একটি মাত্র কাপড় পরিধান করে নামাজ আদায় করা …
একটি মাত্র কাপড় পরিধান করে নামাজ আদায় করা …>> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৫২.অধ্যায়ঃ একটি মাত্র কাপড় পরিধান করে নামাজ আদায় করা এবং তা পরিধান করার নিয়ম বিধান
১০৩৫
আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, এক লোক রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] -এর কাছে একটি মাত্র কাপড় পড়ে নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বললেনঃ তোমাদের প্রত্যেকের কাছে কি দুটো করে কাপড় আছে। [ইসলামিক ফাউন্ডেশন- ১০২৯ , ইসলামিক সেন্টার- ১০৩৯]
১০৩৬
আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হইতে এ সূত্রেও উপরের হাদীসের অবিকল বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ১০৩০ , ইসলামিক সেন্টার- ১০৪০]
১০৩৭
আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, এক ব্যক্তি নবী [সাঃআঃ] -কে উদ্দেশ্য করে বলিল, আমাদের কোন ব্যক্তি একটি মাত্র কাপড় পড়ে নামাজ আদায় করিতে পারে কি? তিনি উত্তরে বললেনঃ তোমাদের প্রত্যেকে দুটি করে কাপড় সংগ্রহ করার সামর্থ্য রাখে কি? [ইসলামিক ফাউন্ডেশন- ১০৩১, ইসলামিক সেন্টার- ১০৪১]
১০৩৮
আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ তোমাদের কোন ব্যক্তি যেন এক কাপড় পড়ে এমন অবস্থায় নামাজ না পড়ে যে, তার কাঁধে ঐ কাপড়ের কোন অংশ নেই। [ইসলামিক ফাউন্ডেশন- ১০৩২, ইসলামিক সেন্টার- ১০৪২]
১০৩৯
উমর ইবনি আবু সালামাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে একটি কাপড় {১০৯} পড়ে উম্মু সালামার ঘরে নামাজ আদায় করিতে দেখেছি। কাপড়ের দুদিক তাহাঁর কাঁধের উপর রাখা ছিল। [ইসলামিক ফাউন্ডেশন- ১০৩৩, ইসলামিক সেন্টার- ১০৪৩]
{১০৯} উপরোল্লিখিত হাদীস দ্বারা আমরা অবগত হলাম যে, নামাজ সম্পাদন করিতে হলে শরীর বস্ত্র দ্বারা আবৃত করা অবশ্য জরুরী। এজন্য এমন পাতলা পোশাক পরিধান করা ঠিক নয় যার ফলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ দৃষ্টিগোচর হয়। এতে পর্দার মূল উদ্দেশ্য অর্জিত হয় না। পাতলা পাঞ্জাবীর নীচে হাতাওয়ালা গেঞ্জি পরিধান করা উচিত।
১০৪০
হিশাম ইবনি উরওয়াহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি তার বর্ণনায় [আরবি] শব্দের পরিবর্তে [আরবি] শব্দের উল্লেখ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ১০৩৪, ইসলামিক সেন্টার- ১০৪৪]
১০৪১
উমর ইবনি আবু সালামাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে উম্মু সালামার ঘরে একটি কাপড় পড়ে নামাজ আদায় করিতে দেখেছি। তিনি এর দুদিক দুবিপরীত কাঁধে রেখেছিলেন। [ইসলামিক ফাউন্ডেশন- ১০৩৫, ইসলামিক সেন্টার- ১০৪৫]
১০৪২
উমর ইবনি আবু সালামাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে একটি মাত্র কাপড় পড়ে নামাজ আদায় করিতে দেখেছি। এর দুকিনারা দুকাঁধের উপর দিয়ে সামনে টেনে এনে বুকের উপর গিট দেয়েছেন।
ঈসা ইবনি হাম্মাদের বর্ণনায় কাঁধের উপর বেঁধেছেন বলে অতিরিক্ত আছে। [ইসলামিক ফাউন্ডেশন- ১০৩৬, ইসলামিক সেন্টার- ১০৪৬]
১০৪৩
জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নবী [সাঃআঃ] -কে একটি কাপড় পড়ে নামাজ আদায় করিতে দেখেছি। তিনি কাপড়টির দুমাথা পিছন দিক থেকে দুকাঁধের উপর দিয়ে ঘুরিয়ে এনে বুকের উপর বেঁধেছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ১০৩৭, ইসলামিক সেন্টার- ১০৪৭]
১০৪৪
সুফ্ইয়ান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে এ সূত্রেও হইতে বর্ণীতঃ
উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
তবে ইবনি নুমায়র-এর বর্ণনায় আছে : আমি [জাবির] রসূলুল্লাহ [সাঃআঃ] -এর কাছে প্রবেশ করলাম। [ইসলামিক ফাউন্ডেশন- ১০৩৮, ইসলামিক সেন্টার- ১০৪৮]
১০৪৫
আবু যুবায়র আল মাক্কী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি জাবির বিন আবদুল্লাহ [রাদি.] -কে একটি কাপড়ে জড়িয়ে নামাজ আদায় করিতে দেখেছেন। অথচ তার কাছে আরো কাপড় বর্তমান ছিল। জাবির বিন আবদুল্লাহ [রাদি.] বলিলেন, তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] -কে এমনটি করিতে দেখেছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ১০৩৯, ইসলামিক সেন্টার- ১০৪৯]
১০৪৬
জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমাকে আবু সাঈদ আল খুদরী [রাদি.] বলেছেন, একদিন তিনি নবী [সাঃআঃ] -এর কাছে আগমন করিলেন। তিনি বলেন, আমি তাঁকে একটি চাটাইয়ের উপর নামাজ আদায় করিতে এবং সাজদাহ্ করিতে দেখলাম। তিনি আরো বলেন, আমি একটি কাপড় দ্বারা জড়িয়ে নামাজ আদায় করিতে দেখলাম। [ইসলামিক ফাউন্ডেশন- ১০৪০, ইসলামিক সেন্টার- ১০৫০]
১০৪৭
আল আমাশ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। আবু কুরায়ব-এর বর্ণনায় আছে, কাপড়ের দুকিনারা দুকাঁধের উপর ছিল।
আবু বক্র ও সুওয়াইদ-এর বর্ণনায় আছে, তিনি ডান কাঁধের কাপড় বাম হাতের নীচে এবং বাম কাঁধের কাপড় ডান হাতের নীচে দিয়ে নিয়ে পরে একত্র করে বুকের উপর বেঁধেছিলেন। [ইসলামিক ফাউন্ডেশন- ১০৪১, ইসলামিক সেন্টার- ১০৫১]
Leave a Reply