কোন মহিলাকে বিবাহ করিতে চাইলে বিবাহের পূর্বে তার মুখমণ্ডল

কোন মহিলাকে বিবাহ করিতে চাইলে বিবাহের পূর্বে তার মুখমণ্ডল

কোন মহিলাকে বিবাহ করিতে চাইলে বিবাহের পূর্বে তার মুখমণ্ডল >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১২. অধ্যায়ঃ কোন মহিলাকে বিবাহ করিতে চাইলে বিবাহের পূর্বে তার মুখমণ্ডল ও হস্তদ্বয় এক নজর দেখে নেয়া উত্তম

৩৩৭৬. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নবী [সাঃআঃ]-এর নিকট উপস্থিত ছিলাম। এ সময় এক ব্যক্তি তাহাঁর নিকট এসে তাঁকে বলিল যে, সে আনসার সম্প্রদায়ের এক মেয়েকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছে। রসূলুল্লাহ [সাঃআঃ] তাকে বলিলেন, তুমি কি তাকে একবার দেখেছো? সে বলিল, না। তিনি বলিলেন, যাও! তুমি তাকে এক নযর দেখে নাও। কারণ আনসারদের চোখে কিছুটা ত্রুটি আছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৫০, ইসলামিক সেন্টার- ৩৩৪৯]

৩৩৭৭. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী [সাঃআঃ]-এর নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলিল, আমি জনৈকা আনসারী মহিলা বিবাহ করেছি। নবী [সাঃআঃ] তাকে বলিলেন, তুমি কি দেখে নিয়েছিলে? কেননা আনসারদের চোখে ত্রুটি থাকে। লোকটি বললো, আমি তাকে দেখে নিয়েছি। তিনি বলিলেন, কী পরিমাণ বিনিময়ে তুমি তাকে বিবাহ করছো? লোকটি বললো, চার উকিয়ার বিনিময়ে। তখন নবী [সাঃআঃ] তাকে বলিলেন, চার উকিয়ার বিনিময়ে? মনে হয় তোমরা পাহাড়ের পার্শ্বদেশ থেকে রৌপ্য খুঁড়ে এনে থাক। আমাদের নিকট এমন কিছু নেই যা দিয়ে তোমাকে দান করিতে পারি। তবে আমি তোমাকে শীঘ্রই একটি যুদ্ধাভিযানে পাঠিয়ে দিচ্ছি যার লব্ধ গনীমাত থেকে তুমি একাংশ লাভ করিতে পারবে। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি বানূ আব্‌স-এর বিরুদ্ধে একটি অভিযান দল প্রেরণ করেন যার সাথে তিনি ঐ লোকটিকে পাঠিয়ে দেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩৫১, ইসলামিক সেন্টার- ৩৩৫০]


Posted

in

by

Comments

Leave a Reply