মেশকাত শরীফ ডাউনলোড । হজ্জ

মেশকাত শরীফ ডাউনলোড । হজ্জ

মেশকাত শরীফ ডাউনলোড । হজ্জ >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন

পর্বঃ ১১, অধ্যায়ঃ হজ্জ

পরিচ্ছদঃ প্রথম অনুচ্ছেদ

২৫০৫ঃ আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাঃআঃ আমাদের উদ্দেশে ভাষণ দানকালে বললেন, হে মানবমণ্ডলী! আল্লাহ তাআলা তোমাদের ওপর হজ্জ ফরয করিয়াছেন, সুতরাং তোমরা হজ্জ পালন করিবে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! এটা [হজ্জ পালন] কি প্রত্যেক বছরই? তিনি [সাঃআঃ] চুপ থাকলেন। লোকটি এভাবে তিনবার জিজ্ঞেস করলো। অতঃপর তিনি [সাঃআঃ] বললেন, আমি যদি হ্যাঁ বলতাম, তবে তা [হজ্জ প্রতি বছর] ফরয হয়ে যেতো, যা তোমরা [প্রতি বছর হজ্জ পালন করিতে] পারতে না। অতঃপর তিনি [সাঃআঃ] বললেন, যে ব্যাপারে আমি তোমাদেরকে কিছু বলিনি সে ব্যাপারটি সেভাবে থাকতে দাও। কেননা তোমাদের পূর্বের লোকেরা বেশি বেশি প্রশ্ন করে ও তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তাই আমি যখন তোমাদেরকে কোন বিষয়ে নির্দেশ করবো তা যথাসাধ্য পালন করিবে এবং যে বিষয়ে নিষেধ করবো তা পরিত্যাগ করিবে। [মুসলিম]{১}

{১} সহীহ : মুসলিম ১৩৩৭, নাসায়ী ২৬১৯, আহমাদ ১০৬০৭, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৫০৮, সহীহ ইবনি হিব্বান ৩৭০৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৬১৫, ইরওয়া ৯৮০।মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫০৬ঃ {আবু হুরাইরাহ [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাঃআঃ-কে জিজ্ঞেস করা হলো, কোন্ আমাল সর্বোত্তম? তিনি [সাঃআঃ] বললেন, আল্লাহ ও তাহাঁর রসূলের ওপর বিশ্বাস স্থাপন। আবার জিজ্ঞেস করা হলো, তারপরে কোন্ আমাল? তিনি [সাঃআঃ] বললেন, আল্লাহর পথে জিহাদ করা। আবারও জিজ্ঞেস করা হলো, এরপর কোনটি? তিনি [সাঃআঃ] বললেন, হজ্জে মাবরুর অর্থাৎ- কবূলযোগ্য হজ্জ। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ২৬, মুসলিম ৮৩, তিরমিজি ১৬৫৮, ইবনি আবী শায়বাহ্ ১৯৩৫২, আহমাদ ৭৫৯০, দারিমী ২৪৩৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৮৪৮৩, শুআবুল ঈমান ৩৭৯৩, সহীহ ইবনি হিব্বান ৪৫৯৮। তবে দারিমীর সানাদটি দুর্বল।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫০৭ঃ {আবু হুরাইরাহ [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ যে লোক আল্লাহরই [সন্তুষ্টির] জন্য হজ্জ করেছে এবং অশ্লীল কথাবার্তা বলেনি বা অশ্লীল কাজকর্ম করেনি। সে লোক হজ্জ হইতে এমনভাবে বাড়ী [নিস্পাপ হয়ে] ফিরবে যেন সেদিনই তার মা তাকে প্রসব করেছে। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ১৫২১, মুসলিম ১৩৫০, ইবনি আবী শায়বাহ্ ১২৬৪০, আহমাদ ৭১৩৬, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৫১৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৩৮৪, শুআবুল ঈমান ৩৭৯৪, সহীহ ইবনি হিব্বান ৩৬৯৪। মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫০৮ঃ {আবু হুরাইরাহ [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ এক উমরা হইতে অপর উমরা পর্যন্ত সময়ের জন্য [গুনাহের] কাফফারাহ স্বরূপ আর কবূলযোগ্য হজ্জের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছু নয়। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ১৭৭৩, মুসলিম ১৩৪৯, নাসায়ী ২৬২৯, তিরমিজি ৯৩৩, ইবনি মাজাহ ২৮৮৮, মুয়াত্ত্বা মালিক ১২৫৭, ইবনি আবী শায়বাহ্ ১২৬৩৯, আহমাদ ৯৯৪৮, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৫১৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৭২৪, সহীহ ইবনি হিব্বান ৩৬৯৬, সহীহ আল জামি ৪১৩৬।মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫০৯ঃ আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ রমাযান মাসে উমরা পালন [সাওয়াবের দিক দিয়ে] হজ্জের সমতুল্য। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ১৭৮২, মুসলিম ১২৫৬, ইবনি মাজাহ ২৯৯৪, ইবনি আবী শায়বাহ্ ১৩০২৮, আহমাদ ২৮০৮, মুজামুল আওসাত লিত্ব ত্ববারানী ৪৪২৮, সহীহ ইবনি হিব্বান ৩৭০০, ইরওয়া ৮৬৯, ১৫৮৭, সহীহ আল জামি ৪০৯৭। মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫১০

{আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী সাঃআঃ [হজের সফরে] রওহা নামক জায়গায় এক আরোহী দলের সাক্ষাৎ পেলেন। তিনি [সাঃআঃ] জিজ্ঞেস করিলেন, এরা কারা? তারা বললো, আমরা মুসলিম। অতঃপর তারা জিজ্ঞেস করলো, আপনি কে? তিনি বললেন, [আমি] আল্লাহর রসূল! তখন একজন মহিলা একটি শিশুকে উঠিয়ে ধরলেন এবং বললেন, [হে আল্লাহর রসূল!] এর কি হজ্জ হবে? তিনি [সাঃআঃ] বললেন, হ্যাঁ, তবে সাওয়াব হবে তোমার। [মুসলিম]{১}

{১} সহীহ : মুসলিম ১৩৩৬, আবু দাউদ ১৭৩৬, নাসায়ী ২৬৪৫, ইবনি আবী শায়বাহ্ ১৪৮৭৮, আহমাদ ১৮৯৮, ইরওয়া ৯৮৫।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫১১

{আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার খাস্আম গোত্রের এক মহিলা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! বান্দাদের ওপর আল্লাহ তাআলার ফরয করা হজ্জ আমার পিতার ওপরও বর্তেছে, কিন্তু আমার পিতা অতিশয় বৃদ্ধ, যিনি সওয়ারীর উপরে বসে থাকতে পারে না। তাই আমি কি তার পক্ষ হইতে হজ্জ আদায় করিতে পারি? তিনি [সাঃআঃ] বললেন, হ্যাঁ, পারো। এটা বিদায় হজ্জের ঘটনা। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ১৫১৩, মুসলিম ১৩৩৫, আবু দাউদ ১৮০৯, আহমাদ ৩৩৭৫, দারিমী ১৮৭৫, সহীহ ইবনি খুযায়মাহ্ ৩০৩৬, মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ৭২২, সহীহ ইবনি হিব্বান ৩৯৯৬, ইরওয়া ২৬২।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫১২

{আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, এক লোক নবী সাঃআঃ-এর নিকট এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! আমার বোন হজ্জ পালন করার জন্য মানৎ করেছিলেন; কিন্তু [তা আদায় করার আগেই] তিনি মৃত্যুবরণ করিয়াছেন। নবী সাঃআঃ বললেন, তোমার বোনের কোন ঋণ থাকলে তুমি তা পরিশোধ করিতে কিনা? সে বললো, হ্যাঁ আদায় করতাম। তিনি [সাঃআঃ] বললেন, তবে তুমি আল্লাহর ঋণ পরিশোধ করো; কেননা তা আদায় করা অধিক উপযোগী। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ৬৬৯৯, মুসলিম ১১৪৮, নাসায়ী ২৬৩২, আহমাদ ২১৪০, দারিমী ২৩৭৭, সহীহ ইবনি খুযায়মাহ্ ৩০৪১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৮৫৩।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫১৩

{আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ কোন পুরুষ যেন কক্ষনো কোন স্ত্রীলোকের সাথে এক জায়গায় নির্জনে একত্র না হয়, আর কোন স্ত্রীলোক যেন কক্ষনো আপন কোন মাহরাম ব্যতীত একাকিনী সফর না করে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! অমুক অমুক যুদ্ধে আমার নাম লেখানো হয়েছে। আর আমার স্ত্রী একাকিনী হজ্জের উদ্দেশে বের হয়েছে। তিনি [সাঃআঃ] বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজ্জ করো। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ৩০০৬, মুসলিম ১৩৪১, আহমাদ ১৯৩৪, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৫২৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১৩৪, সহীহ ইবনি হিব্বান ৩৭৫৭।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫১৪

আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার আমি নবী সাঃআঃ-এর নিকট জিহাদে যাবার জন্য অনুমতি চাইলাম, তিনি [সাঃআঃ] বললেন, তোমাদের জিহাদ হলো হজ্জ/হজ। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ২৮৭৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৭৮০৩, সহীহ আল জামি ৩১০২, ইরওয়া ৯৮১।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫১৫

আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ কোন মহিলা কোন মাহরাম ব্যতীত একদিন ও এক রাতের পথও সফর করিবে না। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ১০৮৮, মুসলিম ১৩৩৯, তিরমিজি ১১৭০, আহমাদ ৭২২২, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৫২৬, মুসতাদরাক লিল হাকিম ১৬১৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৪১০।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫১৬

আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ মাদীনাবাসীদের জন্যে যুলহুলায়ফাহ্-কে, শাম বা সিরিয়াবাসীদের জন্য জুহফাহ্-কে আর নাজদবাসীদের জন্য ক্বরনুল মানাযিল-কে এবং ইয়ামানবাসীদের জন্য ইয়ালাম্‌লাম্-কে মীকাত নির্দিষ্ট করিয়াছেন। এসব স্থানগুলো এ সকল স্থানের লোকজনের জন্য আর অন্য স্থানের লোকেরা যখন এ স্থান দিয়ে আসবে তাদের জন্য, যারা হজ্জ বা উমরার ইচ্ছা করে। আর যারা এ সীমার ভিতরে অবস্থান করিবে, তাদের ইহ্রামের স্থান হবে তাদের ঘর- এভাবে ক্রমান্বয়ে কাছাকাছি লোকেরা স্বীয় বাড়ি হইতে এমনকি মাক্কাবাসীরা ইহরাম বাঁধবে মক্কা হইতেই। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ১৫২৬, মুসলিম ১১৮১, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৫৯০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৯২২।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫১৭

জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি রাসুলুল্লাহ সাঃআঃ হইতে বর্ণনা করিয়াছেন। তিনি [সাঃআঃ] বলেছেনঃ মাদীনাবাসীদের মীকাত হলো যুলহুলায়ফাহ্। অন্য পথে [সিরিয়ার পথে] প্রবেশ করলে জুহফাহ্, ইরাকবাসীদের মীকাত হলো যা-তু ইরক্ব এবং নাজদবাসীদের মীকাত হলো ক্বরনুল মানাযিল এবং ইয়ামানবাসীদের মীকাত হলো ইয়ালাম্‌লাম্। [মুসলিম]{১}

{১} সহীহ : মুসলিম ১১৮২।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫১৮

আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ মোট চারবার উমরা পালন করিয়াছেন। হজ্জের সাথে উমরা ছাড়া প্রত্যেকটি উমরা পালন করিয়াছেন যিলকদ মাসে। এক উমরা করিয়াছেন হুদায়বিয়াহ্ নামক স্থান হইতে যিলকদ মাসে [আগমনকারী বৎসরে], আর এক উমরা করিয়াছেন জিরানাহ্ নামক স্থান থেকে, যেখানে তিনি [সাঃআঃ] হুনায়ন যুদ্ধেলব্ধ গনীমাতের মাল বণ্টন করেছিলেন যিলকদ মাসে। আর এক উমরা তিনি পালন করিয়াছেন [দশম হিজরীতে তাহাঁর বিদায়] হজ্জের মাসে। [বোখারী ও মুসলিম]{১}

{১} সহীহ : বোখারী ৪১৪৮, মুসলিম ১২৫৩, আবু দাউদ ১৯৯৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৭৩৮, সহীহ ইবনি হিব্বান ৩৭৬৪।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫১৯

বারা ইবনি আযিব [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ [দশম হিজরীতে তাহাঁর বিদায়] হজ্জ পালন করার আগে যিলকদ মাসে দুবার উমরা করেছিলেন। [বোখারী]{১}

