পর্বঃ ২৪ঃ হজ্জের বিধি-বিধানসমূহ (২৬১৯-৩০৮৪)=৪২৯
বিধান ফজিলত মিকাত ইফরাদ কিরান ও তামাততু
পরিচ্ছেদঃ হজ্জ ফরয হওয়া
পরিচ্ছেদঃ উমরা ওয়াজিব হওয়া
পরিচ্ছেদঃ মাবরূর [মাকবূল] হজ্জের ফযীলত
পরিচ্ছেদঃ হজ্জের ফযীলত
পরিচ্ছেদঃ পরস্পর হজ্জ ও উমরা করার ফযীলত
পরিচ্ছেদঃ হজ্জ মান্নত করে মৃত্যু বরণকারী ব্যক্তির পক্ষ থেকে হজ্জ করা
পরিচ্ছেদঃ যে ব্যক্তি হজ্জ না করে মারা গেল তার পক্ষ থেকে হজ্জ করা
পরিচ্ছেদঃ অসমর্থ ব্যক্তির পক্ষ হইতে উমরা করা
পরিচ্ছেদঃ ঋণ পরিশোধের সাথে হজ্জ আদায়ের উপমা
পরিচ্ছেদঃ পুরুষের পক্ষ থেকে নারীর হজ্জ করা
পরিচ্ছেদঃ নারীর পক্ষ হইতে পুরুষের হজ্জ করা
পরিচ্ছেদঃ শিশু সন্তান [অপ্রাপ্ত বয়স্ক ]-কে নিয়ে হজ্জ করা
পরিচ্ছেদঃ মদীনা হইতে হজ্জের জন্য নাবী [সাঃআঃ]-এর বের হওয়ার সময়
পরিচ্ছেদঃ মদীনাবাসীদের মীকাত [ইহ্রামের নির্ধারিত স্থান]
পরিচ্ছেদঃ শাম [ বৃহত্তর সিরিয়া] বাসীদের মীকাত
পরিচ্ছেদঃ মিসরবাসীদের মীকাত
পরিচ্ছেদঃ ইয়ামানবাসীদের মীকাত
পরিচ্ছেদঃ নজদবাসীদের মীকাত
পরিচ্ছেদঃ ইরাকবাসীদের মীকাত
পরিচ্ছেদঃ যাদের পরিবার মীকাতের মধ্যে বসবাস করে
পরিচ্ছেদঃ যুল-হুলায়কায় রাতযাপন
পরিচ্ছেদঃ যুল হুলায়ফা বায়দা প্রসংগে
পরিচ্ছেদঃ ইহ্রাম বাঁধার জন্য গোসল করা
পরিচ্ছেদঃ মুহরিমের গোসল করা
পরিচ্ছেদঃ ইহ্রাম অবস্থায় যাফরান এবং ওয়ারস দ্বারা রঞ্জিত কাপড় ব্যবহার নিষিদ্ধ
পরিচ্ছেদঃ ইহ্রাম অবস্থায় জুব্বা পরিধান করা
পরিচ্ছেদঃ মুহ্রিম ব্যক্তির জন্য জামা পরিধান নিষিদ্ধ
পরিচ্ছেদঃ ইহ্রাম অবস্থায় পায়জামা পরা করা
পরিচ্ছেদঃ যে ব্যক্তি তহবন্দ [খোলা লুংগী] না পায় তার জন্য পায়জামা পরিধানের অনুমতি
পরিচ্ছেদঃ মুহ্রিম নারীর জন্য নিকাব পরিধান নিষিদ্ধ
পরিচ্ছেদঃ ইহ্রামে বুরনুস পরা নিষিদ্ধ
পরিচ্ছেদঃ ইহ্রাম অবস্থায় পাগড়ী পরা নিষেধ
পরিচ্ছেদঃ ইহ্রাম অবস্থায় মোজা পরা নিষেধ।
পরিচ্ছেদঃ যাহার জুতা নেই তার জন্য ইহ্রাম অবস্থায় মোজা পরার অনুমতি
পরিচ্ছেদঃ মুহ্রিম মহিলার জন্য হাত মোজা পরা নিষিদ্ধ।
পরিচ্ছেদঃ ইহ্রামের সময় তাল্বীদ করা। {১}
পরিচ্ছেদঃ সুগন্ধির স্থান
পরিচ্ছেদঃ মুহ্রিমের জন্য যাফরান ব্যবহার
পরিচ্ছেদঃ মুহ্রিমের জন্য খালুক ব্যবহার
পরিচ্ছেদঃ মুহরিমের সুরমা ব্যবহার
পরিচ্ছেদঃ মুহরিম ব্যক্তির রঙ্গীন কাপড় ব্যবহার করা মাকরুহ
পরিচ্ছেদঃ মুহরিমের মাথা ও মুখমন্ডল ঢেকে রাখা
পরিচ্ছেদঃ হজ্জে ইফরাদ
পরিচ্ছেদঃ হজ্জে কিরান
পরিচ্ছেদঃ হজ্জে তামাত্তু {১}
তালবিয়া কখন পড়তে হয় এবং বিসমিল্লাহ না পড়া
পরিচ্ছেদঃ তালবিয়া পাঠের সময় বিসমিল্লাহ না পড়া
পরিচ্ছেদঃ মুহরিম ব্যক্তির সুনির্দিষ্ট নিয়্যত ব্যতীত হজ্জ আদায় করা
পরিচ্ছেদঃ উমরার ইহরাম করলে তার সাথে হজ্জ সংযুক্ত করা যাবে কি?
