হিজায রাজ্য থেকে ইয়াহূদীদেরকে বহিষ্কার করা
হিজায রাজ্য থেকে ইয়াহূদীদেরকে বহিষ্কার করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২০. অধ্যায়ঃ হিজায রাজ্য থেকে ইয়াহূদীদেরকে বহিষ্কার করা
৪৪৮৩. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একদা আমরা মাসজিদে বসা ছিলাম। হঠাৎ আমাদের দিকে রসূলুল্লাহ [সাঃআঃ] বেরিয়ে এলেন। তারপর তিনি বলিলেন, তোমরা ইয়াহুদীদের দিকে যাও। সুতরাং আমরা তাহাঁর সঙ্গে বের হলাম। পরিশেষে তাদের কাছে এলাম। এরপর রসূলুল্লাহ [সাঃআঃ] দাঁড়ালেন এবং তাদেরকে [ধর্মের দিকে] আহবান করে বলিলেন, হে ইয়াহুদী সম্প্রদায়! তোমরা ইসলাম গ্রহন কর, তাহলে শান্তিতে থাকতে পারবে। তখন তারা বলিল, হে আবুল কাসেম! নিশ্চয়ই আপনি [আল্লাহর নির্দেশ] প্রচার করছেন। রসূলুল্লাহ [সাঃআঃ] তাদেরকে বললেনঃ আমি এ কথাই শুনতে চেয়েছি। এরপর রসূলুল্লাহ [সাঃআঃ] তাদেরকে বলিলেন। তোমরা ইসলাম গ্রহন কর, তাহলে শান্তিতে থাকতে পারবে। তখন তারা বলিল, হে আবুল কাসেম! নিশ্চয়ই আপনি প্রচার করছেন। তারপর রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ আমি তাই চেয়েছিলাম। এরপর তৃতীয়বার তিনি তাদেরকে বলিলেন, তোমরা জেনে রেখো! নিশ্চয়ই পৃথিবী আল্লাহ ও তাহাঁর রসূলের। আর আমার ইচ্ছা যে, তোমাদেরকে আমি এ ভূখণ্ড থেকে বহিস্কার করবো। অতএব তোমাদের মধ্যে হইতে যদি কারো কিছু মালামাল থাকে তাহলে সে যেন তা বিক্রি করে দেয়। নতুবা জেনে রেখো যে, সমগ্র ভু-মণ্ডল আল্লাহ ও তাহাঁর রসূলের।
[ ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৩৯, ইসলামিক সেন্টার-৪৪৪১]
৪৪৮৪. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
বানু নাযীর এবং বানু কুরাইযাহ গোত্র দুটির ইয়াহূদীরা রসূলুল্লাহ [সাঃআঃ] এর সঙ্গে যুদ্ধ করেছিল। রসূলুল্লাহ [সাঃআঃ] বানূ নাযীরকে দেশান্তর করেন। এবং বনূ কুরাইযাকে সেখানে থাকার অনুমতি দিলেন এবং তিনি তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করিলেন। পরিশেষে বানূ কুরাইযাও যুদ্ধ করিল। ফলে তিনি তাদের পুরুষদেরকে হত্যা করিলেন এবং তাদের নারী, শিশু ও সম্পদসমূহ মুসলিমদের মাঝে বন্টন করে দিলেন। কিন্তু তাদের কিছু সংখ্যক লোক যারা রসূলুল্লাহ [সাঃআঃ] এর সঙ্গে মিলিত হয়েছিল তাদেরকে তিনি নিরাপত্তা প্রদান করেন। তখন তারা মুসলিম হয়ে গিয়েছিল। রসূলুল্লাহ [সাঃআঃ] মাদীনায় সকল ইয়াহূদীকে দেশান্তর করেন। বানূ কায়নুকা গোত্রের ইয়াহূদী [আবদুল্লাহ ইবনি সালামের ইয়াহুদী গোত্র] , বানু হারিসাহর ইয়াহুদী এবং মাদীনায় বসবাসরত সকল ইয়াহূদীকেই দেশ থেকে বহিষ্কার করেন।
[ ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৪০, ইসলামিক সেন্টার-৪৪৪২ ]।
৪৪৮৫. মুসা [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
এ সানাদে এ হাদীসটি বর্ণনা করেন। আর ইবনি জুরাইজ [রহমাতুল্লাহি আলাইহি] –এর হাদীসটি অনেক সুত্রে বর্ণিত এবং সেটিই পুর্ণাঙ্গ।
[ই.ফ. ৪৪৪১, ইসলামিক সেন্টার- ৪৪৪৩]
Leave a Reply