{১} সহীহ : বোখারী ১৭৮১।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

পরিচ্ছদঃ দ্বিতীয় অনুচ্ছেদ

২৫২০

আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ হে মানবজাতি! আল্লাহ তাআলা তোমাদের ওপর হজ্জ ফরয করিয়াছেন। এটা শুনে আক্বরা ইবনি হাবিস দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রসূল! এটা [হজ্জ/হজ] কি প্রতি বছর? তিনি [সাঃআঃ] বললেন, যদি আমি বলতাম হ্যাঁ, তবে তা [প্রত্যেক বছর] ফরয হয়ে যেতো। আর যদি ফরয হয়ে যেতো, তোমরা তা সম্পাদন করিতে না এবং করিতে সমর্থও হইতে না। হজ্জ [জীবনে ফরয] একবারই। যে বেশী করলো সে নফল করলো। [আহমাদ, নাসায়ী, ও দারিমী]{১}

{১} সহীহ : আবু দাউদ ১৭২১, নাসায়ী ২৬২০, দারিমী ১৭৮৮, আহমাদ ২৩০৪, মুসতাদ্রাক লিল হাকিম ৩১৫৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৬১৭।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫২১

আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ যে ব্যক্তি বায়তুল্লাহ পৌঁছার পথের খরচের মালিক হয়েছে অথচ হজ্জ পালন করেনি সে ইয়াহূদী বা খ্রীস্টান হয়ে মৃত্যুবরণ করুক এতে কিছু যায় আসে না। আর এটা এ কারণে যে, আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য বায়তুল্লাহর হজ্জ পালন করা ফরয, যে ব্যক্তি ওখানে পৌঁছার সামর্থ্য লাভ করেছে।

[তিরমিজি; তিনি বলেছেন, এটি গরীব। এর সনদে কথা আছে। এর এক রাবী হিলাল ইবনি আব্দুল্লাহ মাজহূল বা অপরিচিত এবং অপর রাবী হারিস জইফ বা দুর্বল।]{১}

{১} জইফ : তিরমিজি ৮১২, শুআবুল ঈমান ৩৬৯২, জইফ আত তারগীব ৭৫৩। কারণ এর সনদে হিলাল ইবনি আব্দুল্লাহ একজন মাজহূল রাবী আর হারিস আল আওয়ার একজন দুর্বল রাবী।{১} জইফ : তিরমিজি ৮১২, শুআবুল ঈমান ৩৬৯২, জইফ আত তারগীব ৭৫৩। কারণ এর সনদে হিলাল ইবনি আব্দুল্লাহ একজন মাজহূল রাবী আর হারিস আল আওয়ার একজন দুর্বল রাবী।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

২৫২২

আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ [সামর্থ্য থাকা সত্ত্বেও] হজ্জ পালন না করে থাকা ইসলামে নেই। [আবু দাউদ]{১}

{১} জইফ : আবু দাউদ ১৭২৯, আহমাদ ২৮৪৪, মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১৫৯৫, মুসতাদ্রাক লিল হাকিম ১৬৪৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৭৬৮, যঈফাহ্ ৬৮৫, জইফ আল জামি ৬২৯৬। কারণ এর সনদে উমার ইবনি আত্বা একজন দুর্বল রাবী।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

২৫২৩

{আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ যে ব্যক্তি হজ্জ পালনের ইচ্ছা পোষণ করেছে সে যেন তাড়াতাড়ি হজ্জ পালন করে। [আবু দাউদ ও দারিমী]{১}

{১} হাসান : আবু দাউদ ১৭৩২, ইবনি মাজাহ ২৮৮৩, আহমাদ ১৯৭৪, দারিমী ১৪২৫, মুসতাদ্রাক লিল হাকিম ১৬৪৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৬৯৪, ইরওয়া ৬০০৩, সহীহ আল জামি ৬০০৩।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস

২৫২৪

আব্দুল্লাহ ইবনি মাস্ঊদ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ হজ্জ ও উমরা সাথে সাথে করো। কারণ এ দুটি দারিদ্র্য ও গুনাহ এমনভাবে দূর করে, যেমনভাবে হাঁপর লোহা ও সোনা-রূপার ময়লা দূর করে। কবূলযোগ্য হজ্জের সাওয়াব জান্নাত ব্যতীত আর কিছু নয়। [তিরমিজি ও নাসায়ী]{১}