পরিচ্ছেদঃ কিরূপে তালবিয়া পড়তে হয়?
পরিচ্ছেদঃ উঁচু স্বরে তালবিয়া পড়া
পরিচ্ছেদঃ তালবিয়ায় করণীয়
পরিচ্ছেদঃ [প্রসব পরবর্তী] নিফাসগ্রস্ত নারীর তালবিয়া পাঠ [ইহ্রাম বাঁধা]
পরিচ্ছেদঃ উমরাহ্র তালবিয়া পাঠ [করে ইহ্রাম] কারিনী যদি ঋতুবতী হয় এবং হজ্জ অনাদায়ী হওয়ার আশংকা করে
পরিচ্ছেদঃ হজ্জে শর্ত করা
পরিচ্ছেদঃ শর্ত করার সময় কি বলবে?
পরিচ্ছেদঃ যাকে হজ্জে বাধা দান করা হইয়াছে অথচ সে শর্ত করেনি সে কী বলবে?
কুরবানীর পশুর কিলাদা মালা ও যাবতীয় বিবরন
পরিচ্ছেদঃ হাদীকে [কুরবানীর পশুকে] ইশআর করা {১}
পরিচ্ছেদঃ [পশুর] কোন্দিকে ইশ্আর করা হইবে?
পরিচ্ছেদঃ উটের শরীর থেকে রক্ত মুছে ফেলা
পরিচ্ছেদঃ কিলাদা পাকান
পরিচ্ছেদঃ কিলাদা তৈরীর উপকরণ
পরিচ্ছেদঃ হাদী [কুরবানীর] পশুকে কিলাদা পরান
পরিচ্ছেদঃ উটকে কিলাদা পরিচ্ছেদঃ যে ব্যক্তি হাদী [কুরবানীর জন্তু] পাঠায়নি তার জন্য হজ্জ ভংগ করে উমরা করা বৈধ
পরিচ্ছেদঃ ছগলকে কিলাদা পরান
পরিচ্ছেদঃ কুরবানীর জন্তুকে দুটি জুতা দ্বারা কিলাদা পরান
পরিচ্ছেদঃ কিলাদা পরানোর সময়ে ইহরাম বাঁধতে হইবে কি?
পরিচ্ছেদঃ কুরবানীর জন্তুকে কিলাদা পরানোর দ্বারা কি ইহরাম বাঁধা সাব্যস্ত হয়?
পরিচ্ছেদঃ কুরবানীর জন্তু পরিচালনা করা
পরিচ্ছেদঃ বাদানায় [কুরবানীর উটে] আরোহণ করা
পরিচ্ছেদঃ যাহার চলতে কষ্ট হয়, তার জন্য কুরবানীর উটে আরোহণ
পরিচ্ছেদঃ বাদানার [কুরবানীর জন্তুর] উপর সংগত মাত্রায় আরোহণ করা
হজ্জের বিধি নিষেধ – শিকার করা, পশু হত্যা, মুহরিমের শিংগা লাগান
পরিচ্ছেদঃ মুহরিম ব্যক্তির জন্য যে শিকার আহার করা বৈধ
পরিচ্ছেদঃ মুহরিমের জন্য যে শিকার করা অবৈধ
পরিচ্ছেদঃ মুহরিম ব্যক্তির হাসি দেখে যদি কোন হালাল ব্যক্তি শিকারের সন্ধান পায় এবং তা হত্যা করে তাহলে সে [মুহরিম] তা আহার করিবে কিনা ?
