হাজ্জ সম্পাদন এ কোন কিছু ছুটে যাওয়া ও বাধাগ্রস্ত হওয়া
হাজ্জ সম্পাদন এ কোন কিছু ছুটে যাওয়া ও বাধাগ্রস্ত হওয়া >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন
অধ্যায় ৬ঃ হাজ্জ সম্পাদন এ কোন কিছু ছুটে যাওয়া ও বাধাগ্রস্ত হওয়া
পরিচ্ছেদ ০১. উমরাহ করা থেকে বাধাগ্রস্ত ব্যক্তির বিধান
পরিচ্ছেদ ০২. ইহরাম বাঁধার সময় শর্তারোপ করার বিধান
পরিচ্ছেদ ০৩. হজ্ব পূর্ণ করিতে গিয়ে কারও কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হলে
পরিচ্ছেদ ০১. উমরাহ করা থেকে বাধাগ্রস্ত ব্যক্তির বিধান
৭৭৯ -ইবনুআব্বাস [রাঃআঃ] থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রাসূল [সাঃআঃ] [হুদাইবিয়াতে] বাধাপ্রাপ্ত হন। তাই তিনি মাথা ন্যাড়া করে নেন। স্ত্রীদের সঙ্গে মিলিত হন এবং প্রেরিত জানোয়ার কুরবানী করেন। অবশেষে পরবতী বছর
উমরাহ আদায় করেন। {৮২৮}
{৮২৮} বুখারী ১৮০৯। হাজ্জ সম্পাদন হাদিসের তাহকীকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০২. ইহরাম বাঁধার সময় শর্তারোপ করার বিধান
৭৮০ -আয়িশা [রাঃআঃ] থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] যুবা’আ বিনতে যুবায়র বিন আব্দুল মুত্বালিব-এর নিকট গেলেন। তখন সে বললো, হে আল্লাহর রাসূল [সাঃআঃ] আমি হজ্জ্বে যাবার ইচ্ছে করছি। অথচ আমি অসুস্থবোধ করছি। নাবী [সাঃআঃ] বলিলেন, তুমি হাজ্জের নিয়্যতে বেরিয়ে যাও এবং আল্লাহর কাছে এই শর্তারোপ করে বল, হে আল্লাহ! যেখানেই আমি বাধাগ্রস্ত হব, সেখানেই আমি আমার ইহরাম শেষ করে হালাল হয়ে যাব। {৮২৯}
{৮২৯} বুখারী ৫০৮৯, মুসলিম ১২০৭, নাসায়ী ২৭৬৮, আহমাদ ২৪৭৮০, ২৫১৩১। হাদিসের তাহকীকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ০৩. হজ্ব পূর্ণ করিতে গিয়ে কারও কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হলে
৭৮১ -আল-হাজ্জাজ ইবনে আমর আল-আনসারী [রাঃআঃ] থেকে বর্ণিতঃ
আমি নবী [সাঃআঃ] কে বলিতে শুনেছিঃ যার হাড় ভেঙ্গে গেলো অথবা যে লেংড়া হয়ে গেলো [ইহরাম বাঁধার পর], সে ইহরামমুক্ত হয়ে গেলো। সে পরবর্তী বছর হজ্জ করিবে। [ইকরিমা বলেন], আমি এ হাদিস ইবনে`আব্বাস [রাঃআঃ] ও আবূ হুরায়রা [রাঃআঃ]-র নিকট বর্ণনা করলে তারা উভয়ে বলেন, তিনি [হাজ্জাজ] সত্য বলেছেন। -তিরমিজি একে হাসান সাব্যস্ত করিয়াছেন। {৮৩০}
{৮৩০} আবূ দাউদ ১৮৬২, তিরমিজি ৯৪০, নাসায়ী ২৮৬০, ২৮৬১, ইবনু মাজাহ ৩০৭৭, ৩০৭৮, আহমদ ১৫৩০৪, দারমী ১৮৯। হাজ্জ সম্পাদন হাদিসের তাহকীকঃ সহিহ হাদিস
Leave a Reply