সূরা নূন ওয়াল ক্বালাম – তাফসিরুল কোরআন

সূরা নূন ওয়াল ক্বালাম – তাফসিরুল কোরআন

সূরা নূন ওয়াল ক্বালাম – তাফসিরুল কোরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা কালাম আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৬৭ঃ সূরা নূন ওয়াল ক্বালাম

৩৩১৯. আবদুল ওয়াহিদ ইবনি সুলাইম [রঃ]হইতে বর্ণীতঃ

আত্বা ইবনি আবী রাবাহ [রহঃ]-এর সঙ্গে আমি মক্কায় পৌঁছে দেখা করলাম। তাকে আমি বললাম, হে আবু মুহাম্মাদ! এখানে আমাদের কিছু লোক তাক্বদীর স্বীকার করে না। আত্বা [রঃ]বলেন, ওয়ালীদ ইবনি উবাদাহ ইবনিস সামিত [রঃ]এর সঙ্গে দেখা করলে তিনি বলেন, আমার বাবা আমার নিকট রিওয়ায়াত করেন যে, রসুলুল্লাহ [সাঃআঃ]-কে আমি বলিতে শুনেছিঃ সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করিয়াছেন। অতঃপর তিনি কলমকে বলিলেন, লিখ। তখন কলম লিখতে শুরু করে এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু ঘটবে তা লিপিবদ্ধ করে।

সহীহঃ ২১৫৫ নং হাদীস পূর্বে বর্ণিত হয়েছে। হাদীসে সংশ্লিষ্ট একটি ঘটনা রয়েছে। আবু ঈসা বলেন, এটি হাসান সহীহ গারীব হাদীস। ইবনি আব্বাস [রাদি.] হইতেও এ অ্নুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।  এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

One response to “সূরা নূন ওয়াল ক্বালাম – তাফসিরুল কোরআন”

Leave a Reply