হাসান হুসাইন [রাদি.]-এর ফযিলত

হাসান হুসাইন [রাদি.]-এর ফযিলত

হাসান হুসাইন [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৮. অধ্যায়ঃ হাসান হুসাইন [রাদি.]-এর ফযিলত

৬১৫০. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হাসান [রাদি.] সম্বন্ধে বলেন, হে আল্লাহ! আমি একে পছন্দ করি, তুমিও তাঁকে পছন্দ কর, আর যে তাঁকে পছন্দ করে তাঁকেও পছন্দ কর।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৩৮, ইসলামিক সেন্টার- ৬০৭৫]

৬১৫১. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, দিনের এক প্রহরে আমি রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর সঙ্গে রওনা হলাম। তিনি আমার সঙ্গে কথা বলেননি। আমিও তাহাঁর সঙ্গে কথা বলছিলাম না। অবশেষে বানূ কুইনাকা-এর বাজারে পৌঁছলেন, তারপর তিনি ফিরে চললেন এবং ফাতিমা [রাদি.]-এর গৃহে ঢুকলেন। বলিলেন, এখানে কি শিশু আছে, এখানে কি শিশু আছে, অর্থাৎ- হাসান। আমরা অনুমান করলাম যে, তাহাঁর মা তাকে ধরে রেখেছেন গোসল করানো এবং সুগন্ধি মালাম পরানোর জন্য। কিন্তু অল্পক্ষণের ভিতরেই হাসান দৌড়ে চলে এলেন এবং তাঁরা পরস্পরকে গলায় জড়িয়ে ধরলেন। সে সময় রসূলুল্লহ [সাঃআঃ] বললেনঃহে আল্লাহ! আমি তাঁকে পছন্দ করি, তুমিও তাঁকে পছন্দ কর, আর পছন্দ কর সে সব ব্যক্তিকে যে তাঁকে পছন্দ করে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৩৯, ইসলামিক সেন্টার- ৬০৭৬]

৬১৫২. বারা ইবনি আযিব [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি হাসান ইবনি আলী [রাদি.]-কে নবী [সাঃআঃ]-এর ঘাড়ের উপর দেখেছি। তিনি বলছেন, হে আল্লাহ! আমি একে ভালবাসি, তুমিও তাঁকে ভালবেসো।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৪০, ইসলামিক সেন্টার- ৬০৭৭]

৬১৫৩. বারা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ্ [সাঃআঃ]-কে দেখলাম, হাসান ইবনি আলীকে তাহাঁর ঘাড়ে বসিয়ে রেখেছেন। তিনি বলছেন: হে আল্লাহ! আমি একে ভালবাসি, তুমিও তাকে ভালবাসো।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৪১, ইসলামিক সেন্টার- ৬০৭৮]

৬১৫৪. আবদুল্লাহ ইবনি রূমী ইয়ামামী ও আব্বাস ইবনি আদুল আযীম আম্বারী [রহমাতুল্লাহি আলাইহি] ইয়াস তাহাঁর পিতা হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি তাহাঁর শুভ্র খচ্চরটিকে টেনে হেঁচড়ে নবী [সাঃআঃ]-এর কামরা পর্যন্ত নিয়ে গেলাম। এর উপর আরোহী ছিলেন, নবী [সাঃআঃ] হাসান হুসাইন একজন সম্মুখে, একজন পশ্চাতে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৪২, ইসলামিক সেন্টার- ৬০৭৯]

Comments

Leave a Reply