সূরা নামল তাফসীর – তাফসিড়ূল কোরআন

সূরা নামল তাফসীর – তাফসিড়ূল কোরআন

সূরা নামল তাফসীর – তাফসিড়ূল কোরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা নাম’ল আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-২৮ঃ সূরা নামল তাফসীর

৩১৮৭. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণীতঃ

রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেনঃ একটি জানোয়ার বের হয়ে আসবে এবং তার সাথে সুলাইমান আলাইহিস সালাম-এর আংটি ও মূসা আলাইহিস সালাম-এর লাঠি থাকিবে। সে [লাঠি দিয়ে] মুমিনদের চেহারা সাফ ও দীপ্তিমান করিবে এবং আংটি দিয়ে কাফিরদের নাকে মোহর মেরে দিবে। পরিশেষে তারা একই ভোজসভায় একত্রে মিলিত হইবে এবং সেই জানোয়ারটি ডেকে বলবে, এই যে মুমিন, এই যে কাফির। অতঃপর সে বলবে হে মুমিন, আর সে বলবে হে কাফির।

জঈফ, যঈফা [১১০৮]। আবু ঈসা বলেন এই হাদীসটি হাসান গারীব। এই হাদীসটি অন্য সূত্রে আবু হুরাইরা হইতেও বর্ণিত আছে, এ অনুচ্ছেদে আবু ওমামা এবং হুযাইফা ইবনি উসাইদ হইতেও হাদীস বর্ণিত হয়েছে।  সূরা নামল তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ দুর্বল হাদিস


Posted

in

by

Comments

One response to “সূরা নামল তাফসীর – তাফসিড়ূল কোরআন”

Leave a Reply