সকল বিষয়ে স্বীকারোক্তি প্রদান। সত্য কথা বলা আবশ্যক

সকল বিষয়ে স্বীকারোক্তি প্রদান। সত্য কথা বলা আবশ্যক

সকল বিষয়ে স্বীকারোক্তি প্রদান। সত্য কথা বলা আবশ্যক >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-১০ঃ সকল বিষয়ে স্বীকারোক্তি প্রদান

পরিচ্ছেদ ০১. সত্য কথা বলা আবশ্যক যদিও তা তিক্ত

৮৮৮ – আবূ যার গিফারী [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, তুমি সত্য কথা বলবে যদিও তা তিক্ত [অপ্রিয়] হয়। ইবনু হিব্বান, তিনি দীর্ঘ একটি হাদিস বর্ণনা করে সহীহ্‌ বলেছেন । {৯৫৪}

{৯৫৪} সহিহ তারগীর ২৮৬৮, ইবনু হিব্বান ৩৬১, ৪৪৯। হাদিসটি শাহিদের ভিত্তিতে সহিহ, তাওযিহুল আহকাম ৪/৫৬৬ পৃঃ – হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস


by

Comments

Leave a Reply