{১} হাসান সহীহ : নাসায়ী ২৬৩১, তিরমিজি ৮১০, ইবনি আবী শায়বাহ্ ১২৬৩৮, আহমাদ ৩৬৬৯, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৫১২, মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৪০৬, সহীহ ইবনি হিব্বান ৩৬৯৩, সহীহ আত তারগীব ১১০৫।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ হাসান সহীহ

২৫২৫

আহমাদ ও ইবনি মাজাহ উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

হইতে লোহার ময়লা পর্যন্ত বর্ণনা করিয়াছেন।{১}

{১} সহীহ : ইবনি মাজাহ ২৮৮৭, আহমাদ ১৬৭, শুআবুল ঈমান ৩৮০১, সহীহাহ্ ১২০০, সহীহ আল জামি ২৮৯৯।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫২৬

আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, এক ব্যক্তি নবী সাঃআঃ-এর নিকট এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! কিসে [কোন বস্ত্ততে] হজ্জ ফরয করে? তিনি [সাঃআঃ] বললেন, পথ খরচ ও বাহনে। [তিরমিজি ও ইবনি মাজাহ]{১}

{১} খুবই দুর্বল : তিরমিজি ৮১৩, ইবনি মাজাহ ২৮৯৬, ইরওয়া ৯৮৮, ইবনি আবী শায়বাহ্ ১৫৭০৩, জইফ আত তারগীব ৭১৫। কারণ এর সনদে ইব্রাহীম ইবনি ইয়াযীদ একজন দুর্বল রাবী।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ খুবই দুর্বল

২৫২৭

{আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, এক লোক রাসুলুল্লাহ সাঃআঃ-কে জিজ্ঞেস করিলেন, হাজী কে? তিনি [সাঃআঃ] বললেন, যে লোকের [ইহরাম বাঁধার জন্য] অগোছালো চুল এবং সুগন্ধিহীন শরীর। এরপর অপর ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! কোন্ হজ্জ উত্তম? তিনি [সাঃআঃ] বললেন, লাব্বায়কা বলার সাথে আওয়াজ সুউচ্চ করা এবং [কুরবানীর] রক্ত প্রবাহিত করা। তারপর অপর [তৃতীয়] ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! কুরআনে বর্ণিত সাবীল [সামর্থ্য রাখে]-এর অর্থ কি? তিনি [সাঃআঃ] বললেন, পথের খরচ ও বাহন। {ঈমাম বাগাবী [রাহিমাহুল্লাহ] শারহুস্ সুন্নাহ-তে এবং ইবনি মাজাহ তাহাঁর সুনানে বর্ণনা করিয়াছেন, তবে তিনি শেষের অংশ বর্ণনা করেননি।]{১}

{১} হাসান লিগয়রিহী : তিরমিজি ২৯৯৮, ইবনি মাজাহ ২৮৯৬, ইবনি আবী শায়বাহ্ ১৫৭০৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৬৩৭, শারহুস্ সুন্নাহ ১৮৪৭, সহীহ আল জামি ১১০১, সহীহ আত তারগীব ১১৩১।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ হাসান লিগাইরিহি

২৫২৮

আবু রযীন আল উক্বায়লী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি একবার নবী সাঃআঃ-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রসূল! আমার পিতা অতিশয় বৃদ্ধ, হজ্জ ও উমরা করার সামর্থ্য রাখে, না বাহনে বসতে পারেন না। তিনি [সাঃআঃ] বললেন, তুমি তোমার পিতার পক্ষ হইতে হজ্জ ও উমরা করে দাও। {তিরমিজি, আবু দাউদ ও নাসায়ী; ঈমাম তিরমিজি [রাহিমাহুল্লাহ] বলেন, হাদিসটি হাসান সহীহ]{১}

{১} সহীহ : আবু দাউদ ১৮১০, নাসায়ী ২৬২১, তিরমিজি ৯৩০, ইবনি মাজাহ ২৯০৬, ইবনি আবী শায়বাহ্ ১৫০০৭, আহমাদ ১৬১৮৪, সহীহ ইবনি খুযায়মাহ্ ৩০৪০।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫২৯

আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাঃআঃ এক ব্যক্তিকে বলিতে শুনলেন, আমি শুব্রম্নমাহ্র পক্ষ হইতে [হজ্জ/হজ পালনের উদ্দেশে] উপস্থিত হয়েছি। তিনি [সাঃআঃ] বললেন, শুব্রম্নমাহ্ কে? সে বললো, আমার ভাই অথবা বললো, আমার নিকটাত্মীয়। তখন তিনি [সাঃআঃ] জিজ্ঞেস করিলেন, তুমি নিজের হজ্জ করেছো কি? সে বললো, জি না। তিনি [সাঃআঃ] বললেন, তবে [প্রথমে] নিজের হজ্জ করো। পরে শুবরুমাহ্র পক্ষ হইতে হজ্জ করিবে। [শাফিঈ, আবু দাউদ ও ইবনি মাজাহ]{১}

{১} সহীহ : আবু দাউদ ১৮১১, ইবনি মাজাহ ২৯০৩, সহীহ ইবনি খুযায়মাহ্ ৩০৩৯, মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৪১৯, সহীহ ইবনি হিব্বান ৩৯৮৮, ইরওয়া ৯৯৪।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫৩০

{আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ পূর্বদিকের অধীবাসীদের [ইরাকীদের] জন্যে আক্বীক্ব নামক স্থানকে [ইহরাম বাঁধার জন্য] মীকাত নির্ধারণ করিয়াছেন। [তিরমিজি ও আবু দাউদ]{১}

{১} মুনকার : আবু দাউদ ১৭৪০, তিরমিজি ৮৩২, ইবনি আবী শায়বাহ্ ১৪০৬৯, আহমাদ ৩২০৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৯১৮, ইরওয়া ১০০২। কারণ এর সনদে ইয়াযীদ ইবনি আবী যিয়াদ একজন দুর্বল রাবী।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ মুনকার

২৫৩১

আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ ইরাকবাসীদের জন্য যাতু ইরক্ব-কে মীকাত নির্ধারণ করিয়াছেন। [আবু দাউদ ও নাসায়ী]{১}

{১} সহীহ : আবু দাউদ ১৭৩৯, ইরওয়া ৯৯৯।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫৩২

উম্মু সালামাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাঃআঃ-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি মাসজিদে আক্বসা থেকে মাসজিদে হারামের দিকে হজ্জ বা উমরার ইহরাম বাঁধবে তার পূর্বের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। অথবা তিনি [সাঃআঃ] বলেছেন, তার জন্যে জান্নাত অবধারিত হবে। [আবু দাউদ ও ইবনি মাজাহ]{১}

{১} জইফ : আবু দাউদ ১৭৪১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৯২৬, যঈফাহ্ ২১১, জইফ আল জামি ৫৪৯৩। কারণ হাদিসটি মুয্ত্বরিব এবং এর সনদে হাকীমাহ্ একজন মাজহূল রাবী। ঈমাম বোখারী [রাহিমাহুল্লাহ]-ও হাদিসটিকে দুর্বল বলেছেন ।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

পরিচ্ছদঃ তৃতীয় অনুচ্ছেদ

২৫৩৩

আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, ইয়ামানবাসীরা হজ্জ পালন করতো অথচ পথের খরচ সঙ্গে নিত না। আর বলতো, আমরা আল্লাহর ওপর ভরসাকারী। কিন্তু মাক্কায় পৌঁছে মানুষের কাছে ভিক্ষা চাইতো, তখন আল্লাহ তাআলা এ আয়াত নাযিল করেন, ওয়াতাযাও ওয়াদূ ফাইন্না খয়রায্ যা-দিত্ তাক্বওয়া- অর্থাৎ- তোমরা পথের খরচ সাথে নাও, উত্তম পাথেয় তো তাক্বওয়া বা আল্লাহভীতি [অর্থাৎ- অন্যের নিকট ভিক্ষা না করা]। [বোখারী]{১}

{১} সহীহ : বোখারী ১৫২৩, আবু দাউদ ১৭৩০।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫৩৪

আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি একবার রাসুলুল্লাহ সাঃআঃ-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! মহিলাদের ওপর কি জিহাদ ফরয? তিনি [সাঃআঃ] বললেন, হ্যাঁ, তাদের ওপর এমন জিহাদ ফরয যাতে সশস্ত্র যুদ্ধ নেই- আর তা হলো হজ্জ ও উমরা। [ইবনি মাজাহ]{১}

