ইলম অধ্যায় । মুয়াত্তা ইমাম মালেক হাদিস
ইলম অধ্যায় । মুয়াত্তা ইমাম মালেক হাদিস, এই অধ্যায়ে হাদীস =১ টি ( ১৮৮৭-১৮৮৭ পর্যন্ত ) >>মুয়াত্তা ইমাম মালিক এর মুল সুচিপত্র দেখুন
অধ্যায় – ৫৯ঃ ইলম
পরিচ্ছেদ ১: ইলম অন্বেষন করা প্রসঙ্গ
১৮৩০ মালিক [রহঃ] হইতে বর্ণিতঃ
লুকমান হাকীম [আঃ] স্বীয় ছেলেকে [মৃত্যুকালে] উপদেশ দিয়েছেন, বৎস! আলিমগণের মজলিসে বসিও এবং তাঁদের নিকটে হাঁটু পেতে [আদব সহকারে] বসিও। কেননা আল্লাহ তাআলা হিকমতের নূর দ্বারা হৃদয়কে এমনভাবে সঞ্জীবিত করেন যেমন মৃত যমীনকে বৃষ্টির পানি দ্বারা জীবিত করেন।
[ঈমাম তাবারানী কাবীর গ্রন্থে মারফু সনদে বর্ণনা করেন ৭/২২১] এই হাদীসটির তাহকিকঃ নির্ণীত নয়
Leave a Reply