পরিচ্ছেদঃ যখন মুহরিম ব্যক্তি শিকারের দিকে ইশারা করে এবং হালাল ব্যক্তি তা শিকার করে [তার বিধান]
পরিচ্ছেদঃ মুহরিম যে সকল জন্তু হত্যা করিতে পারে, দংশনকারী কুকুর হত্যা করা
পরিচ্ছেদঃ সাপ মারা
পরিচ্ছেদঃ ইঁদুর মারা
পরিচ্ছেদঃ গিরগিটি [বড় টিকটিকি] মারা
পরিচ্ছেদঃ বিচ্ছু মারা
পরিচ্ছেদঃ চিল মারা
পরিচ্ছেদঃ কাক মারা
পরিচ্ছেদঃ মুহরিম যে সকল প্রাণী হত্যা করিতে পারবে না
পরিচ্ছেদঃ মুহরিমের জন্য বিবাহের অনুমতি
পরিচ্ছেদঃ এ ব্যাপারে নিষেধাজ্ঞা
পরিচ্ছেদঃ মুহরিমের শিংগা লাগান
পরিচ্ছেদঃ মুহরিম ব্যক্তি রোগের কারণে শিংগা লাগান
পরিচ্ছেদঃ মুহরিমের পায়ের উপরিভাগে শিংগা লাগান।
পরিচ্ছেদঃ মুহরিমের মাথায় মধ্যস্থলে শিংগা লাগান।
পরিচ্ছেদঃ মুহরিমের মাথায় উকুন উপদ্রব করলে।
পরিচ্ছেদঃ মুহরিম মারা গেলে তাঁকে কুল পাতা দিয়ে গোসল দেয়া
পরিচ্ছেদঃ মুহরিম ইনতিকাল করলে তাকে কয়টি কাপড়ে কাফন দেয়া হইবে?
পরিচ্ছেদঃ মুহরিম ব্যক্তি ইনতিকাল করলে তাহাঁর গায়ে সুগন্ধি লাগান নিষেধ
পরিচ্ছেদঃ মুহরিমের মাথা এবং চেহারা ঢাকার নিষেধাজ্ঞা
পরিচ্ছেদঃ মৃত মুহরিমের মাথা ঢাকা নিষেধ
পরিচ্ছেদঃ যে শত্রু কর্তৃক অবরুদ্ধ হয়
পরিচ্ছেদঃ মক্কায় প্রবেশ করা
পরিচ্ছেদঃ রাতে মক্কায় প্রবেশ করা
পরিচ্ছেদঃ কোন স্থান থেকে মক্কায় প্রবেশ করিবে
পরিচ্ছেদঃ পতাকা নিয়ে মক্কায় প্রবেশ
পরিচ্ছেদঃ ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ
পরিচ্ছেদঃ নাবী [সাঃআঃ] এর মক্কায় প্রবেশের সময়
পরিচ্ছেদঃ হারামে কবিতা পাঠ করা ও ইমামের সামনে দিয়ে হাঁটা-চলা করা
পরিচ্ছেদঃ মক্কার মর্যাদা ও পবিত্রতা
পরিচ্ছেদঃ মক্কায় যুদ্ধবিগ্রহ হারাম
পরিচ্ছেদঃ হারাম শরীফের মর্যাদা ও পবিত্রতা
পরিচ্ছেদঃ হারামে যে সকর প্রাণী মারা যায়
পরিচ্ছেদঃ হারাম শরীফে সাপ মারা
পরিচ্ছেদঃ টিকটিকি মারা
পরিচ্ছেদঃ বিচ্ছু মারা
পরিচ্ছেদঃ হারামে ইঁদুর মারা
পরিচ্ছেদঃ হারামে চিল মারা
পরিচ্ছেদঃ হারামে কাক মারা
পরিচ্ছেদঃ হারামের শিকারকে ভয় দেখানো [হতচকিত করা] নিষেধ
পরিচ্ছেদঃ হজ্জকে ও হাজীকে সম্বর্ধনা জানানো
কাবা ঘরের তাওয়াফ সালাত তাকবীর ও যমযমের পানি পান করা
পরিচ্ছেদঃ বায়তুল্লাহ দর্শনকালে দুই হাত উত্তোলন না করা
