হাত তুলে মোনাজাত করা ও কিবলামুখী হওয়া
হাত তুলে মোনাজাত করা ও কিবলামুখী হওয়া >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন
হাত তুলে মোনাজাত করা ও কিবলামুখী হওয়া
৮০/২৩. অধ্যায়ঃ দুআর সময় দুখানা হাত উঠানো। [১] আবু মূসা (রা.) বর্ণনা করেন, নাবী (সাঃ) দুখানা হাত এতটুকু তুলে দুআ করিতেন যে, আমি তাহাঁর বগলের ফর্সা রং দেখেতে পেয়েছি। ইবন উমর (রা.) বলেন, নাবী (সাঃ) দুখানা হাত তুলে দুআ করেছেনঃ ইয়া আল্লাহ! খালিদ যা করেছে আমি তা থেকে অসন্তোষ প্রকাশ করছি।
৮০/২৪. অধ্যায়ঃ কিবলামুখী না হয়ে দুআ করা।
৮০/২৫. অধ্যায়ঃ কিবলার দিকে মুখ করে দুআ করা।
৮০/২৬. অধ্যায়ঃ আপন খাদিমের দীর্ঘজীবী হওয়া এবং অধিক মালদার হবার জন্য নাবী (সাঃআঃ) -এর দুআ।
৮০/২৩. অধ্যায়ঃ দুআর সময় দুখানা হাত উঠানো। [১] আবু মূসা (রা.) বর্ণনা করেন, নাবী (সাঃ) দুখানা হাত এতটুকু তুলে দুআ করিতেন যে, আমি তাহাঁর বগলের ফর্সা রং দেখেতে পেয়েছি। ইবন উমর (রা.) বলেন, নাবী (সাঃ) দুখানা হাত তুলে দুআ করেছেনঃ ইয়া আল্লাহ! খালিদ যা করেছে আমি তা থেকে অসন্তোষ প্রকাশ করছি।
৬৩৪১. আনাস (রাদি.) হইতে বর্ণিতঃ
অন্য এক সূত্রে আনাস (রাদি.) হইতে বর্ণিত। নাবী (সাঃআঃ) দু হাত এতটুকু তুলে দুআ করিয়াছেন যে, আমি তার বগলের শুভ্রতা দেখিতে পেয়েছি।
(আঃপ্রঃ- অনুচ্ছেদ, ইসলামিক ফাউন্ডেশন- অনুচেছদ)
৮০/২৪. অধ্যায়ঃ কিবলামুখী না হয়ে দুআ করা।
৬৩৪২. আনাস (রাদি.) হইতে বর্ণিতঃ
নাবী (সাঃআঃ) জুমুআহর দিন খুৎবাহ দিচ্ছিলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বললোঃ হে আল্লাহর রাসুল! আপনি আমাদের উপর বৃষ্টির জন্য দুআ করুন। (তিনি দুআ করলে) তখনই আকাশ মেঘে ছেয়ে গেল এবং এমনি বৃষ্টি হলো যে, মানুষ আপন ঘরে পৌঁছতে পারলো না এবং পরবর্তী জুমুআহ পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি হইতে থাকলো। পরবর্তী জুমুআহয় সেই লোক অথবা অন্য এক ব্যক্তি দাঁড়িয়ে বললোঃ আপনি আল্লাহর নিকট দুআ করুন, তিনি যেন আমাদের উপর মেঘ সরিয়ে নেন। আমরা তো ডুবে গেলাম। তখন তিনি দুআ করলেনঃ
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا
আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়া লা আলাইনা, হে আল্লাহ! আপনি আমাদের আশেপাশে বর্ষণ করুন। আমাদের উপর (আর) বর্ষণ করবেন না।
তখন মেঘ বিক্ষিপ্ত হয়ে মাদীনাহর পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়লো। মাদীনাহবাসীর উপর আর বৃষ্টি হলো না।
(আঃপ্রঃ- ৫৮৯৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৮৯)
৮০/২৫. অধ্যায়ঃ কিবলার দিকে মুখ করে দুআ করা।
৬৩৪৩। আবদুল্লাহ ইবনু যায়দ (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, একবার নাবী (সাঃআঃ) ইস্তিস্কার (বৃষ্টির) সালাতের জন্য ঈদ্গাহে গমন করিলেন এবং বৃষ্টির জন্য দুআ করিলেন। অতঃপর কিবলার দিকে মুখ করে নিজের চাদরখানা উল্টিয়ে গায়ে দিলেন।
(আঃপ্রঃ- ৫৮৯৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৯০)
৮০/২৬. অধ্যায়ঃ আপন খাদিমের দীর্ঘজীবী হওয়া এবং অধিক মালদার হবার জন্য নাবী (সাঃআঃ) -এর দুআ।
৬৩৪৪। আনাস (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমার মা বললেনঃ হে আল্লাহর রাসুল! আনাস আপনারই খাদিম। আপনি তার জন্য দুআ করুন। তিনি দুআ করলেনঃ
اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
আল্লাহুম্মাকছির মালাহু ওয়া ওয়া লাদাহু, ওয়া বারিকলাহু ফিমা আত্বায়তাহু, হে আল্লাহ! আপনি তার সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দিন। আর তাকে আপনি যা কিছু দিয়েছেন তাতে বারাকাত দিন।
(আঃপ্রঃ- ,৫৮৯৮ ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৯১)
Leave a Reply