হজ্জে মাথা মুন্ডন
হজ্জে মাথা মুন্ডন >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন
পর্বঃ ১১, অধ্যায়ঃ ৮
- অধ্যায়ঃ ৮. প্রথম অনুচ্ছেদ
- অধ্যায়ঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ
অধ্যায়ঃ ৮. প্রথম অনুচ্ছেদ
২৬৪৬. আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ এবং তাহাঁর কিছু সাহাবী বিদায় হজে মাথা মুণ্ডন করেছিলেন। আবার [সাহাবীগণের] কেউ কেউ মাথার চুল ছেটে [ছোট করে] ছিলেন। [বোখারী ও মুসলিম]{১}
{১} সহীহ : বোখারী ৪৪১১, মুসলিম ১৩০১, তিরমিজি ৯১৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৫৭৭। হজ্জে মাথা মুন্ডন -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৬৪৭. আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, মুআবিয়াহ্ [রাদি.] আমাকে বলেছেন, আমি মারওয়ার কাছে কাঁচি দিয়ে নবী সাঃআঃ-এর মাথার চুল ছেঁটেছি।
[বোখারী ও মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ১৭৩০, মুসলিম ১২৪৬, মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৯৪। হজ্জে মাথা মুন্ডন -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৬৪৮. আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বিদায় হজে বলেছেনঃ হে আল্লাহ! যারা মাথার চুল মুন্ডিয়েছে তাদের ওপর তুমি রহমাত করো। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রসূল সাঃআঃ! মাথা ছেঁটেছে যারা তাদের প্রতিও। তিনি [সাঃআঃ] বলেন, হে আল্লাহ! যারা মাথার চুল মুন্ডিয়েছে তাদের প্রতি তুমি রহমাত বর্ষণ করো। সাহাবীগণ করিলেন, হে আল্লাহর রসূল! যারা মাতা ছেঁটেছে তাদের প্রতিও। এবার তৃতীয়বার তিনি [সাঃআঃ] বললেন, যারা মাথা ছেঁটেছে তাদের প্রতিও। [বোখারী ও মুসলিম]{১}
{১} সহীহ : বোখারী ১৭২৭, মুসলিম ১৩০১, ইবনি মাজাহ ৩০৪৪, মুয়াত্ত্বা মালিক ১৮৪, আবু দাউদ ১৯৭৯, আহমাদ ৫৫০৭, ইরওয়া ১০৮৪, সহীহ ইবনি হিব্বান ৩৮৮০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৩৯৬। হজ্জে মাথা মুন্ডন -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৬৪৯. ইয়াহ্ইয়া ইবনি হুসায়ন হইতে বর্ণীতঃ
তাহাঁর দাদী হইতে বর্ণনা করিয়াছেন। তাহাঁর দাদী বলেছেন, আমি বিদায় হজে নবী সাঃআঃ-কে মাথার চুল মুণ্ডনকারীদের জন্য তিনবার এবং যারা ছেঁটেছেন তাদের জন্য একবার দুআ করিতে শুনিয়াছি
। [মুসলিম]{১}, {১} সহীহ : মুসলিম ১৩০৩, ইবনি আবী শায়বাহ্ ১৩৬২০, ইরওয়া ১০৮৪। হজ্জে মাথা মুন্ডন -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৬৫০. আনাস [রাদি. হইতে বর্ণীতঃ
নবী সাঃআঃ মিনায় পৌঁছে প্রথমে জামারাতে গেলেন এবং কংকর মারলেন। অতঃপর তিনি [সাঃআঃ] মিনায় উপস্থিত তাহাঁর তাবুতে এলেন এবং নিজের কুরবানীর পশুগুলো যাবাহ করিলেন। তারপর তিনি [সাঃআঃ] নাপিত ডেকে এনে তাহাঁর মাথার ডানদিক [তার দিকে] বাড়িয়ে দিলেন। নাপিত তা মুগুন করলো। তারপর তিনি আবু তলহা আল আনসারীকে ডেকে এনে তা [চুলগুলো] দিলেন। এরপর [নাপিতের দিকে] মাথার বামদিক বাড়িয়ে দিলেন এবং বললেন, মুণ্ডন করো। সে তা মুণ্ডন করলো। এটাও তিনি [সাঃআঃ] মুন্ডিত চুল আবু ত্বলহাহকে দিয়ে বললেন, যাও মানুষের মাঝে এগুলো বিলিয়ে দাও।
[বোখারী ও মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ১৭১, মুসলিম ১৩০৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৪০০, ইরওয়া ১০৮৫। হজ্জে মাথা মুন্ডন -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৬৫১. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাঃআঃ-কে ইহরাম বাঁধার আগে এবং কুরবানীর দিন বায়তুল্লাহ তাওয়াফের আগে এমন সুগন্ধি লাগিয়েছি যাতে মিশক [কস্ত্তরী] ছিল। [বোখারী ও মুসলিম]{১}
{১} সহীহ : বোখারী ১৫৩৯, মুসলিম ১১৯১, নাসায়ী ২৬৯২, তিরমিজি ৯১৭, আহমাদ ২৫৫২৩, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৫৮৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৫৯৫, সহীহ ইবনি হিব্বান ৩৭৭০। হজ্জে মাথা মুন্ডন -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৬৫২. আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ কুরবানীর দিন মাক্কায় গিয়ে তাওয়াফে ইফাযাহ্ [তাওয়াফে যিয়ারত] করিলেন। এরপর তিনি [সাঃআঃ] মিনায় ফিরে যুহরের সালাত আদায় করিলেন। [মুসলিম]{১}
{১} সহীহ : মুসলিম ১৩০৮, আবু দাউদ ১৯৯৮, আহমাদ ৪৮৯৮, ইবনি খুযায়মাহ্ ২৯৪১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৬৩৪। হজ্জে মাথা মুন্ডন -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
অধ্যায়ঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ
২৬৫৩. আলী ও আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তাঁরা উভয়ে বলেছেন, রাসুলুল্লাহ সাঃআঃ নারীদেরকে মাথার চুল মুড়াতে নিষেধ করিয়াছেন
[তিরমিজি]{১}, {১} জইফ : নাসায়ী ৫০৪৯, তিরমিজি ৯১৪, ৯১৫, রিয়াযুস্ সলিহীন ১৬৪৯, জইফ আল জামি ৫৯৯৮, যঈফাহ্ ৬৭৮। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
২৬৫৪. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেনঃ নারীদের জন্যে মাথা মুড়ানো নেই, তবে নারীদের জন্য রয়েছে মাথা ছাঁটানো।
[আবু দাউদ ও দারিমী]{১}{১} সহীহ : আবু দাউদ ১৯৮৫, দারিমী ১৯৪৬, মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩০১৮, দারাকুত্বনী ২৬৬৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৪০৪, সহীহ আল জামি ৫৪০৩, সহীহাহ্ ৬০৫। –
{বিঃ দ্রঃ এ অধ্যায়ে তৃতীয় অনুচ্ছেদ নেই [وَهٰذَا الْبَابُ خَالٍ مِنْ الْفَصْلِ الثَّالِثِ]]
হজ্জে মাথা মুন্ডন -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
Leave a Reply