Laam Tajweed Rules হরফে কামারী ও হরুফে শামসী

Laam Tajweed Rules হরফে কামারী ও হরুফে শামসী

Tajweed << Noon Sakin Tanween > Mim Sakin > Maad Eoaj Raa Rules >> Qaida

Lesson 10: Laam Tajweed Rules ل তাজবিদ এর নিয়মাবলী
Lesson 11: Laam Q̇amariyyah হরফে কামারী
Lesson 12: Laam Shamsiyyah হরুফে শামসী
Lesson 13: Signs of Stopping থামার অক্ষর
Lesson 11-25: Tajweed 2

Lesson 10: Laam Tajweed Rules ل তাজবিদ এর নিয়মাবলী

Sura Fatiha

Sura Nas

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

Sura Takathur

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

Lesson 11: Laam Qamariyyah হরফে কামারী

Laam Saakin is pronounced clearly (Izhaar) when it is followed by any of the letters below. যে হরফ বা বর্ণের পূর্বে লাম সাকিন اَلْ যোগ হলে লাম সাকিন (ا ل) এর লাম (ل) উচ্চারণ করা হয় তাকে হরফে কামারী বলে। ঐ হরফ বা বর্ণ তাশদিদ গ্রহণ করে না এবং اَلْ (আলিফ লাম) এর লাম হরফটি উচ্চারিত হয়। কমারী হরফ ১৪ টি।

Laam Qamariyyah Letters কমারী হরফ

غبامع
كجحهي
فخوق

Examples of Laam Qamariyyah কমারী হরফ এর উদাহরণ

Click on the link🔊📖
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ🔊ٱلۡحَFatiha-1
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ🔊ٱلۡمُFatiha-6
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ 🔊ٱلۡمَFatiha-7
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ🔊ٱلۡوَNas-4
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ🔊ٱلۡجِNas-6
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ🔊ٱلۡفَFalaq-1
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ🔊ٱلۡعُFalaq-4
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ🔊أَلۡهَTakathur-1
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ🔊ٱلۡمَTakathur-2
كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ🔊ٱلۡيَTakathur-5
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ🔊ٱلۡجَTakathur-6
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ🔊ٱلۡيَTakathur-7

Lesson 12: Laam Shamsiyyah হরুফে শামসী

Laam Saakin is not pronounced (Idgaam) when it is followed by any of the letters below. লাম সাকিন (ا ل) এর পরে শব্দের শুরুতে যে কোন একটি শামসী হরফ আসলে লাম সাকিন (ا ل) এর লাম (ل) উচ্চারিত না হয়ে শামসী হরফটিতে তাশদিদ দিয়ে উচ্চারণ করাকে হরুফে শামসী বলে।

যদি লাম সাকিনের পরে এই অক্ষরগুলির একটি থাকে তবে লাম উচ্চারণ হয় না এবং লামের পরে লামের শাদ্দাহ হবে। নির্দিষ্ট নিবন্ধে ‘আলিফ “أ” কে হামাজা-তুল-ওয়াসল বলা হয়, এটি শব্দের শুরুতে ফাতহের সাথে উচ্চারিত হয় কিন্তু শব্দের সাথে যুক্ত হওয়ার সময় উচ্চারিত হয় না শামসী হরফ ১৪ টি।

Laam Shamsiyyah Letters শামসী হরফ

ندسظز
رتضذش
لطثص

Examples of Laam Shamsiyyah শামসী হরফ উদাহরণ

When preceded by
a word or a letter
🔊📖
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ🔊ٱلرَّFatiha-1
ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِي🔊ٱلرَّFatiha-3
مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ🔊ٱلدِّFatiha-4
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ🔊ٱلۡمُFatiha-6
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ🔊ٱلَّذِFatiha-7
غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ🔊ٱلضَّFatiha-7
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ🔊ٱللَّIkhlas-1
ٱللَّهُ ٱلصَّمَدُ🔊ٱللَّIkhlas-2
إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ🔊ٱللَّNasr-1
وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا🔊ٱلنَّNasr-2
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ🔊ٱلتَTakathur-1
ثُمَّ لَتُسۡ‍َٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ🔊ٱلنَّTakayhur-8

Lesson 13: اللَّهُ আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম

اللَّهُ আল্লাহ শব্দের লাম (ل) উচ্চারণ করার পদ্ধতি দুটিঃ (১) পোর বা মোটা ও (২) বারিক বা পাতলা।

(১) পোর বা মোটা ঃ আল্লাহ শব্দের লামের (ل) ডানে যবর বা পেশ হলে, সে লামকে পোর বা মোটা করে পড়তে হয়।

২) বারিক বা পাতলা ঃ যদি (ل) লামের পূর্বে যের বিশিষ্ট হরফ হয়, তাহলে লামকে বারিক বারিক বা পাতলা করে পড়তে হয়

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِمِ ٱللَّهِ

Posted

in

by

Tags:

Comments

One response to “Laam Tajweed Rules হরফে কামারী ও হরুফে শামসী”

Leave a Reply