পরিচ্ছেদঃ বায়তুল্লাহ দর্শনকালে দুই হাত উত্তোলন না করা
পরিচ্ছেদঃ বায়তুল্লাহ দর্শনকালে দুই হাত উত্তোলন না করা
পরিচ্ছেদঃ কাবা ঘরের [পুনঃ] নির্মাণ
পরিচ্ছেদঃ কাবা ঘরে প্রবেশ করা
পরিচ্ছেদঃ কাবার ভিতর সালাতের স্থান
পরিচ্ছেদঃ হিজর বা [হাতীম]
পরিচ্ছেদঃ হিজরে নামাজ আদায় করা
পরিচ্ছেদঃ কাবার চারপাশে তাকবীর বলা
পরিচ্ছেদঃ কাবা শরীফের ভিতর জিকির এবং দুআ করা
পরিচ্ছেদঃ কাবার ভেতরে পেছনের দিকের সম্মুখবর্তী মুখমণ্ডল ও বুক মিলানো
পরিচ্ছেদঃ কাবায় সালাতের স্থান
পরিচ্ছেদঃ বাইতুল্লাহয় তাওয়াফ করার ফজীলতের আলোচনা
পরিচ্ছেদঃ তাওয়াফ করার সময় কথা বলা
পরিচ্ছেদঃ তাওয়াফে কথা বলার বৈধতা
পরিচ্ছেদঃ সব সময় তাওয়াফ করার বৈধতা
পরিচ্ছেদঃ রুগ্ন ব্যক্তি কিরূপে তাওয়াফ করিবে?
পরিচ্ছেদঃ নারীদের সাথে পুরুষদের তাওয়াফ
পরিচ্ছেদঃ সওয়ারির উপর থেকে বাইতুল্লাহয় তাওয়াফ
পরিচ্ছেদঃ ইফরাদ হজ্জ পালনকারীর তাওয়াফ
পরিচ্ছেদঃ উমরার ইহরামকারীর তাওয়াফ করা
পরিচ্ছেদঃ যে ব্যক্তি হাজ্জ ও উমরার ইহরাম করেছে অথচ কুরবানীর পশু সাথে আনেনি তার করণীয়
পরিচ্ছেদঃ কিরান হজ্জ পালনকারীর তাওয়াফ
পরিচ্ছেদঃ হাজরে আসওয়াদ [কাল পাথর] প্রসংগে।
পরিচ্ছেদঃ হাজরে আসওয়াদকে চুম্বন করা
পরিচ্ছেদঃ হাজরে আসওয়াদের চুম্বন করা।
পরিচ্ছেদঃ কিরূপে চুম্বন করিবে?
পরিচ্ছেদঃ [কাবা শরীফে] প্রথম এসেই কিরূপে তাওয়াফ করিবে এবং হাজরে আসওয়াদকে চুম্বন করিতে তার কোন দিক থেকে আরম্ভ করিবে?
পরিচ্ছেদঃ কতবার সাঈ করিবে?
পরিচ্ছেদঃ স্বাভাবিকভাবে কতবার হেঁটে তাওয়াফ করিবে?
পরিচ্ছেদঃ সাতবারের মধ্যে তিনবার শরীর দুলিয়ে চলা [রমল করা]
পরিচ্ছেদঃ হজ্জ এবং উমরার রমল করা বা শরীর দুলিয়ে [দ্রুত চলা]
পরিচ্ছেদঃ হাজরে আসওয়াদ হইতে হাজরে আসওয়াদ পর্যন্ত রমল করা
পরিচ্ছেদঃ যে কারণে নাবী [সাঃআঃ] বায়তুল্লাহইতে সাঈ [রমল] করেন।
পরিচ্ছেদঃ প্রত্যেক তাওয়াফে দুই রুকন স্পর্শ করা
পরিচ্ছেদঃ দুই ইয়ামানী রুকন স্পর্শ করা
পরিচ্ছেদঃ দুই ইয়ামানী রুকন স্পর্শ করা
পরিচ্ছেদঃ অন্য দুই রুকনকে১ স্পর্শ না করা
পরিচ্ছেদঃ রুকন [হাজরে আসওয়াদকে] লাঠি দ্বারা স্পর্শ করা।
পরিচ্ছেদঃ রুকনের [হাজরে আসওয়াদের] প্রতি ইঙ্গিত করা
পরিচ্ছেদঃ তাওয়াফের পর দুরাকআত নামাজ কোথায় আদায় করিবে?
