হত্যার স্বীকারোক্তি দেয়াএবং নিহত ব্যক্তির অভিভাবকদের
হত্যার স্বীকারোক্তি দেয়াএবং নিহত ব্যক্তির অভিভাবকদের >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১০. অধ্যায়ঃ হত্যার স্বীকারোক্তি দেয়াএবং নিহত ব্যক্তির অভিভাবকদের কিসাসের দাবি করা বৈধ, হত্যাকারী ব্যক্তির নিহত ব্যক্তির অভিভাবকের নিকট ক্ষমার আবেদন করা মুস্তাহাব
৪২৭৯
আলকামাহ্ ইবনি ওয়ায়িল [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তাহাঁর পিতা তার কাছে বর্ণনা করিয়াছেন, আমি একদা নবী [সাঃআঃ]-এর সাথে বসেছিলাম। এমন সময় একটি লোক অপর এক ব্যক্তিকে চামড়ার দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আগমন করিল এবং বলিল, হে আল্লাহর রসূল! এ ব্যক্তি আমার ভাইকে হত্যা করেছে। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তুমি কি তাকে হত্যা করেছ? [তখন সে বলিল, যদি সে তা স্বীকার না করতো, তবে আমি তার উপর সাক্ষী দাঁড় করাতাম।] সে তখন বলিল, হ্যাঁ আমি তাকে হত্যা করেছি। তিনি জিজ্ঞেস করিলেন : তুমি তাকে কিভাবে হত্যা করেছ? সে বলিল, আমি এবং সে গাছের পাতা সংগ্রহ করছিলাম। এমন সময় সে আমাকে গালি দিল। এতে আমর রাগ চড়ে গেল। তখন আমি কুঠার দ্বারা তার মাথায় আঘাত করলাম। এভাবে আমি তাকে হত্যা করেছি। তখন নবী [সাঃআঃ] তাকে বললেনঃ তোমার কি এমন কোন সম্পদ আছে যদ্দ্বারা দিয়্যাত [রক্তপণ] পরিশোধ করিবে? তখন সে বলিল, আমার কাছে একটি কম্বল ও কুঠার ব্যতীত আর কিছুই নেই। তখন তিনি বললেনঃ তোমার সম্প্রদায়ের লোকেরা কি তোমার নিকট থেকে এগুলো কিনে নিয়ে তোমাকে মুক্ত করিয়ে নেবে? সে বলিল, আমার সম্প্রদায়ের কাছে আমার এতখানি মর্যাদা নেই। অতএব তিনি তার বন্ধনের দড়ি নিহত ব্যক্তির উত্তরাধিকারদের দিকে ছুঁড়ে দিলেন এবং বললেনঃ তুমি তোমার সাথীকে আটকে রাখ। সে তখন তাকে নিয়ে চলে গেল। যখন সে পিছনের দিকে যাচ্ছিল, তখন রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, যদি সে তাকে হত্যা করে-তবে সেও তার সমকক্ষ হয়ে গেল। এ কথা শুনে সে ফিরে এলো এবং বলিল, হে আল্লাহর রসূল! আমি শুনলাম, আপনি বলছেন : যদি সে তাকে হত্যা করে তবে সে তার সমান হয়ে যাবে। আমি তো তাকে আপনার নির্দেশেই ধরে এনেছিলাম। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তুমি কি এ চাওনা যে, সে তোমার এবং তোমার ভাইয়ের পাপের বোঝা গ্রহণ করুক। তখন সে বলিল, তাই কি হইবে? তিনি বললেনঃ হ্যাঁ। তখন সে বলিল, যদি তাই হয়, [তবে ভাল]। এ বলে সে তার বন্ধনের দড়ি নিক্ষেপ করিল এবং তাকে মুক্ত করে দিল। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২৪০, ইসলামিক সেন্টার- ৪২৪০]
৪২৮০
ওয়ায়িল [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট এক ব্যক্তিকে হাযির করা হল, যে অপর এক ব্যক্তিকে হত্যা করেছিল। তখন তিনি নিহত ব্যক্তির ওয়ারিসকে তার কাছে হইতে কিসাস গ্রহণের অনুমতি দিলেন। তখন সেতাকে নিয়ে চলল এমনঅবস্থায় যে, তার গলায় একটি চামড়ার দড়ি ছিল, যদ্দ্বারা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। যখন সে ফিরে যাচ্ছিল তখন রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী। বর্ণনাকারী বলেন, তখন এক লোক ঐ ব্যক্তির সাথে গিয়ে মিলিত হল এবং তাকে রসূলুল্লাহ [সাঃআঃ]-এর বাণী শোনাল। সে তখন হত্যাকারীকে ছেড়ে দিল।
ইসমাঈল ইবনি সালিম [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমি এ ঘটনা হাবীব ইবনি সাবিত [রহমাতুল্লাহি আলাইহি]-এর নিকট বর্ণনা করলাম। তখন তিনি বলিলেন, আমাকে ইবনি আশ্ওয়া [রাদি.] বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ [সাঃআঃ] হত্যাকারীকে ক্ষমা করে দেয়ার জন্য তাকে [ইতোপূর্বে] বলেছিলেন, কিন্তু সে তা অস্বীকার করেছিল। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২৪১, ইসলামিক সেন্টার- ৪২৪১]
Leave a Reply