদ হইবে, যবের বিনিময়ে যব নগদ নগদ না হলে সুদ হইবে এবং খেজুরের বিনিময়ে খেজুর নগদ বিক্রি না হলে তাও সুদে পরিণত হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯১৪, ইসলামিক সেন্টার-৩৯১৩]

৩৯৫২. যুহরী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

যুহরী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে উক্ত রূপ বর্ণিত হয়েছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯১৫, ইসলামিক সেন্টার-৩৯১৪]

৩৯৫৩. আবু কিলাবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি সিরিয়ায় এক মাজলিসে উপস্থিত ছিলাম। তথায় মুসলিম ইবনি ইয়াসারও ছিলেন। এমন সময় আবুল আশআসের আগমন হলো। তাঁরা বলিল, আবুল আশআস, আমিও বললাম, আবুল আশআস [এসেছেন]। অতঃপর তিনি বসলেন। আমি তাঁকে বললাম, আমাদের ভাইদের কাছে উবাদাহ্ ইবনি সামিত [রাদি.]-এর হাদীসটি শোনান। তিনি বলিলেন, আচ্ছা আমরা একবার এক যুদ্ধে অবতীর্ণ হই। মুআবিয়াহ্ [রাদি.] ছিলেন সেনাপতি। প্রচুর পরিমাণ গনীমাত আমাদের হাতে। আমাদের এ গনীমাতের মধ্যে রুপার একটা পাত্রও ছিল। মুআবিয়াহ্ [রাদি.] সেটা লোকদের বেতন-ভাতার বিনিময়ে বিক্রি করার জন্যে একজনকে আদেশ দান করেন। লোকেরা সবাই এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করিল। উবাদাহ্ ইবনি সামিত [রাদি.]-এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি দণ্ডায়মান হন এবং বলেন আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে নিষেধ করিতে শুনেছি- স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিমিয়ে খেজুর ও লবণের বিনিময়ে লবণ বিক্রি করিতে, পরিমাণে সমান সমান ও নগদ নগদ ছাড়া। যে অতিরিক্ত দিবে বা অতিরিক্ত গ্রহণ করিবে সে সুদের কাজ-কারবার করিল। এরপর লোকজন যা কিছু নিয়েছিল তা ফেরত দিলো এবং মুআবিয়াহ্ [রাদি.]-এর নিকট এ সংবাদ পৌঁছে দিলো। তিনি ভাষণ দিতে দাঁড়িয়ে গেলেন এবং বলিলেন, মানুষের একী অবস্থা হল, তাঁরা রসূলুল্লাহ [সাঃআঃ] থেকে এমন বহু হাদীস বর্ণনা করেন যা আমরা তাহাঁর থেকে শুনিনি অথচ আমরা তাহাঁর নিকট উপস্থিত থাকতাম এবং তাহাঁরই নৈকট্য পেতাম। এরপর উবাদাহ [রাদি.] দাঁড়ালেন এবং বর্ণনার পুনরাবৃত্তি করে বলিলেন, আমরা রসূলুল্লাহ [সাঃআঃ] থেকে যা কিছু শুনেছি তা অবশ্যই বর্ণনা করব, যদিও মুআবিয়াহ্ [রাদি.] তা অপছন্দ করেন অথবা বলেছেন যে, যদিও মুআবিয়াহ্ তাতে দুঃখিত হন। এতে আমার কিছু আসে যায় না, তাহাঁর বাহিনীতে এক কালো রাত্র না থাকি।হাম্মাদ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, তিনি এ কথাই বলেছেন কিংবা এর অনুরূপ কিছু।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯১৬, ইসলামিক সেন্টার-৩৯১৫]

৩৯৫৪. আইয়ূব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

আইয়ূব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে অনুরূপ বর্ণনা করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯১৭, ইসলামিক সেন্টার-৩৯১৬]

৩৯৫৫. উবাদাহ ইবনি সামিত [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিমিয়ে খেজুর ও লবণের বিনিময়ে লবণ সমান সমান পরিমাণ ও হাতে হাতে [নগদ] হইবে। অবশ্য এ দ্রব্যগুলো যদি একটি অপরটির ব্যতিক্রম হয় [অর্থাৎ- পণ্য এক জাতীয় না হয়] তোমরা যেরূপ ইচ্ছা বিক্রি করিতে পার যদি হাতে হাতে [নগদে] হয়।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯১৮, ইসলামিক সেন্টার-৩৯১৭]