পরিচ্ছেদঃ তাওয়াফ শেষে দুরাকআত নামাজ আদায়ের পরের বক্তব্য
পরিচ্ছেদঃ তাওয়াফের পর দু রাকআত সালাতের কিরাআত
পরিচ্ছেদঃ যমযমের পানি পান করা
পরিচ্ছেদঃ দাঁড়িয়ে যমযমের পানি পান করা
সাফা ও মারওয়া তে তাহলিল তাকবীর দুয়া ও সাঈ করা
পরিচ্ছেদঃ যে দরজা দিয়ে [লোকেরা] বের হয়, সেই দরজা দিয়ে রসুলুল্লাহ [সাঃআঃ] এর সাফার দিকে বের হওয়া
পরিচ্ছেদঃ সাফা ও মারওয়া প্রসঙ্গে
পরিচ্ছেদঃ সাফায় দাঁড়াবার স্থান
পরিচ্ছেদঃ সাফা পাহাড়ে তাকবীর বলা
পরিচ্ছেদঃ সাফা পাহাড়ে তাহ্লীল করা
পরিচ্ছেদঃ সাফার উপর যিকির এবং দুআ করা
পরিচ্ছেদঃ বাহনে আরোহণ করে সাফা ও মারওয়ার তাওয়াফ [সাঈ] করা
পরিচ্ছেদঃ সাফা ও মারওয়ার মধ্যে হেঁটে চলা
পরিচ্ছেদঃ সাফা ও মারওয়ার মধ্যস্থলে রমল করা
পরিচ্ছেদঃ সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করা
পরিচ্ছেদঃ নিম্ন সমতলে সাঈ করা
পরিচ্ছেদঃ হেঁটে চলার স্থান
পরিচ্ছেদঃ রমলের স্থান
পরিচ্ছেদঃ মারওয়ার উপর অবস্থানের স্থান
পরিচ্ছেদঃ মারওয়ার উপর তাকবীর বলা
পরিচ্ছেদঃ কিরান ও তামাত্তু হজ্জকারী সাফা ও মারওয়ায় কয়টি সাঈ করিবে?
পরিচ্ছেদঃ উমরা আদায়কারী কোথায় চুল কাটবে?
পরিচ্ছেদঃ কিরূপে চুল কাটবে?
পরিচ্ছেদঃ যে হজ্জের ইহ্রাম বেঁধেছে এবং হাদী [কুরবানীর পশু] সাথে এনেছে, তার কী করনীয়
পরিচ্ছেদঃ যে ব্যক্তি উমরার ইহ্রাম বেঁধেছে এবং হাদী [কুরবানীর পশু] সঙ্গে এনেছে সে কি করিবে?
পরিচ্ছেদঃ ইয়াওমুত্ তারবিয়া১ – এর আগে খুতবা
পরিচ্ছেদঃ তামাত্তু হজ্জকারী ব্যক্তি হজ্জের ইহ্রাম কখন করিবে?
মিনা ও আরাফায় অবস্থান করা এবং অন্যান্য নিয়মাবলী
পরিচ্ছেদঃ মিনা সম্বন্ধে আলোচনা
পরিচ্ছেদঃ তারবিয়ার দিন ঈমাম নামাজ কোথায় আদায় করিবে?
