রাসুলুল্লাহ [সাঃ] যাকে হত্যা করেন তার উপর আল্লাহ্‌র ভয়াবহ গযব

রাসুলুল্লাহ [সাঃ] যাকে হত্যা করেন তার উপর আল্লাহ্‌র ভয়াবহ গযব

রাসুলুল্লাহ [সাঃ] যাকে হত্যা করেন তার উপর আল্লাহ্‌র ভয়াবহ গযব >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৩৮. অধ্যায়ঃ রাসুলুল্লাহ [সাঃআঃ] যাকে হত্যা করেন তার উপর আল্লাহ্‌র ভয়াবহ গযব

৪৫৪০. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি রাসুলুল্লাহ [সাঃআঃ] থেকে যে সব হাদীস বর্ণনা করিয়াছেন এর মধ্যে তিনি এটিও বর্ণনা করিয়াছেন যে, রাসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, “সে সম্প্রদায়ের প্রতি আল্লাহ্‌র গযব ভয়াবহ হয়, যারা আল্লাহ্‌র রাসূল [সাঃআঃ]-এর প্রতি এরূপ আচরণ করে”। এ কথা বলিতে বলিতে তিনি তার সম্মুখের দুটি [ভগ্ন] দাঁতের দিকে ইঙ্গিত করছিলেন। রসূলুল্লাহ [সাঃআঃ] আরও বলেন, মহামহিম আল্লাহ্‌র গযব তার উপরও ভয়াবহ হয়, যাকে রাসূলুল্লাহ্‌ [সাঃআঃ] আল্লাহ্‌র পথে হত্যা করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৯৭, ইসলামিক সেন্টার- ৪৪৯৯]


Posted

in

by

Comments

One response to “রাসুলুল্লাহ [সাঃ] যাকে হত্যা করেন তার উপর আল্লাহ্‌র ভয়াবহ গযব”

Leave a Reply