হুযাইফা ও হুযাইফা, আবু উবাইদাহ ইবনু জাররাহ এবংমুসআব ইবনু উমায়র এর মর্যাদা

হুযাইফা ও হুযাইফা, আবু উবাইদাহ ইবনু জাররাহ এবংমুসআব ইবনু উমায়র এর মর্যাদা

হুযাইফা ও হুযাইফা, আবু উবাইদাহ ইবনু জাররাহ এবংমুসআব ইবনু উমায়র এর মর্যাদা >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

পর্বঃ ৬২, সাহাবিগণের মর্যাদা, অধ্যায়ঃ (২০-২১)=২টি

৬২/২০. অধ্যায়ঃ আম্মার ও হুযাইফা (রাদি.)-এর মর্যাদা।
৬২/২১. অধ্যায়ঃ আবু উবাইদাহ ইবনু জার্‌রাহ (রাদি.)-এর মর্যাদা।

৬২/২০. অধ্যায়ঃ আম্মার ও হুযাইফা (রাদি.)-এর মর্যাদা।

৩৭৪২

মালিক ইবনু ইসমাঈল (রহমাতুল্লাহি আলাইহি) আলকামাহ (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি সিরিয়ায় গমন করলাম। দু রাকআত সালাত আদায় করে দুআ করলাম, হে আল্লাহ! আপনি আমাকে একজন নেককার সাথী মিলিয়ে দিন। অতঃপর আমি একটি জামাআতের নিকট এসে তাদের নিকট বসলাম। তখন একজন বৃদ্ধ লোক এসে আমার পাশেই বসলেন। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? তারা উত্তরে বলিলেন, ইনি আবু দারদা (রাদি.)। আমি তখন তাঁকে বললাম, একজন নেক্কার সঙ্গীর জন্য আমি আল্লাহর নিকট দুআ করেছিলাম। আল্লাহ আপনাকে মিলিয়ে দিয়েছেন। তিনি বলিলেন, তুমি কোথাকার অধিবাসী? আমি বললাম, আমি কুফার অধিবাসী। তিনি বলিলেন, (নাবী সাঃআঃ-এর) জুতা, বালিশ এবং উযূর পাত্র বহনকারী সর্বক্ষণের সহচর ইবনু উম্মু আবদ (রাদি.) কি তোমাদের ওখানে নেই? তোমাদের মাঝে কি ঐ ব্যক্তি নেই যাকে আল্লাহ শয়তান হইতে নিরাপত্তা দান করিয়াছেন? [অর্থাৎ আম্মার ইবনু ইয়াসির (রাদি.)] তোমাদের মধ্যে কি নাবী সাঃআঃ-এর গোপন তথ্যবিদ লোকটি নেই? যিনি ছাড়া অন্য কেউ এসব রহস্য জানেন না। অর্থাৎ হুযাইফাহ (রাদি.) অতঃপর তিনি আমাকে জিজ্ঞেস করিলেন, আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাদি.) সুরাوَاللَّيْلِ কিভাবে পাঠ করিতেন? তখন আমি তাকে সুরাটি পড়ে শুনালামঃ

وَاللَّيْلِ إِذَا يَغْشٰى وَالنَّهَارِ إِذَا تَجَلّٰى وَالذَّكَرِ وَالأُنْثٰى

তিনি বলিলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাঃআঃ আমাকে সুরাটি এভাবেই শিক্ষা দিয়েছিলেন।* (৩২৮৭)

(আঃপ্রঃ ৩৪৫৯, ইঃফাঃ ৩৪৬৭)

* প্রচলিত কিরাআতে وَمَا خَلَقَ الذَّكَرَ وَالأُنْثٰى এভাবে বর্ণিত আছে। কিন্তু আবদুল্লাহ ইবনু আবু দারদা -এর কিরাআতে وَمَا خَلَقَ শব্দটি নেই।

৩৭৪৩

ইবরাহীম (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আলকামাহ (রহমাতুল্লাহি আলাইহি) একবার সিরিয়ায় গেলেন। যখন মসজিদে প্রবেশ করিলেন, তখন তিনি দুআ করিলেন, হে আল্লাহ! আমাকে একজন নেক্কার সঙ্গী মিলিয়ে দিন। তখন তিনি আবু দারদা (রাদি.)-এর নিকট গিয়ে বসলেন। তিনি আমাকে জিজ্ঞেস করিলেন, তুমি কোথাকার লোক। আমি বললাম, কুফার অধিবাসী। তিনি বলিলেন, তোমাদের মাঝে কি ঐ ব্যক্তিটি নেই যাঁকে আল্লাহ তাহাঁর রাসুল সাঃআঃ-এর জবানীতে শয়তান হইতে নিরাপত্তা দান করিয়াছেন। অর্থাৎ আম্মার (ইবনু ইয়াসির) (রাদি.)। আমি বললাম, হাঁ। তিনি জিজ্ঞেস করিলেন, তোমাদের মধ্যে নাবী সাঃআঃ-এর গোপন তথ্যবিদ লোকটি কি নেই যিনি ছাড়া অন্য কেউ এ সব গোপন রহস্যাদি জানেন না? অর্থাৎ হুযাইফাহ (রাদি.)। আমি বললাম, হাঁ। তিনি আবার জিজ্ঞেস করিলেন তোমাদের মধ্যে কি নাবী সাঃআঃ-এর মিস্ওয়াক ও সামান বহনকারী আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাদি.) নেই? আমি বললাম, হাঁ। তিনি জিজ্ঞেস করিলেন আবদুল্লাহ وَاللَّيْلِ কিভাবে পাঠ করেন। আমি বললাম وَالذَّكَرِ وَالأُنْثَى পড়েন। তখন তিনি বলিলেন, (এভাবে পড়ার কারণে) নাবী সাঃআঃ হইতে যেভাবে শুনিয়াছিলাম এরা (অন্যান্য সাহাবীরা) তা হইতে আমাকে সরিয়ে দেয়ার সর্বাত্মক চেষ্টা করেছে। (৩২৮৭)

(আঃপ্রঃ ৩৪৬০, ইঃফাঃ ৩৪৬৮)

৬২/২১. অধ্যায়ঃ আবু উবাইদাহ ইবনু জার্‌রাহ (রাদি.)-এর মর্যাদা।

৩৭৪৪

আনাস ইবনু মালিক (রাদি.) হইতে বর্ণিতঃ

আল্লাহর রাসুল (সাঃআঃ) বলেছেন, প্রত্যেক উম্মাতের মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি থাকেন আর আমার এই উম্মাতের মধ্যে বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবু উবাইদাহ ইবনু জার্‌রাহ (রাদি.)।

(আঃপ্রঃ ৩৪৬১, ইঃফাঃ ৩৪৬৯)

৩৭৪৫

হুযাইফা (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাঃআঃ) নাজরানবাসীকে লক্ষ্য করে বলেছিলেন; আমি এমন এক ব্যক্তিকে পাঠাব যিনি হইবেন প্রকৃতই বিশ্বস্ত। একথা শুনে সাহাবায়ে কেরাম আগ্রহের সঙ্গে অপেক্ষা করিতে লাগলেন। পরে তিনি [রাসুল(সাঃআঃ)] আবু উবাইদাহ (রাদি.)-কে পাঠালেন।

(আঃপ্রঃ ৩৪৬২, ইঃফাঃ ৩৪৭০)

৬২/০০. অধ্যায়ঃ

মুসআব ইবনু উমায়র (রাদি.)-এর উল্লেখ।

Comments

Leave a Reply