ফাজায়েলে কুরআন দুয়া ও আদব Fadail Quran

ফাজায়েলে কুরআন দুয়া ও আদব Fadail Quran

ফাজায়েলে কুরআন দুয়া ওজু ও আদব Fadail Quran >> সহীহ বুখারী >> তিরমিজি >> আবুদ দাউদ >> মুয়াত্তা মালিক >> রিয়াদুস সালেহীন

পরিচ্ছেদঃ কুরআনের দোয়া সমুহ

পরিচ্ছেদ ০১. কোরআন স্পর্শ করার জন্য ওযূর নির্দেশ
পরিচ্ছেদ ০২. ওযূ ব্যতীত কোরআন পাঠে অনুমতি

পরিচ্ছেদঃ কুরআন সংকলনের অধ্যায় [বুখারী]
পরিচ্ছেদঃ নাবী (সাঃ)- এর কাতিব (ওয়াহী লিখক) [বুখারী]
পরিচ্ছেদঃ ওয়াহী কীভাবে অবতীর্ণ হয় এবং সর্বপ্রথম যা অবতীর্ণ হয়েছিল। [বুখারী]
পরিচ্ছেদঃ কুরআন কুরায়শ এবং সাত উপ (আঞ্চলিক) ভাষায় অবতীর্ণ হয়েছে। [বুখারী]
পরিচ্ছেদঃ জিবরীল (আঃ) নাবী (সাঃ)- এর সঙ্গে কুরআন মাজীদ শুনতেন ও শুনাতেন। [বুখারী]
পরিচ্ছেদঃ নাবী (সাঃ)- এর যে সব সহাবী ক্বারী ছিলেন। [বুখারী]
পরিচ্ছেদঃ কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম [আবুদ দাউদ]
পরিচ্ছেদঃ তাহযিবুল কোরআন [মালিক]
পরিচ্ছেদঃ কোরআন সম্পর্কীয় বর্ণনা [মালিক]
পরিচ্ছেদঃ কুরআনের সিজদাসমূহ [মালিক]
পরিচ্ছেদঃ পবিত্র কুরআন পড়ার ফযীলত [রিয়াদুস সালেহীন]
পরিচ্ছেদঃ বিশেষ বিশেষ সূরা ও আয়াত পাঠ করার উপর উৎসাহ দান [রিয়াদুস সালেহীন]
পরিচ্ছেদঃ সুরা ফাতিহার ফযীলত [বুখারী] [তিরমিজি]
পরিচ্ছেদঃ সুরা আল-বাকারাহর ফযীলত। [বুখারী] [তিরমিজি]
পরিচ্ছেদঃ আয়াতুল কুরসীর ফযিলত [তিরমিজি]
পরিচ্ছেদঃ সূরা আল-বাক্বারার শেষ আয়াতের ফযিলত [তিরমিজি]
পরিচ্ছেদঃ সূরা আল-ইমরানের ফযিলত [তিরমিজি]
পরিচ্ছেদঃ সুরা কাহফের ফযীলত। [বুখারী] [তিরমিজি]
পরিচ্ছেদঃ সুরা আল্ ফাতহর ফযীলত। [বুখারী]
পরিচ্ছেদঃ সুরা ইখলাস এর ফযীলত। [বুখারী] [তিরমিজি]
পরিচ্ছেদঃ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ এবং قُلْ هُوَ اللهُ أَحَدٌ পাঠ করা [মালিক]
পরিচ্ছেদঃ মুআববিযাত (সুরা ফালাক ও সুরা নাস) এর ফযীলত। [বুখারী] [তিরমিজি]
পরিচ্ছেদঃ রসুলুল্লাহ [সাঃ] ঘুমানোর পূর্বে যেসব সূরা পাঠ করিতেন [তিরমিজি]
পরিচ্ছেদঃ সূরা আল-হাশরের শেষ তিন আয়াতের ফাযীলাত [তিরমিজি]
পরিচ্ছেদঃ সূরা ইয়াসীনের ফযীলাত [তিরমিজি]
পরিচ্ছেদঃ সূরা হা-মীম আদ-দুখানের ফাযীলাত [তিরমিজি]
পরিচ্ছেদঃ সূরা আল-মুল্কের ফযিলত [তিরমিজি]
পরিচ্ছেদঃ সূরা আয-যিলযালের ফযিলত [তিরমিজি]
পরিচ্ছেদঃ কুরআন তিলাওয়াতের সময় প্রশান্তি আসে ও মালায়িকাহ অবতীর্ণ হয়। [বুখারী]