৩৯৫৬. আবু সাঈদ খুদ্‌রী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিমিয়ে খেজুর ও লবণের বিনিময়ে লবণ সমান সমান ও নগদ নগদ হইতে হইবে। এরপর কেউ যদি বাড়তি কিছু প্রদান করে বা অতিরিক্ত গ্রহণ করে তবে তা সুদ হয়ে যাবে। গ্রহণকারী ও প্রদানকারী এতে একই রকম হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯১৯, ইসলামিক সেন্টার-৩৯১৮]

৩৯৫৭. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন যে, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান হইতে হইবে। অতঃপর উপরের অনুরূপ বর্ণনা করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯২০, ইসলামিক সেন্টার-৩৯১৯]

৩৯৫৮. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন: খেজুরের বিনিময়ে খেজুর, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব ও লবণের বিনিময়ে লবণ সম পরিমান ও হাতে হাতে হইতে হইবে। কেউ যদি বেশী দেয় বা বেশী নেয় তবে সুদ হইবে। তবে যদি এর শ্রেণী পরবর্তন হয়। [তবে কম-বেশী জায়িয হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯২১, ইসলামিক সেন্টার-৩৯২০]

৩৯৫৯. ফুযায়ল ইবনি গায্ওয়ান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

ফুযায়ল ইবনি গায্ওয়ান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে এ সানাদে বর্ণিত। তবে তিনি “হাতে হাতে” কথাটি উল্লেখ করেননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯২২, ইসলামিক সেন্টার-৩৯২১]

৩৯৬০. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন: স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য পরিমাপে সমান সমান ও রকমে একই প্রকার করিতে হইবে। যে অতিরিক্ত দিবে বা অতিরিক্ত গ্রহণ করিবে, তা সুদ হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯২৩, ইসলামিক সেন্টার-৩৯২২]

৩৯৬১. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ দীনারের [স্বর্ণ মুদ্রা] বিনিময়ে দীনার, উভয়ের মধ্যে কোনটি বেশী হইতে পারবে না এবং দিরহামের বিনিময়ে দিরহাম উভয়ের মধ্যে কোনটি বেশী হইতে পারবে না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯২৪, ইসলামিক সেন্টার- ৩৯২৩]

৩৯৬২. মূসা ইবনি আবু তামীম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

মূসা ইবনি আবু তামীম [রহমাতুল্লাহি আলাইহি] -এর সানাদে উল্লিখিত হাদীস অনুরূপ বর্ণিত হয়েছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯২৫, ইসলামিক সেন্টার-৩৯২৪]

১৬. অধ্যায়ঃ স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকীতে বিক্রয় নিষিদ্ধ

৩৯৬৩. আবুল মিনহাল [রহমাতুল্লাহি আলাইহি] -এর সূত্রে হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমার এক শরীক মৌসুম পর্যন্ত বা হাজ্জ পর্যন্ত কিছু রূপা বাকীতে বিক্রি করে। অতঃপর সে আমার কাছে আসে এবং আমাকে জানায়। আমি বললাম, এ কাজটি ঠিক হয়নি। সে বলিল, আমি এটা বাজারে বিক্রি করেছি কিন্তু কেউ তো আমাকে এ থেকে বারণ করেনি। এরপর আমি বারা ইবনি আযিব [রাদি.]-এর নিকটে এসে তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি বলিলেন, নবী [সাঃআঃ] যখন মদীনায় আগমন করেন, তখন আমরা এ জাতীয় ক্রয়-বিক্রয় করতাম। তিনি বলিলেন, যদি নগদ নগদ হয় তাহলে কোন আপত্তি নেই, আর যদি বাকীতে হয় তবে সুদ হইবে। তুমি যায়দ ইবনি আরকাম [রাদি.]-এর নিকট যাও, যেহেতু তিনি আমার চেয়ে বড় ব্যবসায়ী। অতঃপর আমি তাহাঁর নিকট এসে জিজ্ঞেস করলাম। তিনিও অনুরূপ বলিলেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯২৬, ইসলামিক সেন্টার-৩৯২৫]

৩৯৬৪. উবাইদুল্লাহ ইবনি মুআয আম্বারী [রহমাতুল্লাহি আলাইহি] আবুল মিনহাল [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি বারা ইবনি আযিবকে সার্ফ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলিলেন, যায়দ ইবনি আরকামকে জিজ্ঞেস করো। কেননা তিনি অধিক বিজ্ঞ ব্যক্তি। এরপর উভয়ে বলিলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকীতে বিক্রি করিতে নিষেধ করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯২৭, ইসলামিক সেন্টার-৩৯২৬]

