Noon Saakin and Tanween ইজহার ইদগাম ইকলাব ও ইখফা
Tajweed << Mim Sakin > Maad > Eoaj > Raa Rules > Lam Rules >> Qaida
Lesson 1: Noon Saakin and Tanween নূন সাকিন ও তানভীন
Lesson 2: Izhaar ইজহার
Lesson 3: Idgaam ইদগাম
Lesson 4: Idgaam with Gunnah গুন্নাহর সহিত ইদগাম
Lesson 5: Idgaam without Gunnah গুন্নাহর ছাড়া ইদগাম
Lesson 6: Iqlaab ইকলাব
Lesson 7: Ikhfa ইখফা
Lesson 1: Noon Saakin and Tanween নূন সাকিন ও তানভীন
Noon Saakin নূন সাকিনঃ যে নুনের উপর জযম ٨ / ْ / ٫ থাকে তাকে নুন সাকিন বলে। যেখানে নুন সাকিন আছে সেখানে অবশ্যই কোন না কোন নিয়ম আছে, তাই নুন সাকিন দেখলেই সেখানে থেমে দেখে নিতে হবে এর পরের অক্ষরটি কি, তারপর অক্ষর অনুযায়ী নিয়ম করে পড়তে হবে।
Tanween তানভীনঃ দুই যবর ً দুই যের ٍ ও দুই পেশকে ٌ তানবিন বলা হয়৷ তানবিনের মধ্যে একটি জযমযুক্ত নুন উহ্য অবস্থায় থাকে। উচ্চারণের সময় তা প্রকাশ পায়। অর্থাৎ দুই যাবারের এক যাবার, দুই পেশের এক পেশ ও দুই যেরে’র এক যের আসলে নুন সাকিন। নুন সাকিনের সব নিয়ম তানবীনের নুন সাকিনের ক্ষেত্রেও প্রযোজ্য।
نْ | ـنـْ | نـْ | Noon Saakin |
ٌ / دࣨ | ٍ | ً | Tanween |
Example: নূন সাকিন ও তানভীন (উচ্চারণে) একই রকম।
(بََا) বা + দুই যবর = বান
(بٍ) বা + দুই যের = বিন
(بٌ) বা + দুই পেশ = বুন
(بَنْ) বা + নূন যবর = বান
নূন সাকিন ও তানভীন চার প্রকার। (১) ইযহার (২) ইদগাম (৩) ইক্বলাব ও (৪) ইখফা।
Sura Ikhlas >> Izhaar > Idgaam without Gunnah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

