স্ত্রীর গোপনীয়তা প্রকাশ করা নিষিদ্ধ
স্ত্রীর গোপনীয়তা প্রকাশ করা নিষিদ্ধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২১. অধায়ঃ স্ত্রীর গোপনীয়তা প্রকাশ করা নিষিদ্ধ
৩৪৩৪. আবু সাঈদ আল খুদ্রী [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ ক্বিয়ামাতের দিন সে ব্যাক্তি হইবে আল্লাহর কাছে নিকৃষ্টতম পর্যায়ের, যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে মিলিত হয়, অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয়।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৪০৭, ইসলামিক সেন্টার- ৩৪০৬]
৩৪৩৫. আবু সাঈদ খুদ্রী [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ সে ব্যক্তি ক্বিয়ামাতের দিন আল্লাহ্র কাছে সর্বাপেক্ষা বড় আমানত খিয়ানতকারী যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে মিলিত হয়। অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয়। ইবনি নুমায়র বলেন, “ইন্না মিন আযিম” স্হলে “ইন্না আযিম” [সবচেয়ে অধিক] হইবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩৪০৮, ইসলামিক সেন্টার- ৩৪০৭]
Leave a Reply