মৃত ব্যক্তির পক্ষ হইতে ও নাবালকের হজ্জ

মৃত ব্যক্তির পক্ষ হইতে ও নাবালকের হজ্জ

নাবালকের হজ্জ করা জায়িয এবং যে ব্যক্তি তাকে হজ্জ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৭১. অধ্যায়ঃ বিকলাঙ্গ, বার্ধক্য ইত্যাদির কারণে অক্ষম ব্যক্তির পক্ষ হইতে অথবা মৃত ব্যক্তির পক্ষ হইতে হাজ্জ সম্পাদন
৭২. অধ্যায়ঃ নাবালকের হাজ্জ করা জায়িয এবং যে ব্যক্তি তাকে হাজ্জ করিতে সহায়তা করে, সে সাওয়াবের অধিকারী হইবে

৭১. অধ্যায়ঃ বিকলাঙ্গ, বার্ধক্য ইত্যাদির কারণে অক্ষম ব্যক্তির পক্ষ হইতে অথবা মৃত ব্যক্তির পক্ষ হইতে হজ্জ সম্পাদন

৩১৪২. আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, ফায্ল ইবনি আব্বাস [রাদি.] সওয়ারীতে রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর পিছনে উপবিষ্ট ছিলেন। এমতাবস্থায় খাসআম গোত্রের এক মহিলা তাহাঁর নিকট মাসআলাহ্ জিজ্ঞেস করিতে আসলো। ফায্লও তার দিকে তাকাচ্ছিল এবং মহিলাটিও ফায্লের দিকে তাকাচ্ছিল। রাসূলুল্লাহ [সাঃআঃ] ফায্ল-এর মুখমণ্ডল অন্যদিকে ঘুরিয়ে দিলেন। মহিলাটি বলিল, হে আল্লাহর রাসূল! আল্লাহ তাহাঁর বান্দাদের উপর যে হজ্জ ফরয করিয়াছেন- তা আমার বৃদ্দ পিতার উপরও ফরয হয়েছে, কিন্তু তিনি বাহনের উপর অবস্থান করিতে অক্ষম। আমি কি তার পক্ষ থেকে হজ্জ করিতে পারি? তিনি বললেনঃ হ্যাঁ, এটা বিদায় হজ্জের সময়কার ঘটনা। {৩৩}

[ইসলামিক ফাউন্ডেশন- ৩১১৭, ইসলামিক সেন্টার- ৩১১৪]

{৩৩} এ হাদীস হইতে কয়েকটি মাসআলা প্রমাণিত হয়- [১] এ সওয়ারীর উপর দুজন মানুষের আরোহণ করা জায়িয, [২] প্রয়োজন হলে অপরিচিত মহিলার কণ্ঠ শ্রবণ করা বৈধ, [৩] অপরিচিত মহিলার প্রতি দৃষ্টিপাত করা হারাম, [৪] হাতের দ্বারা সৎ কাজের আদেশ কর, যেমন রাসূল [সাঃআঃ] নিজ হাতে ফায্ল [রাদি.]-এর চেহারা ফিরিয়ে দিলেন, [৫] অক্ষম ব্যক্তির পক্ষ হইতে হজ্জ আদায় বৈধ, ঐ রকমই মৃতের পক্ষ হইতে আদায় করাও বৈধ, [৬] পুরুষের পক্ষ হইতে মহিলার হজ্জ করা বৈধ, পিতা-মাতার খিদমাত করা তাদের পক্ষ হইতে হজ্জ আদায় এবং তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করা অত্যাবশ্যক, [৭] যে ব্যক্তির উপর হজ্জ ফারয হয়েছে কিন্তু সফর করার ক্ষমতা নেই সে অন্যকে দিয়ে হজ্জ করিয়ে নিতে পারে, এটা ঈমাম শাফিঈ এবং অধিকাংশ উলামার অভিমত ।

৩১৪৩. ইবনি আব্বাস [রাদি.] থেকে তার ভাই ফায্লের সূত্র হইতে বর্ণীতঃ

খাসআম গোত্রের এক মহিলা বলিল, হে আল্লাহর রাসূল! আমার পিতা অতি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং তার উপর আল্লাহর ধার্যকৃত হজ্জ ফারয হয়েছে। কিন্তু তিনি উটের পিঠে বসে থাকতে সক্ষম নন। রাসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তুমি তার পক্ষ থেকে হজ্জ কর।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩১১৮, ইসলামিক সেন্টার- ৩১১৫]