{১} সহীহ : নাসায়ী ২৯০১, ইবনি আবী শায়বাহ্ ১২৬৫৫, দারাকুত্বনী ২৭১৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৭৫৮, ইবনি মাজাহ ২৯০১, ইরওয়া ৯৮১।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫৩৫

আবু উমামাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ যে ব্যক্তি সুস্পষ্ট অভাব অথবা অত্যাচারী শাসকের বাধা, অথবা সাংঘাতিক রোগে আক্রান্ত হওয়া ছাড়া হজ্জ পালন না করে মৃত্যুপথে যাত্রা করেছে, সে যেন মৃত্যুবরণ করে ইয়াহূদী হয়ে অথবা নাসারা হয়ে। [দারিমী]{১}

{১} জইফ : দারিমী ১৮২৬, জইফ আত তারগীব ৭৫৪। কারণ এর সনদে লায়স ইবনি আবী সুলায়ম একজন দুর্বল রাবী।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

২৫৩৬

আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি নবী সাঃআঃ হইতে বর্ণনা করেন, তিনি [সাঃআঃ] বলেছেনঃ হজ্জ ও উমরাহকারী হলো আল্লাহর দাওয়াতী কাফেলা বা মেহমানী দল। অতএব তারা যদি আল্লাহর কাছে দুআ করেন, তিনি তা কবূল করেন। আর যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি তাদেরকে ক্ষমা করে দেন। [ইবনি মাজাহ]{১}

{১} জইফ : ইবনি মাজাহ ২৮৯২, মুজামুল আওসাত লিত্ব ত্ববারানী ৬৩১১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৩৮৮, শুআবুল ঈমান ৩৮১১, জইফ আত তারগীব ৬৯৩। কারণ এর সনদে রাবী সলিহ ইবনি আব্দুল্লাহ একজন মুনকারুল হাদিস।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

২৫৩৭

{আবু হুরাইরাহ [রাদি.]] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাঃআঃ-কে বলিতে শুনিয়াছি, তিনি [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহর প্রতিনিধি বা মেহমান হলো তিন ব্যক্তি। গাযী [ইসলামের জন্যে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণকারী], হাজী ও উমরা পালনকারী। [নাসায়ী ও বায়হাক্বী- শুআবুল ঈমান-এ রয়েছে]{১}

{১} সহীহ : নাসায়ী ২৬২৫, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৫১১, মুসতাদরাক লিল হাকিম ১৬১১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৩৮৭, শুআবুল ঈমান ৩৮০৮, সহীহ আল জামি ৭১১২।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

২৫৩৮

আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ যখন তুমি কোন হাজীর সাক্ষাৎ পাবে তাকে সালাম দিবে, মুসাফাহা করিবে আর তাকে অনুরোধ জানাবে, তিনি যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তার ঘরে প্রবেশের পূর্বেই। কারণ তিনি [হাজী] ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। [আহমাদ]{১}

{১} মাওযূ : আহমাদ ৫৩৭১, যঈফাহ্ ২৪১১, জইফ আল জামি ৬৮৯। কারণ এর সনদে ইবনুল বায়লামানী মিথ্যার অপবাদপ্রাপ্ত একজন রাবী। আর মুহাম্মাদ ইবনি আল হারিস একজন দুর্বল রাবী। মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ জাল হাদিস

২৫৩৯

আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ যে ব্যক্তি হজ্জ/হজ, উমরা অথবা আল্লাহর পথে জিহাদের উদ্দেশে বের হবে আর পথেই মৃত্যুবরণ করিবে; আল্লাহ তাআলা তার জন্য গাযী, হাজী বা উমরা পালনকারীর সাওয়াব ধার্য করিবেন। [বায়হাক্বী শুআবুল ঈমান গ্রন্থে অত্র হাদিসটি বর্ণনা করিয়াছেন]{১}

{১} সহীহ লিগয়রিহী : শুআবুল ঈমান ৩৮০৬, সহীহ আত তারগীব ১১১৪।

মেশকাত শরীফ ডাউনলোড -এই হাদিসটির তাহকীকঃ সহীহ লিগাইরিহি


Posted

in

by

Comments

One response to “মেশকাত শরীফ ডাউনলোড । হজ্জ”

Leave a Reply