পরিচ্ছেদঃ যারা বলে, দুই মলাটের মধ্যে (কুরআন) যা কিছু আছে তা বাদে নাবী (সাঃ) কিছু রেখে যাননি। [বুখারী]
পরিচ্ছেদঃ সব কালামের উপর কুরআনের শ্রেষ্ঠত্ব। [বুখারী]
পরিচ্ছেদঃ কিতাবুল্লাহর ওয়াসিয়্যাত [বুখারী]
পরিচ্ছেদঃ যার জন্য কুরআন যথেষ্ট নয়। [বুখারী]
পরিচ্ছেদঃ কুরআন তিলাওয়াতকারী হবার আকাঙ্ক্ষা পোষণ করা। [বুখারী]
পরিচ্ছেদঃ মুখস্থ কুরআন পাঠ করা। [বুখারী]
পরিচ্ছেদঃ কুরআন তিলাওয়াতকারীর মর্যাদা [বুখারী] [তিরমিজি]
পরিচ্ছেদঃ জন্তুর পিঠে বসে কুরআন পাঠ করা। [বুখারী]
পরিচ্ছেদঃ কুরআন শিক্ষাদান। [বুখারী] [তিরমিজি] [রিয়াদুস সালেহীন]
পরিচ্ছেদঃ কুরআন মাজীদের মযার্দা প্রসঙ্গে [তিরমিজি]
পরিচ্ছেদঃ কুরআনের একটি অক্ষরও পাঠকারী ব্যক্তির সাওয়াব প্রসঙ্গে [তিরমিজি]
পরিচ্ছেদঃ কুরআন পাঠের মাধ্যমে আল্লাহ্ তাআলার অধিকতর নৈকট্য অর্জন করা যায় [তিরমিজি]
পরিচ্ছেদঃ কুরআন পাঠকারীর অবস্থান [তিরমিজি]
পরিচ্ছেদঃ কোরআন মুখস্ত করে ভুলে যাওয়া [বুখারী] [তিরমিজি] [রিয়াদুস সালেহীন]
পরিচ্ছেদঃ যারা সুরা বাকারাহ বা অমুক অমুক সুরা বলাতে দোষ মনে করেন না। [বুখারী]
পরিচ্ছেদঃ সুস্পষ্ট ও ধীরে কুরআন তিলাওয়াত করা [বুখারী]
পরিচ্ছেদঃ মাদ সহকারে কিরাআত। [বুখারী]
পরিচ্ছেদঃ ছন্দময় সুমধুর সুরে কুরআন তিলাওয়াত করা। [বুখারী] [রিয়াদুস সালেহীন]
পরিচ্ছেদঃ যে অন্যের নিকট থেকে কুরআন পাঠ শুনতে ভালবাসে। [বুখারী]
পরিচ্ছেদঃ তিলাওয়াতকারী তিলাওয়াত শোনার পর শ্রোতার মন্তব্য তোমার জন্য এটাই যথেষ্ট। [বুখারী]
পরিচ্ছেদঃ কতটুকু সময়ে কুরআন খতম করা যায়? [বুখারী]
পরিচ্ছেদঃ কুরআন তিলাওয়াতকালে ক্রন্দন করা। [বুখারী]
পরিচ্ছেদঃ যে ব্যক্তি দেখানো বা দুনিয়ার লোভে অথবা গর্বের জন্য কুরআন পাঠ করে [বুখারী]
পরিচ্ছেদঃ কুরআনকে ভিক্ষার উপায় বানানো নিষেধ [তিরমিজি]
পরিচ্ছেদঃ যতক্ষণ মন চায় কুরআন তিলাওয়াত করা। [বুখারী]
পরিচ্ছেদঃ রসুলুল্লাহ [সাঃআঃ]-এর ক্বিরাআত কিরূপ ছিল [তিরমিজি]
পরিচ্ছেদঃ হাজীদের নিকটে নাবী [সাঃআঃ] নিজেকে পেশ করিতেন [তিরমিজি]
পরিচ্ছেদঃ আল্লাহ্ তাআলার কালামের মর্যাদা [তিরমিজি]
পরিচ্ছেদঃ কুরআন পঠন-পাঠনের জন্য সমবেত হওয়া মুস্তাহাব [রিয়াদুস সালেহীন]

আয়িশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাতে নাবী [সাঃআঃ] সাজদাহর আয়াত পাঠ করার পর সাজদাহইতে বলিতেনঃ

سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ 

সাজাদা ওয়াজহি লিল্লাজি খলাকাহু ওয়া সাক্কা সামআহু ওয়া বাসারাহু বি হাওলিহি ওয়া কুওওয়া তিহি