৭২. অধ্যায়ঃ নাবালকের হজ্জ করা জায়িয এবং যে ব্যক্তি তাকে হজ্জ করিতে সহায়তা করে, সে সাওয়াবের অধিকারী হইবে

৩১৪৪. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] রাওহা নামক স্থানে একদল আরোহীর সাক্ষাৎ পেলেন এবং তিনি বলিলেন, তোমরা কোন্ সম্প্রদায়ের লোক? তারা বলিল, আমরা মুসলিম। তারা আরও জিজ্ঞেস করিল, আপনি কে? তিনি বলিলেন, আল্লাহর রাসূল। এরপর এক মহিলা তাহাঁর সামনে একটি শিশুকে তুলে ধরে জিজ্ঞেস করিল, এর জন্য হজ্জ আছে কি? তিনি বলিলেন, হ্যাঁ এবং তোমার জন্য সাওয়াব রয়েছে। {৩৪}

[ইসলামিক ফাউন্ডেশন- ৩১১৯, ইসলামিক সেন্টার- ৩১১৬]

{৩৪} এ হাদীস হইতে কয়েকটি মাসআলাহ্ অবগত হওয়া যায়- [১] আমাদের জন্য মুসলিম উপাধি আখ্যা দেয়াই আসল, সহীহ এবং সুন্নাতী তরীকা, এটা ব্যতীত যেসব উপাধি প্রচলিত আছে যেমন হানাফী, শাফিঈ, হাম্বালী, মালিকী, চিশতী, নকশাবন্দী, কাদিরী ইত্যাদি নিখাত বিদআত এবং নবাবিষ্কৃত বিষয় । অতএব মুমিন বান্দার নবাবিষ্কৃত উপাধি পরিহার করে সুন্নাতী উপাধি ধারণ করা কর্তব্য । [২] ছোট্ট বালকের হজ্জ পালন সহীহ ও শারীআত সম্মত এতে সাওয়াবের অধিকারী হইবে । ঈমাম শাফিঈ, আহমাদ, মালিক [রহমাতুল্লাহি আলাইহি] এবং অধিকাংশ উলামার অভিমত এটাই, তবে এ হজ্জটি নাফ্ল হিসেবে গণ্য হইবে । এ হাদীসটিও তাদের দলীল । অন্যদিকে ঈমাম হানিফা [রহমাতুল্লাহি আলাইহি]-এর মত এর ব্যতিক্রম । তার মতে ছোট বাচ্চার হজ্জ সহীহ নয়- এ মতটি হাদীসের বিপরীত হওয়ার কারণে বাতিল, প্রত্যাখ্যাত ও পরিত্যাজ্য । শুধু তার কথা কেন যার কথাই বা মত হাদীসের বিপরীত হইবে তা বাতিল বলে গণ্য হয় । ক্বাযী আয়ায বলেছেন যে, একদল বিদআতী ব্যতীত বালকের হজ্জ জায়িয হওয়ার বিষয়ে কারও মতবিরোধ নেই, ছোট্ট শিশুর ইবাদাতের সাওয়াব তার পিতা-মাতার উপর বর্তাবে । এজন্য সে যদি হজ্জ করে, অতঃপর বালেগ হওয়ার হজ্জ করার সামর্থ্য লাভ করে তবে তার উপর আবার হজ্জ করা ফারয্ ।

৩১৪৫. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, এক মহিলা তার শিশু পুত্রকে তুলে ধরে জিজ্ঞেস করিল, হে আল্লাহর রাসূল! এর জন্য হজ্জ হইবে কি? তিনি বললেনঃ হ্যাঁ এবং তোমার জন্য রয়েছে সাওয়াব।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩১২০, ইসলামিক সেন্টার- ৩১১৭]

৩১৪৬. কুরায়ব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

এক মহিলা তার শিশুকে তুলে ধরে বলিল, হে আল্লাহর রাসুল! এর হজ্জ হইবে কি? হ্যাঁ এবং তোমার জন্য সাওয়াব হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩১২১, ইসলামিক সেন্টার- ৩১১৮]

৩১৪৭. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

এ সানাদ সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩১২২, ইসলামিক সেন্টার- ৩১১৯]


Posted

in

by

Comments

Leave a Reply