সূরা আল মুতাফফিফিন তাফসীর । তাফশিরুল কুড়ান

সূরা আল মুতাফফিফিন তাফসীর । তাফশিরুল কুড়ান

সূরা আল মুতাফফিফিন তাফসীর । তাফশিরুল কুড়ান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা মুতাফফিফীন আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৭৫ঃ সূরা আল মুতাফফিফিন তাফসীর

৩৩৩৪. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে। অতঃপর যখন সে গুনাহর কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে তার অন্তর তখন পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। এটাই সেই মরিচা আল্লাহ তাআলা যার বর্ণনা করেছেনঃ “কখনো নয়, বরং তাহাদের কৃতকর্মই তাহাদের মনে জং [মরিচা] ধরিয়েছে” – [সূরা মুত্বাফফিফীন ১৪]।

হাসানঃ আত-তালীকুর রাগীব [হাঃ ২/২৬৮]। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ।- এই হাদিসটির তাহকিকঃ হাসান হাদিস

৩৩৩৫. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

হাম্মাদ [রঃ]বলেন, আমাদের মতে এটি মারফূ হাদীস [মহানাবীর বানী]। “সকল মানুষ যে দিন রাব্বুল আলামীনের সামনে দণ্ডায়মান হইবে” – [সূরা মুতাফফিফীন ৬] আয়াতের বর্ণনা সম্পর্কে তিনি বলেনঃ লোকেরা [ক্বিয়ামাতের মায়দানে] সেদিন কানের লতিকা পর্যন্ত ঘামে ডুবন্ত অবস্থায় দণ্ডায়মান থাকিবে।

সহীহঃ বোখারি ও মুসলিম, এটি ২৪২২ নং হাদীসের পুনরুল্লেখ। – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস

৩৩৩৬. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

“সকল মানুষ যেদিন বিশ্বপ্রভুর সম্মুখে দণ্ডায়মান থাকিবে” – [সূরা মুতাফফিফীন ৬] আয়াত প্রসঙ্গে নাবী [সাঃআঃ] বলেনঃ মানুষ তার কানের লতিকা পর্যন্ত ঘামে দণ্ডায়মান থাকিবে।

সহীহঃ দেখুন পূর্বের হাদীস। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। এ অনুচ্ছেদে আবু হুরাইরাহ [রাদি.] হইতেও হাদীস বর্ণিত আছে।-  এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

One response to “সূরা আল মুতাফফিফিন তাফসীর । তাফশিরুল কুড়ান”

Leave a Reply