৩৯৬৫. আবু বাক্‌র [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] রৌপ্যের বিনিময়ে রৌপ্য ও স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান না হলে বিনিময় করিতে নিষেধ করিয়াছেন এবং স্বর্ণের বিনিময়ে রৌপ্য ক্রয় করার অনুমতি দিয়েছেন, যেভাবে আমরা চাই এবং রৌপ্যের বিনিময়ে স্বর্ণ ক্রয় করিতে যেরূপে আমরা ইচ্ছা করি। অতঃপর এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করিল। তিনি বলিলেন, হাতে হাতে [নগদ]। লোকটি বলিল, এরূপই আমি শুনেছি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯২৮, ইসলামিক সেন্টার-৩৯২৭]

৩৯৬৬. আবু বাক্‌র [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] নিষেধ করিয়াছেন, অতঃপর উক্তরূপ বর্ণনা করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯২৯, ই .সে. ৩৯২৮]

১৭. অধ্যায়ঃ পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয়

৩৯৬৭. ফুযালাহ্‌ ইবনি উবাদাহ্‌ আনসারী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] খাইবারে অবস্থানকালে তাহাঁর নিকট গনীমাতের একটি হার উপস্থিত করা হয়। তাতে পুতি ও স্বর্ণ লাগান ছিল। হারটি বিক্রি হচ্ছিল। রসূলুল্লাহ [সাঃআঃ] হারের সাথে যুক্ত স্বর্ণের ব্যাপারে আদেশ দান করেন। অতঃপর কেবল সেটাকেই [স্বর্ণ] আলাদা করা হয়। এরপর রসূলুল্লাহ [সাঃআঃ] তাদেরকে বলিলেন, স্বর্ণের বদলে স্বর্ণ সমান ওজনে বিক্রি করিতে হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৩০, ইসলামিক সেন্টার-৩৯২৯]

৩৯৬৮. ফুযালাহ্‌ ইবনি উবায়দ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি খাইবারের যুদ্ধের দিনে বার দীনার এর বিনিময়ে একটি হার ক্রয় করি। তাতে স্বর্ণ ও পুতি ছিল। এরপর আমি তা আলাদা করলাম এবং বার দীনারের চেয়ে অধিক পেলাম। রসূলুল্লাহ [সাঃআঃ] -এর নিকটে বিষয়টি আমি উল্লেখ করলাম। তিনি বলিলেন, আলাদা না করে বিক্রি করা যাবে না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৩১, ইসলামিক সেন্টার-৩৯৩০]

৩৯৬৯. সাঈদ ইবনি ইয়াযীদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

সাঈদ ইবনি ইয়াযীদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে উক্ত রূপ বর্ণিত।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৩২, ইসলামিক সেন্টার-৩৯৩১]

৩৯৭০. ফুযালাহ্‌ ইবনি উবায়দ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা খাইবার দিবসে রসূলুল্লাহ [সাঃআঃ] -এর সঙ্গে ছিলাম। ইয়াহূদীদের সাথে এক উকিয়া স্বর্ণ দু বা তিন দীনারের বিনিময়ে ক্রয়-বিক্রয় করতাম। অতঃপর রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ স্বর্ণের সমান সমান ওজন ব্যতিরেকে বিক্রি করো না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৩৩, ইসলামিক সেন্টার-৩৯৩২]

৩৯৭১. হানাশ [রহমাতুল্লাহি আলাইহি] -এর সূত্রে হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা কোন এক যুদ্ধে ফুযালাহ্ ইবনি উবায়দ এর সঙ্গে ছিলাম। আমার ও আমার সাথীদের অংশে একটি হার আসে যার মধ্যে স্বর্ণ, রৌপ্য ও জাওহার খচিত ছিল। আমি সেটা খরিদ করে রাখতে ইচ্ছা করলাম। তাই ফুযালাহ্ ইবনি উবায়দ [রাদি.]-কে জিজ্ঞেস করলাম। তিনি বলিলেন, এর স্বর্ণ আলাদা করে এক পাল্লায় রাখ আর তোমার স্বর্ণ অন্য পাল্লায় রাখ এবং পরিমাপের সমান সমান না হলে গ্রহণ করো না। কারণ, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে বলিতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন সমান সমান না হলে গ্রহণ না করে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৩৪, ইসলামিক সেন্টার-৩৯৩৩]


Posted

in

by

Comments

Leave a Reply