নাযর মানা নিষিদ্ধ এবং এটা ভাগ্যের পরিবর্তন ঘটায় না।
নাযর মানা নিষিদ্ধ এবং এটা ভাগ্যের পরিবর্তন ঘটায় না , এই পর্বের হাদীস =৫ টি (১০৬১-১০৬৫) >> আল লুলু ওয়াল মারজান এর মুল সুচিপত্র দেখুন
পর্ব-২৬ঃ নাযর
২৬/১. নাযর পূর্ণ করার নির্দেশ।
২৬/২. নাযর মানা নিষিদ্ধ এবং এটা ভাগ্যের কোন পরিবর্তন ঘটায় না।
২৬/৪. যে ব্যক্তি কাবা পর্যন্ত হেঁটে যাওয়ার নযর মানলো।
২৬/১. নাযর পূর্ণ করার নির্দেশ।
১০৬১. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ
সাদ্ ইবনি উবাদাহ [রাদি.] রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট জানতে চাইলেন যে, আমার মা মারা গেছেন এবং তার উপর মান্নত ছিল, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, তুমি তার পক্ষ থেকে তা পূর্ণ কর।
[বোখারী পর্ব ৫৫ অধ্যায় ১৯ হাদীস নং ২৭৬১; মুসলিম ২৬/১ হাঃ ১৬৩৮] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
২৬/২. নাযর মানা নিষিদ্ধ এবং এটা ভাগ্যের কোন পরিবর্তন ঘটায় না।
১০৬২. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] মানৎ করিতে নিষেধ করিয়াছেন। এ মর্মে তিনি বলেন, মানৎ কোন জিনিসকে দূর করিতে পারে না। এ দ্বারা শুধুমাত্র কৃপণের মাল খরচ হয়।
[বোখারী পর্ব ৮২ অধ্যায় ৬ হাদীস নং ৬৬০৮; মুসলিম ২৬/২, হাঃ ১৬৩৯] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১০৬৩. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] বলেছেনঃ মানৎ মানুষকে এমন বস্তু এনে দিতে পারে না, যা তার তকদীরে নির্ধারিত করা হয়নি, বরং মানৎটি তাকদীরের মাঝেই ঢেলে দেয়া হয় যা তার জন্য নির্ধারণ করা হয়েছে। সুতরাং এর মাধ্যমে আল্লাহ্ তাআলা কৃপণের নিকট হইতে মাল বের করে নিয়ে আসেন। আর তাকে এমন কিছু দিয়ে থাকেন যা পূর্বে তাকে দেয়া হয়নি।
[বোখারী পর্ব ৮৩ অধ্যায় ২৬ হাদীস নং ৬৬৯৪] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
২৬/৪. যে ব্যক্তি কাবা পর্যন্ত হেঁটে যাওয়ার নযর মানলো।
১০৬৪. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] এক বৃদ্ধ ব্যক্তিকে তার দুই ছেলের উপর ভর করে হেঁটে যেতে দেখে বললেনঃ তার কী হয়েছে? তারা বলিলেন, তিনি পায়ে হেঁটে হাজ্জ করার মানত করিয়াছেন। আল্লাহর রসূল [সাঃআঃ] বললেনঃ লোকটি নিজেকে কষ্ট দিক আল্লাহ তাআলার এর কোন দরকার নেই। অতঃপর তিনি তাকে সওয়ার হয়ে চলার জন্য আদেশ করিলেন।
[বোখারী পর্ব ২৮ অধ্যায় ২৭ হাদীস নং ১৮৬৫; মুসলিম ২৬/৪, ১৬৪২] নাযর এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১০৬৫. আমির [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমার বোন পায়ে হেঁটে হাজ্জ করার মানৎ করেছিল। আমাকে এ বিষয়ে নাবী [সাঃআঃ] হইতে ফাতাওয়া আনার নির্দেশ করলে আমি নাবী [সাঃআঃ] -কে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ পায়ে হেঁটেও চলুক, সওয়ারও হোক।
[বোখারী পর্ব ২৮ অধ্যায় ৩৭ হাদীস নং ১৮৬৬; মুসলিম ২৬/৪, ১৬৪৪] নাযর এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
Leave a Reply