হায়েজের বিধান ও বর্ণনা সম্পর্কিত হাদিস সমূহ

হায়েজের বিধান ও বর্ণনা সম্পর্কিত হাদিস সমূহ

হায়েজের বিধান ও বর্ণনা সম্পর্কিত হাদিস সমূহ >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন

পর্বঃ ৩, অধ্যায়ঃ ১২

  • অধ্যায়ঃ ১২. প্রথম অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ১২. দ্বিতীয় অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ১২. তৃতীয় অনুচ্ছেদ

অধ্যায়ঃ ১২. দ্বিতীয় অনুচ্ছেদ

৫৫১. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে লোক ঋতুবতী অবস্থায় যৌনসঙ্গম করেছে অথবা কোন স্ত্রীলোকের মলদ্বার দিয়ে যৌনসঙ্গম করেছে আথবা কোন গণকের কাছে গিয়েছে, সে লোক মুহাম্মাদ [সাঃআঃ]-এর উপর যা অবতীর্ণ হয়েছে তার প্রতি অবিশ্বাস করেছে। কিন্তু শেষের দুজন ইবনি মাজাহ ও দারিমীর বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি গণকের কাছে গিয়েছে, সে যা বলেছে তা সত্য বলে বিশ্বাস করেছে, সে কুফ্‌রী করেছে [অর্থাৎ-কাফির হয়ে গেছে]।

তিরমিজি এ সানাদের সমালোচনা করে বলেছেনঃ হাদিসটি আবু হুরাইরাহ [রাদি.] হইতে আবু তামীমাহ্, তাহাঁর থেকে হাকীম আস্‌রাম ব্যতীত অন্য কোন সূত্রে বর্ণিত হয়েছে বলে আমি জানি না। [তবে আবু তামীমার বিশ্বস্ততা সম্পর্কে কোন কোন মুহাদ্দিস সন্দেহ প্রকাশ করিয়াছেন]। {১};{১} সহীহ : তিরমিজি ১৩৫, ইবনি মাজাহ ৬৩৯, সহীহুল জামি ৫৯৪২।হায়েজের বিধান -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

৫৫২. মুআয ইবনি জাবাল [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! হায়য অবস্থায় আমার স্ত্রীর সাথে আমার কী কী করা হালাল? তিনি [সাঃআঃ] বললেন, সালোয়ারের উপরিভাগে [নাভীর উপরের অংশে যা করিতে চাও কর, তা হালাল]। তবে এটুকু থেকে বিরত থাকাই উত্তম। {১} ঈমাম মুহ্‌য়িয়ুস্ সুন্নাহ বলেন, এ হাদিসের সানাদ তেমন শক্তিশালী নয়।

{১} জইফ : আবু দাউদ ২১৩, যঈফুল জামি ৫১১৫। হাদিসটি তিনটি কারণে দুর্বল। প্রথমত বাক্বিয়্যাহ্ মুদাল্লিস রাবী, দ্বিতীয়ত সাদ আল আগত্বস দুর্বল রাবী, তৃতীয়ত ইবনি আয়িয এবং মুআয-এর মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

৫৫৩. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কেউ যদি তার স্ত্রীর সাথে ঋতুবতী অবস্থায় যৌনসঙ্গম করে, তাহলে সে যেন অর্ধেক দীনার দান করে দেয়। {১}

{১} সহীহ : আবু দাউদ ২৬৬, তিরমিজি ১৩৬, ইবনি মাজাহ ৬৪০, নাসায়ী ২৮৯, দারিমী ১১৪৫, ১১৪৯, ১১৫১। হায়েজের বিধান -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

৫৫৪. আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেছেনঃ [যৌনসঙ্গমকালে হায়যের রক্ত] লাল থাকলে এক দীনার ও পীতবর্ণ দেখা দিলে অর্ধেক দীনার সদাক্বাহ আদায় করিতে হবে। {১}

{১} যঈফুল ইসনাদ : তিরমিজি ১৩৭। কারণ এর সানাদে আবদুল কারীম ইবনি আবুল মুখারিক রয়েছে যার দুর্বল হওয়ার ব্যাপারে সকলেই একমত। যদিও হাদিসের শব্দ সহীহ। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

অধ্যায়ঃ ১২. তৃতীয় অনুচ্ছেদ

৫৫৫.যায়দ ইবনি আসলাম [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, জনৈক লোক রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে জিজ্ঞেস করিলেন, আমার স্ত্রীর হায়য অবস্থায় তার সাথে কী কী করা [যৌনতৃপ্তি মেটানো] হালাল? রাসূলুল্লাহ [সাঃআঃ] বললেন, তার পরনের পায়জামা শক্তভাবে বাঁধবে। তারপর এর উপরের দিকে যা ইচ্ছা করিবে। {১}

{১} সহীহ : মালিক ১২৬, দারিমী ১০৩২। হায়েজের বিধান -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

৫৫৬. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, যখন আমি ঋতুবতী হতাম, বিছানা হইতে সরে চাটাইতে নেমে আসতাম। তখন রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের কাছে আসতেন না এবং আমরাও [বিবিগনও] পাক-পবিত্র না হওয়া পর্যন্ত তাহাঁর কছে যেতাম না [মেলামেশা করতাম না]। {১}

{১} মুনকার : আবু দাউদ ২৭১। এই হাদিসটির তাহকীকঃ মুনকার


Posted

in

by

Comments

Leave a Reply