সুরা লাহাবের তাফসীর । তাফ-সিরুল কোরআন

সুরা লাহাবের তাফসীর । তাফ-সিরুল কোরআন

সুরা লাহাব এর তাফসির। তাফ-সিরুল কোরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা লাহাব আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৯২ঃ সুরা লাহাবের তাফসীর

৩৩৬৩. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] একদিন সাফা পাহাড়ের উপর উঠে “ইয়া সাবাহা” [হে ভোরের বিপদ] বলে উচ্চকণ্ঠে ডাকলেন। ফলে কুরাইশ গোত্রের লোকেরা তাহাঁর নিকট একত্রিত হয়। তিনি বললেনঃ তোমাদেরকে আমি এক কঠিন শাস্তির ভয় দেখাচ্ছি। তোমাদের কি মত, যদি আমি তোমাদেরকে বলি যে, সকাল বা সন্ধ্যায় শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তাহলে আমাকে কি তোমরা বিশ্বাস করিবে? সে সময় আবু লাহাব বলল, তোমার ধ্বংস হোক! এজন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? সে সময় আল্লাহ তাআলা “তাব্বাত ইয়াদা আবী লাহাব” সূরা অবতীর্ণ করেন।

সহীহঃ বোখারি [হাঃ ৪৯৭১, ৪৯৭২], মুসলিম [হাঃ ১/১৩৪]। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

One response to “সুরা লাহাবের তাফসীর । তাফ-সিরুল কোরআন”

Leave a Reply