নবীর নাম সমূহ – Muatta Imam Malik Bangla

নবীর নাম সমূহ – Muatta Imam Malik Bangla

নবীর নাম সমূহ – Muatta Imam Malik Bangla, এই অধ্যায়ে হাদীস  =১ টি ( ১৮৮৯-১৮৮৯ পর্যন্ত ) >> মুয়াত্তা ইমাম মালিক এর মুল সুচিপত্র দেখুন

অধ্যায় – ৬১ঃ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র নামসমূহ

পরিচ্ছেদ ১: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র নামসমূহের বর্ণনা

১৮৩২ মুহাম্মাদ ইবনি যুবাইর ইবনি মুত্ইম [রহঃ] হইতে বর্ণিতঃ

নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] বলেছেন, আমার পাঁচটি নাম রয়েছে। আমি মুহাম্মাদ {১} আর আমি আহমাদ, {২} আমি মাহী– আমার দ্বারা আল্লাহ্ কুফরকে বিলুপ্ত করিবেন, আর আমি হাশির– লোকের পুনরুত্থান অনুষ্ঠিত হইবে আমার কদমের উপর {৩} আর আমি আকিব। {৪}

[বুখারি ৩৫৩২, ঈমাম মুসলিম মুত্তাসিল সনদে বর্ণনা করেন ২৩৫৪, তবে ঈমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল]{১} যেহেতু নবী সাঃআঃ-এর গুণাবলি অনেক, যেহেতু তাঁর প্রচুর প্রশংসা বারংবার করা হয়েছে, যেহেতু আল্লাহ্ তাআলা স্বয়ং এবং নবীগণ, ফেরেশতাগণ ও আওলিয়াগণ তাঁর প্রচুর ও ভূয়সী প্রশংসা করিয়াছেন তাই তাঁর নাম মুহাম্মাদ বা বহুল প্রশংসিত।{২} সর্বাপেক্ষা অধিক প্রশংসাকারী।{৩} আল্লাহ্ তাআলা কিয়ামত দিবসে সর্বপ্রথম নবী সাঃআঃকে তাঁর পবিত্র রওযা হইতে উঠাবেন, অন্য সব লোকের পুনরুত্থান হইবে তাঁর পর।{৪} আকিব -সবার পেছনে অর্থাৎ যাঁর পর কোন নবীর আগমন হইবে না।এই হাদীসটির তাহকিকঃ নির্ণীত নয়

Comments

One response to “নবীর নাম সমূহ – Muatta Imam Malik Bangla”

Leave a Reply