উহুদ পাহাড় আমাদেরকে ভালবাসে, আমরাও তাকে ভালবাসী
উহুদ পাহাড় আমাদেরকে ভালবাসে, আমরাও তাকে ভালবাসী >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৯৩. অধ্যায়ঃ উহুদ পাহাড় আমাদেরকে ভালবাসে, আমরাও তাকে ভালবাসী
৩২৬২. আবু হুমায়দ [রাদি.] হইতে বর্ণীতঃ
আমরা রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর সঙ্গে তাবূক যুদ্ধে রওনা হলাম। অতঃপর আবু হুমায়দ [রাদি.] হাদীস বর্ণনা করেন। তাতে তিনি বলিলেন, [যুদ্ধ শেষে] আমরা পুনরায় অগ্রসর হলাম এবং ওয়াদিল কুরায় {৪২} পৌছলাম। তখন রাসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, “আমি দ্রুত অগ্রসর হই। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার সঙ্গে চলতে চায় সে আমার সঙ্গে দ্রুত চলুক। আর যার ইচ্ছা সে থেমে আসুক। তখন আমরা রওনা হলাম এবং অবশেষে মাদীনাহ আমাদের দৃষ্টিগোচর হলে, রাসুলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ এ [মাদীনাহ] হচ্ছে ত্বাবাহ্ এবং এ হচ্ছে উহুদ আর উহুদ এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসী।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩২৩৭, ইসলামিক সেন্টার- ৩২৩৪]
{৪২} কুরা হচ্ছে সিরিয়া ও মদীনার মধ্যভাগে অবস্থিত একটি উপত্যকা। এ স্থানটি খুবই প্রসিদ্ধ ছিল একটি বৃহৎ পানির উৎস থাকায় ৭ম হিজরীর মুহার্রম মাসে রসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] এ এলাকা দখল করেন।
৩২৬৩. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ উহুদ এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩২৩৮, ইসলামিক সেন্টার- ৩২৩৫]
৩২৬৪. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] উহুদ পাহাড়ের দিকে তাকালেন এবং বলিলেন, উহুদ এমন একটি পাহাড় যে আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩২৩৯, ইসলামিক সেন্টার- ৩২৩৬]
Leave a Reply