সূরা ইনশিকাক এর তাফসীর । তাফশিরুল কুড়ান

সূরা ইনশিকাক এর তাফসীর । তাফশিরুল কুড়ান

সূরা ইনশিকাক এর তাফসীর । তাফশিরুল কুড়ান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা ইনশিকাক আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৭৬ঃ সূরা ইনশিকাক এর তাফসীর

৩৩৩৭. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] কে আমি বলিতে শুনেছিঃ ক্বিয়ামাতের দিন নিখুঁতভাবে যার হিসাব নেয়া হইবে সে তো বিলিন হয়ে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহ তাআলা তো বলেছেনঃ “যাকে তার আমল নামা ডান হাতে দেয়া হইবে, তার হিসাব-নিকাশ অতি সহজেই হইবে “-[সূরা আল-ইনশিক্বাক্ব ৭-৮]। তিনি বললেনঃ সে তো নামমাত্র হাযির করা।

সহীহঃ বুখারি ও মুসলিম, ২৪২৬ নং হাদীস পূর্বেও বর্ণিত হয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। সুয়াইদ ইবনি নাসর আবদুল্লাহ ইবনিল মুবারাক হইতে, তিনি উসমান ইবনি আস্ওয়াদ হইতে, উক্ত সনদে অনুরূপ বর্ণিত করিয়াছেন। মুহাম্মদ ইবনি আবান প্রমুখ-আবদুল ওয়াহ্হাব আস-সাক্বাফী হইতে, তিনি আইয়ুব হইতে, তিনি ইবনি আবী মুলাইকাহ্ হইতে, তিনি আয়িশাহ্ [রাদি.] হইতে, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হইতে এই সূত্রে উপরোক্ত হাদীসের একই রকম বর্ণান করিয়াছেন। সূরা ইনশিকাক এর তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস

৩৩৩৮. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] বলেছেনঃ যার হিসাব নেয়া হইবে সে তো আযাবপ্রাপ্ত হইবে।

আবু ঈসা বলেন, এ হাদীসটি গারীব। আমরা শুধু ক্বাতাদাহ্ সূত্রে আনাস [রাদি.] এর বরাতে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হইতে এই সূত্রে হাদীসটি আবগত হয়েছি। সূরা ইনশিকাক এর তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ হাসান সহীহ


Posted

in

by

Comments

One response to “সূরা ইনশিকাক এর তাফসীর । তাফশিরুল কুড়ান”

Leave a Reply