স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য নিষিদ্ধ

স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য নিষিদ্ধ

স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য নিষিদ্ধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২০. অধ্যায়ঃ স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য নিষিদ্ধ

৩৪৩০. আবু হুরায়রাহ্ [রাদি.]-এর সুত্রে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, স্বামীর বিছানা পরিহার করে কোন স্ত্রী রাত্রি যাপন করলে ফজর পর্যন্ত মালাকগণ তার প্রতি লানত করিতে থাকে।

[ই.ফা ৩৪০৩, ই.সে ৩৪০২]

৩৪৩১. শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি]-এর সুত্র হইতে বর্ণীতঃ

এই সানাদের বর্ণনায় বলেছেন, ফিরে না আসা পর্যন্ত কথার উল্লেখ আছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৪০৪, ইসলামিক সেন্টার- ৩৪০৩]

৩৪৩২. আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কসম সেই সত্তার যাঁর হাতে আমার জীবন। কোন ব্যক্তি তার স্ত্রীকে যখন বিছানায় আহবান করে, কিন্তু সে তা অস্বীকার করে, নিঃসন্দেহে যে পর্যন্ত সে তার স্ত্রীর প্রতি সন্তুষ্টি না হয়, ততক্ষন আসমানবাসী তার প্রতি অসন্তুষ্ট থাকে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৪০৫, ইসলামিক সেন্টার- ৩৪০৪]

৩৪৩৩. আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহবান করে এবং সে না আসে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, সে স্ত্রীর প্রতি ফেরেশতাগণ ভোর হওয়া পর্যন্ত লানাত করিতে থাকে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৪০৬, ইসলামিক সেন্টার- ৩৪০৫]


Posted

in

by

Comments

One response to “স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য নিষিদ্ধ”

Leave a Reply