সূরা হাক্কাহ এর তাফসীর । তাফসিরুল কুরান
সূরা হাক্কাহ এর তাফসীর । তাফসিরুল কুরান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা হাক্বকাহ আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৬৮ঃ সূরা হাক্কাহ এর তাফসীর
৩৩২০. আল-আব্বাস ইবনি আবদুল মুত্তালিব [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি একদল লোকের সাথে আল-বাতহা নামক কংকরময় জায়গায় বসা ছিলেন এবং রাসুলুল্লাহ [সাঃআঃ] তাঁদের মধ্যে বসা ছিলেন। তখন তাঁদের মাথার উপর দিয়ে এক খন্ড মেঘ উড়ে যাচ্ছিল। তাঁরা সে দিকে তাকালে রাসুলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তোমরা এর নাম জান কি? তারা বললঃ হ্যাঁ, এক খন্ড মেঘ। রাসুলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ আল-মুযনু। সাহাবাগণ বলিলেন, আল-মুযনু? রাসুলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ হ্যাঁ, আনান [মেঘ]-ও। তাঁরা বললেনঃ আল-আনান। তারপর রাসুলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তোমরা কি জান, আকাশ ও যমিনের মাঝের ব্যবধান কত? তাঁরা বললেনঃ আল্লাহর শপথ! আমরা জানি না। তিনি বললেনঃ এতদুভয়ের মধ্যে একাত্তর বা বাহাত্তর বা তিয়াত্তর বছরের দূরত্ব। এক আকাশের উপর অপর যে আকাশ রয়েছে তার ব্যবধানও অনুরূপ। এভাবে তিনি সপ্তম আকাশ পর্যন্ত দূ্রত্বের বর্ণনা দেন। তারপর তিনি বললেনঃ সপ্তম আকাশের উপর একটি সমুদ্র আছে, যার উপর ও তলদেশের মধ্যকার দূরত্ব [গভীরতা] এক আকাশ থেকে অপর আকাশের দূরত্বের সমান। আর এই সমুদ্রের উপর বন্য ছাগল অনুরূপ আটজন ফেরেশতা আছেন, যাদের পদতল ও হাঁটুর মধ্যবর্তী ব্যবধান এক আকাশ থেকে অপর আকাশের ব্যবধানের সমান। এদের পিঠের উপর আল্লাহর আরশ অবস্হিত, যার উপরিভাগ ও নিম্নভাগের দূরত্ব [উচ্চতা] এক আকাশ হইতে অপর আকাশের দূরত্বের সমান। আল্লাহ তার উপর [উপবিষ্ট]।
জঈফ, ইবনি মাজাহ[১৯৩].আবদু ইবনি হুমাইদ [রঃ]বলেন, আমি ইয়াহইয়া ইবনি মাঈনকে বলিতে শুনিয়াছি, আবদুর রহমান কি হাজ্জে যাবেন না [অবশ্য যাবেন], যাতে তাহাঁর নিকট আমরা এ হাদীস শুনতে পারি। আবু ঈসা বলেন, এ হাদিসটি হাসান গারীব। ওয়ালীদ ইবনি আবু সাওর [রঃ]সিমাকের সূত্রে এ হাদীস মারফূরূপে অনুরূপ বর্ণনা করিয়াছেন। শারীক এ হাদীসের অংশবিশেষ সিমাকের সুত্রে মাওকূফরূপে বর্ণনা করিয়াছেন, মারফূরূপে নয়। রাবী আব্দুর রহমান হলেন, ইবনি আব্দুল্লাহ ইবনি সাদ আল-রাবী। সূরা হাক্কাহ এর তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ দুর্বল হাদিস
৩৩২১. ইয়াহইয়া ইবনি মূসা-আবদুর রহমান ইবনি আব্দুল্লাহ ইবনি সাদ আর-রাযী হইতে বর্ণীতঃ
ইয়াহইয়া ইবনি মূসা-আবদুর রহমান ইবনি আব্দুল্লাহ ইবনি সাদ আর-রাযী-তাহাঁর পিতা সূত্রে বলেনঃ আমি বুখারায় এক ব্যক্তিকে কলো পাগড়ী পরিহিত অবস্থায় একটি খচ্চরের পিঠে বসা দেখলাম। তিনি বলছিলেন, রাসুলুল্লাহ [সাঃআঃ] আমাকে এ পাগড়ী পরিয়ে দিয়েছেন।
সনদ দুর্বল।সূরা হাক্কাহ এর তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ দুর্বল হাদিস
Leave a Reply