“সেই মহান সত্তার উদ্দেশে আমার মুখমন্ডল সাজদাহ করিল যিনি তাকে তৈরী করিয়াছেন এবং নিজের প্রবল ক্ষমতায় তার মাঝে শোনার শক্তি ও দেখার শক্তি দান করিয়াছেন”।

[ইবনে মাজাহ ৩৪২৫, সহীহ]

মিশকাত [হাঃ ১০৩৫], সহীহ আবু দাঊদ [হাঃ ১২৭৪]।

পরিচ্ছেদ ০১. কোরআন স্পর্শ করার জন্য ওযূর নির্দেশ

৪৫৫ আবদুল্লাহ ইবনি আবু বাকর ইবনি হাযম [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সাঃআঃ আমর ইবনি হাযমের কাছে যে পত্র লিখেছিলেন তাতে এটাও লিখিত ছিল যে, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে যেন কেউ স্পর্শ না করে

[আমর বিন হাযেম [রাদি.] কর্তৃক বর্ণিত হাদীসটি ঈমাম হাকেম বর্ণনা করিয়াছেন। ১/৫৫২, বাইহাকী, কুবরা ১/৮৭, হাদীসটি আল্লামা আলবানী সহীহ বলেছেন {ইরওয়া ১২২}]

ইয়াহইয়া [রাহিমাহুল্লাহ] বলেন, মালিক [রাহিমাহুল্লাহ] বলেছেন, কোরআন শরীফকে জুয্বদান-এর ফিতা ধরে অথবা বালিশের উপর রেখে যেন উত্তোলন না করে, তবে পবিত্রতাবস্থায়।

যদি তা [ফিতা ধরে এবং বালিশের উপর কোরআন রেখে ওযূ ছাড়া স্পর্শ করা] যায়েজ হত, তবে জিলদকেও পবিত্রতা ছাড়া স্পর্শ করা যেত। আর এটা এই কারণে মাকরূহ করা হয়নি যে, যে ব্যক্তি কোরআন উঠাচ্ছে তার হাতে এমন কোন জিনিস আছে যাদ্বারা এটা অপরিষ্কার হয়ে যাবে। অপবিত্র অবস্থায় উহা উঠান মাকরূহ, এই হুকুম করা হয়েছে কোরআন শরীফের তাযীম ও সম্মানার্থে।

ইয়াহইয়া [রাহিমাহুল্লাহ] বলেন, মালিক [রাহিমাহুল্লাহ] বলেছেন {১} , لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে সর্বোত্তম যা আমি শুনিয়াছি তা হল যেরূপ সূরা আবাসাতে ইরশাদ করা হয়েছে

كَلاَّ اِنَّهَا تَذْكِرَةٌ فَمَنْ شَاءِ ذَكَرَهُ فِى صُحُفٍ مُكَرَّمَةٍ مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ .

এই প্রকার আচরণ অনুচিত, ইহা উপদেশবাণী; যে ইচ্ছা করিবে সে ইহা স্মরণ রাখিবে। উহা আছে মহান উন্নত মর্যাদাসম্পন্ন পবিত্র গ্রন্থে, মহান, পুতচরিত্র লিপিকারদের হস্তে। [৮০/১১-১৫]

{১} যারা পুত-পবিত্র তারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করে না। [সূরা: ওযাক্বিয়াহ, ৭৯] এই হাদীসটির তাহকিকঃ অন্যান্য

পরিচ্ছেদ ০২. ওযূ ব্যতীত কোরআন পাঠে অনুমতি

৪৫৬ এক সময় উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

এমন এক সম্প্রদায়ের মধ্যে ছিলেন, যারা কোরআন পাঠ করিতেছিলেন, [ইতিমধ্যে] তিনি প্রস্রাব-পায়খানার আবশ্যকে গমন করলেন, পুনরায় প্রত্যাবর্তন করলেন এবং কোরআন পাঠ করিতে শুরু করলেন। [এটা দেখে] এক ব্যক্তি তাহাকে বলল, হে আমিরুল মুমিনীন! আপনি [কোরআন] পাঠ করিতেছেন অথচ আপনি বে-ওযূ। তখন উমার [রাদি.] বলিলেন এইরূপ ফত্ওয়া কে দিয়েছে? মুসায়লামা কি? [হাদীসটি ঈমাম মালিক [রাহিমাহুল্লাহ] একক ভাবে বর্ণনা করিয়াছেন]

এই হাদীসটির তাহকিকঃ অন্যান্য


Posted

in

by

Comments

Leave a Reply