Sura Humazah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

Sura Ghashiya
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

Lesson 2: Izhaar ইজহার
There are six letters in Izhaar. Izhaar means pronouncing a letter without Gunnah, or without a sound from the nasal cavity. আওয়াজকে ছাফ করিয়া পড়াকে ইজহার বলে। ইজহারের হরফ ছয়টি: হামযাহ, হা, আইন, গইন, হা ও খ)।
خ | غ | ح | ع | هـ | ء |
নুন সাকিন অথবা তানভীনের পর ইজহারের যেকোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানভীনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। উল্লেখ্য যে, ইহজারের নিয়ম-কানুন শুধু কুরআনুল কারীম তিলাওয়াত করার ক্ষেত্রেই প্রযোজ্য হয়।
Example of Izhaar ইজহারের উদাহরণ
Read & listen by click on link | H | 📖 |
---|---|---|
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ | ع | Fatiha-7 |
وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ | ء | Ikhlas-4 |
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ | ء | Ghashiya-5 |
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ | ء | Ghashiya-6 |
فِي جَنَّةٍ عَالِيَةٖ | ء | Ghashiya-10 |
مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ | هـ | Ikhlas-2 |
فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ | ح | Kausar-2 |
تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ | ح | Ghashiya-4 |
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ | خ | Ghashiya-2 |
ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٖ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۢ | خ | Kurais-4 |
وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ | ء | Fill-3 |
سَلَٰمٌ هِيَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ | هـ | Qadar-5 |
نَارٌ حَامِيَةُۢ | ح | Qaria-11 |
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ | غ | Tin-6 |
Lesson 3: Idgaam ইদগাম
Idgaam means to merge ইদগাম অর্থ মিলিয়ে পড়া। নুন সাকিন অথবা তানবিনের পর ইদগামের ৬ টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন অথবা তানবিনের সাথে ঐ হরফকে সন্ধি করে মিলিয়ে পড়াকে ইদগাম বলে। ইদগামের হরফ ৬টি। একসাথে করলে يرملون (ইয়ারমালুন)
ن | و | ل | م | ر | ي |
নুন সাকিন বা তানবিনের পর ইদগাম : নুন সাকিন বা তানভীনকে তাদের পরবর্তী হরফের সঙ্গে এমনভাবে মিলানো হয় যেন, উভয়টি দ্বিতীয় হরফ জাতীয় এক হরফে রূপান্তরিত হবে। উদাহরন স্বরূপ من يفعل এখানে من এর নুন সাকিনকে يفعل এর ইয়া এর সঙ্গে মিলিয়ে পড়লে নুন সাকিন ইয়া-তে প্রবেশ করে ইয়া-তে পরিণত এবং দুই হরফ মিলে এক হরফে (অর্থাৎ ইয়াতে) রূপান্তরিত হয়।
ইদগাম দুই প্রকার। (১) ইদগামে বাগুন্নাহ (২) ইদগামে বেলাগুন্নাহ
Lesson 4: Idgaam with Gunnah ইদগামে বাগুন্নাহ
Idgaam with Gunnah means merging two letters by skipping the Noon Saakin or Tanween letter & pronouncing second letter with Gunnah from the nasal cavity গুন্নাহ সহ মিলিয়ে পড়াকে ইদগামে বাগুন্নাহ বলে। নুন সাকিন বা তানভীনের পরে ইদগামে বাগুন্নার যে কোন একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানভীনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইদাগামে বাগুন্নার হরফ ৪টি।
ى | ن | م | و |
Example of Idgaam with Gunnah ইদগামে বাগুন্নাহর উদাহরণ
Read & listen by click on link | H | 📖 |
---|---|---|
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ | و | Humazah-2 |
فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ | ى | Zilzal-7 |
فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۢ | م | Masad-5 |
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ | ن | Ghashiya-8 |
عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ | ن | Ghashiya-3 |
Lesson 5: Idgaam without Gunnah ইদগামে বেলাগুন্নাহ
Idgaam without Gunnah means merging two letters by skipping the Noon Saakin or Tanween letter & pronouncing the second letter without Gunnah, means without making sound from the nasal cavity. গুন্নাহ ছারা মিলিয়ে পড়াকে ইদগামে বেলাগুন্নাহ বলে।
নুন সাকিন বা তানভীনের পরে ইদগামে বেলাগুন্নার হরফ হইতে যে কোন একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন বা তানভীনকে গুন্নাহ ছাড়া মিলাইয়া পড়িতে হয়। ইদগামে বেলাগুন্নার হরফ ২টি।
ل | ر |
Example of Idgaam without Gunnah ইদগামে বেলাগুন্নাহর উদাহরণ
Read & listen by click on link | H | 📖 |
---|---|---|
وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ | ل | Ikhlas |
عَن رَّبِّهِمْ | ر |
Lesson 6: Iqlaab ইকলাব
Iqlaab means reading with change. It means when a Noon Saakin or Tanween letter is followed by the letter “ب“, the Noon Saakin or Tanween letter is converted to “م” & pronounced with Gunnah “ب“ অক্ষর কে পরিবর্তন করিয়া পড়াকে ইক্বলাব বলে। নুন সাকিন বা তানভীনের পরে “ب“ হরফটি আসিলে উক্ত নুন সাকিন অথবা তানভীনকে ছোট মীম “م” দ্বারা পরিবর্তন করে গুন্নাহ ও ইখফার সাথে পড়িতে হয়। ইকলাব এর হরফ ১টি।
ب |
Example of Iqlaab ইকলাব এর উদাহরণ
Read & listen by click on link | 📖 |
---|---|
وَجِاْيٓءَ يَوۡمَئِذِۢ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ | Fajr-23 |
كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَ | Humazah-4 |
Lesson 7: Ikhfa ইখফা
Ikhfa means to hide. Ikhfa means spreading the Gunnah between the Noon Saakin or Tanween letter and the proceeding Ikhfa letter. (That is between Izhaar and Idgaam) নাকের বাশিতে আওয়াজকে লুকাইয়া পড়াকে ইখফা বলে। নুন সাকিন বা তানভীনের পরে ইখফার যে কোন একটি হরফ আসিলে, উক্ত নুন সাকিন অথবা তানভীনকে গুন্নার সহিত নাকের বাশিতে লুকাইয়া পড়িতে হয়। ইজহার, ইক্লাব বা ইদগামের অক্ষর ব্যতিত অন্য যে কোনো অক্ষর। ইখফার হরফ ১৫ টি।
Ikhfa | Ikhfa | Ikhfa | Ikhfa |
---|---|---|---|
ذ | د | ث | ت |
ط | ص | ش | س |
ك | ق | ف | ض |
ظ | ج | ز |
Example of Ikhfa ইখফার উদাহরণ
Read & listen by click on link | H | 📖 |
---|---|---|
مِن شَرِّ مَا خَلَقَ | ش | Falaq-2 |
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ | ت | Fill-1 |
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ | ت | Kaferun-3,5 |
فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ | ت | Ghashiya-21 |
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ | ت | Ghashiya-23 |
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ | ص | Maun-5 |
عِنــدِ | د | |
سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ | ذ | Masad-3 |
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ | ذ | Ghashiya-2 |
تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ | س | Fill-4 |
مِن طَــيِّبَـٰتِ | ط | |
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ | ظ | Ghashiya-17 |
وَالْمُنــفِــقِينَ | ف | |
وَيَنــقَــلِبُ | ق | Inshiqaq-10 |
لَدُنــكَ | ك | |
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ | ج | Ghashiya-7 |
فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ | ج | Ghashiya-10 |
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ | ض | Ghashiya-6 |
Leave a Reply