সূরা ওয়াকিয়া তাফসির । তাফসীর উল কুরান

সূরা ওয়াকিয়া তাফসির । তাফসীর উল কুরান

সূরা ওয়াকিয়া তাফসির । তাফসীর উল কুরান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা ওয়াক্বিয়া আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৫৭ঃ সূরা ওয়াকিয়া তাফসির

৩২৯২. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ তাআলা বলেন, আমার নেক বান্দাদের জন্য আমি এমন কিছু তৈরি করে রেখেছি যা কোন চোখ কখনও প্রত্যক্ষ করেনি, কোন কান কখনও [তার বর্ণনা] শ্রবণ করেনি এবং মানুষের মন তার ধারণাও করিতে পারে না। এ আয়াতটি তোমরা ইচ্ছা করলে পাঠ করিতে পার [অনুবাদ]ঃ “তাহাদের জন্য নয়নমুগ্ধকর কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে তাহাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ তা সবারই অজানা ”-[সূরা সাজদাহ ১৭]। আর জান্নাতে এরূপ একটি গাছ আছে যার ছায়াতলে কোন আরোহী এক শত বছর চলতে থাকিবে কিন্তু তা পার হইতে পারবে না। তোমরা চাইলে পাঠ করিতে পারঃ “আর সম্প্রসারিত ছায়া”- [সূরা ওয়াকিআহ ৩০]। জান্নাতের এক চাবুক পরিমান জায়গা পৃথিবী ও তার মাঝখানে সব কিছুর চাইতে উত্তম। তোমরা চাইলে পাঠ করিতে পারঃ “জাহান্নাম হইতে যাকে দূরে রাখা হইবে এবং জান্নাতে প্রবেশ করানো হইবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়”- [সূরা ইমরান ১৮৫]

হাসান সহীহঃ সহীহ হাদীস সিরিজ [হাঃ ১৯৭৮], বোখারি “ইকরাঊ” [তোমরা পাঠ কর] শব্দ ব্যতীত বর্ণনা করিয়াছেন। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। সূরা ওয়াকিয়া তাফসির- এই হাদিসটির তাহকিকঃ হাসান সহীহ

৩২৯৩. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

নাবী [সাঃআঃ] বলেছেনঃ জান্নাতে এমন একটি গাছ রয়েছে কোন আরোহী যার ছায়াতলে শত বছর ধরে চলতে থাকলেও তা অতিক্রম করিতে পারবে না। তোমরা চাইলে পাঠ করিতে পারঃ “সম্প্রসারিত ছায়া ও প্রবাহিত পানি” – [সূরা ওয়াক্বিআহ ৩০-৩১]।

সহীহঃ বোখারি [হাঃ ৪৮৮১]। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ অনুচ্ছেদে আবু সাঈদ [রাদি.] হইতেও হাদীস উদ্ধৃত আছে। সূরা ওয়াকিয়া তাফসির – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস

৩২৯৪. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ

রসুলুল্লাহ [সাঃআঃ] আল্লাহর বাণী “ উঁচু উঁচু বিছানা” [সূরাঃ আল- ওয়াক্বিয়াহ- ৩৪] প্রসঙ্গে বলেনঃ এই বিছানার উচ্চতা আসমান-যমীনের মাঝের উচ্চতার সমান এবং এতদুভয়ের মাঝের দূরত্ব পাঁচ শত বছর চলার রাস্তার সমান।

জঈফ, তালীকুর রাগীব[৪/২৬২] আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধু রিশদ্বীনের রিওয়ায়াত হিসেবে–এ হাদীস জেনেছি। সূরা ওয়াকিয়া তাফসির – এই হাদিসটির তাহকিকঃ দুর্বল হাদিস

৩২৯৫. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেনঃ রসুলুল্লাহ [সাঃআঃ] আল্লাহর এ বাণী : “ আর তোমরা মিথ্যা বলাকে তোমাদের উপজীব্য করে নিয়েছ” [সূরাঃ আল- ওয়াক্বিয়াহ-৮২] প্রসঙ্গে বলেনঃ তোমাদের কৃতজ্ঞতা হল এই যে , তোমরা বলে থাক : অমুক অমুক তারকার উসীলায় আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে ইত্যাদি ইত্যাদি।

সনদ দুর্বল। আবু ঈসা বলেন : এ হাদীসটি হাসান গারীব। আমারা শুধুমাত্র ইসরাঈলের সূত্রেই এ হাদীসটি মারফূরূপে জেনেছি। সুফিয়ান এ হাদীস আবদুল আলা হইতে উপরোক্ত সনদে বর্ণনা করিয়াছেন , কিন্তু মারফূ হিসেবে নয়। সূরা ওয়াকিয়া তাফসির – এই হাদিসটির তাহকিকঃ দুর্বল হাদিস

৩২৯৬. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেছেনঃ রসুলুল্লাহ [সাঃআঃ] আল্লাহর বাণী, “আমি তাহাদের বিশেষভাবে সৃষ্টি করেছি “ [সূরাঃ আল- ওয়াক্বিয়াহ-৩৫] প্রসঙ্গে বলেনঃ যে সব নারী পৃথিবীতে বৃদ্ধা, ছানি পড়া চোখ বা দুর্বল দৃষ্টিসম্পন্ন তারা [জান্নাতে] বাড়ন্ত বয়সের তরুণীদের অন্তর্ভুক্ত হইবে।

সনদ দুর্বল। আবু ঈসা বলেন : এ হাদীসটি হাসান গারীব। আমারা শুধু মূসা ইবনি উবাইদার রিওয়ায়াত হিসেবে এ হাদীস মারফু হিসেবে জেনেছি। মূসা ইবনি উবাইদা ও ইয়াযীদ ইবনি আবান আর-রাকাশী উভয়ে হাদীস শাস্ত্রে দুর্বল বলে সমালোচিত। সূরা ওয়াকিয়া তাফসির – এই হাদিসটির তাহকিকঃ দুর্বল হাদিস

৩২৯৭. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আবু বকর [রাদি.] বলিলেন, হে আল্লাহর রাসূল! আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন। তিনি জবাবে বলেনঃ সূরা হূদ, ওয়াক্বিআহ্, ওয়াল মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন ও ওয়াইযাশ-শামসু কুব্‌বিরাত আমাকে বৃদ্ধ করে দিয়েছে।

সহীহঃ সহীহ হাদীস সিরিজ [হাঃ ৯৫৫]। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। এ হাদীস আমরা শুধু ইবনি আব্বাস [রাদি.]-এর বর্ণনার পরিপ্রেক্ষিতে উপর্যুক্ত সূত্রে অবগত হয়েছি। এ হাদীস আলী ইবনি সালিহ [রঃ]আবু ইসহাক্ব হইতে, তিনি আবু জুহাইফাহ্‌ [রাদি.] হইতে এই সূত্রে একই রকম রিওয়ায়াত করিয়াছেন। এ হাদীসের অংশবিশেষ আবু ইসহাক্ব হইতে, তিনি আবু মাইসারাহ্ হইতে এই সূত্রে মুরসালরূপে বর্ণিত আছে। আর আবু বাক্‌র ইবনি আইয়্যাশ আবু ইসহাক্ব হইতে, তিনি ইকরিমাহ্ হইতে, তিনি নাবী [সাঃআঃ] হইতে এই সূত্রে শাইবানের হাদীসের অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে এ সনদে ইবনি আব্বাস-এর উল্লেখ নেই। সূরা ওয়াকিয়া তাফসির – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply