বায়িন তালাকপ্রাপ্তা মহিলা এবং বিধবার জন্য ইদ্দাত পালন
বায়িন তালাকপ্রাপ্তা মহিলা এবং বিধবার জন্য ইদ্দাত পালন >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৭. অধ্যায়ঃ বায়িন তালাকপ্রাপ্তা মহিলা এবং বিধবার জন্য ইদ্দাত পালন কালে প্রয়োজনে দিনের বেলায় ঘরের বাইরে যাওয়া জায়িয
৩৬১৩. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমার খালা ত্বালাক্বপ্রাপ্তা হন। এরপর তিনি তাহাঁর [খেজুর বাগানের] খেজুর পাড়ার ইচ্ছা করিলেন। এক ব্যক্তি তাকে বাইরে যেতে বাধা দিলেন। তখন তিনি নবী [সাঃআঃ]-এর কাছে এলেন। নবী [সাঃআঃ] বলিলেন, হাঁ তুমি তোমার বাগানের খেজুর পাড়ার জন্য বাইরে যেতে পার। কারন সম্ভবত তা থেকে অন্যদের সদাক্বাহ্ করিবে অথবা অন্য কোন ভাল কাজ করিবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৫৮৩, ইসলামিক সেন্টার- ৩৫৮৩]
Leave a Reply