পরিচ্ছেদঃ মিনা হইতে ভোরে আরাফার দিকে গমন করা
পরিচ্ছেদঃ আরাফার দিকে যাওয়ার সময় তাকবীর পাঠ করা
পরিচ্ছেদঃ আরাফার দিন সম্বন্ধে যা বলা হইয়াছে
পরিচ্ছেদঃ আরাফার দিন রোজা রাখার নিষেধাজ্ঞা
পরিচ্ছেদঃ আরাফার দিনে অপরাহ্ণে দ্রুত [উকুফের উদ্দেশ্যে] বের হওয়া
পরিচ্ছেদঃ আরাফায় তালবিয়া পাঠ করা
পরিচ্ছেদঃ সালাতের পূর্বে আরাফায় খুতবা প্রদান
পরিচ্ছেদঃ আরাফার দিনে উটের উপর থেকে [পিঠে বসে] খুতবা দেয়া
পরিচ্ছেদঃ আরাফায় খুতবা সংক্ষেপ করা
পরিচ্ছেদঃ আরাফায় জুহর ও আসরের নামাজ একত্রে আদায় করা
পরিচ্ছেদঃ আরাফার ময়দানে দুআয় দুই হাত উত্তোলন করা
পরিচ্ছেদঃ আরাফায় অবস্থান করা ফরয
পরিচ্ছেদঃ আরাফা হইতে স্থিরতা সহকারে প্রত্যাবর্তনের আদেশ
পরিচ্ছেদঃ আরাফা হইতে পথচলা কিরূপে হইবে?
পরিচ্ছেদঃ আরাফা থেকে প্রস্থানের পর [পথিমধ্যে] অবতরণ করা
মুযদালিফা, মুহাসসির, জামরা ও কঙ্কর নিক্ষেপ এর পর দুআ
পরিচ্ছেদঃ মুয্দালিফায় দুই নামাজ একত্রে আদায় করা
পরিচ্ছেদঃ মুযদালিফায় মহিলা এবং শিশুদেরকে আগে-ভাগে মনযিলে প্রেরণ করা
পরিচ্ছেদঃ ভোরের পূর্বেই মুয্দালিফা হইতে নারীদের চলে যাওয়ার অনুমতি
পরিচ্ছেদঃ মুযদালিফায় ফজরের সালাতের সময়
পরিচ্ছেদঃ মুয্দালিফায় যে ব্যক্তি ফজরের নামাজ ইমামের সঙ্গে আদায় করিতে পারেনি
পরিচ্ছেদঃ মুযদালিফায় তালবিয়া পাঠ করা
পরিচ্ছেদঃ মুযদালিফা হইতে প্রস্থানের সময়
পরিচ্ছেদঃ দূর্বলদের জন্য কুরবানীর দিন ফজরের নামাজ মিনায় আদায় করার অনুমতি
পরিচ্ছেদঃ মুহাস্সির নামক উপত্যকায় [বাহন] দ্রুত চালান
পরিচ্ছেদঃ [মুযদালিফা থেকে মিনার দিকে] যাওয়ার সময় তালবিয়া পড়া
পরিচ্ছেদঃ কংকর কুড়িয়ে নেয়া
পরিচ্ছেদঃ কংকর কোথা থেকে কুড়াবে ?
পরিচ্ছেদঃ নিক্ষেপের জন্য যে কংকর নিবে তার পরিমাণ
পরিচ্ছেদঃ জামরার উদ্দেশ্যে সওয়ার হয়ে গমন করা এবং মুহরিমের ছায়া গ্রহণ
পরিচ্ছেদঃ কুরবানীর দিন জামরাতুল –আকাবায় কংকর নিক্ষেপের সময়
পরিচ্ছেদঃ সূর্যোদয়ের আগে জামরাতুল আকাবায় কংকর মারার প্রতি নিষেধাজ্ঞা
পরিচ্ছেদঃ মহিলাদের জন্য এ বিষয়ে অনুমতি
পরিচ্ছেদঃ সন্ধ্যার পর কংকর মারা
পরিচ্ছেদঃ রাখালদের কংকর মারা
পরিচ্ছেদঃ যে স্থান থেকে জামরাতুল আকাবায় কংকর মারা হয়
পরিচ্ছেদঃ জামরায় ছুঁড়ে মারা কংকরের সংখ্যা
পরিচ্ছেদঃ প্রত্যেকটি কংকর নিক্ষেপের সময় তাকবীর বলা
পরিচ্ছেদঃ জামারাতুল আকাবায় কংকর মারার সময় মুহরিমের তালবিয়া পাঠ বন্ধ করে দেয়া
পরিচ্ছেদঃ কংকর মারার পর দুআ
পরিচ্ছেদঃ কংকর মারার পর দুআ
Leave a Reply