সৃষ্টির সূচনা

সৃষ্টির সূচনা

সৃষ্টির সূচনা  >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

পর্বঃ ৫৯, সৃষ্টির সূচনা, অধ্যায়ঃ (১-১৭)=১৭টি

নক্ষত্ররাজি, সূর্য, চন্দ্র, বায়ু এবং সাত আসমান ও জমিন

৫৯/১. অধ্যায়ঃ মহান আল্লাহর বানীঃ তিনিই সৃষ্টির সূচনা করেন, তারপর তিনিই তা পুনরায় তা সৃষ্টি করবেন এটা তার জন্য খুব সহজ। (সুরা রূম ২৭)
৫৯/২. অধ্যায়ঃ সাত যমীন সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
৫৯/৩. অধ্যায়ঃ নক্ষত্ররাজি সম্পর্কে
৫৯/৪. অধ্যায়ঃ সূর্য ও চন্দ্রের অবস্থান
৫৯/৫. অধ্যায়ঃ আল্লাহ তাআলার এ বাণী সম্বন্ধে যা বর্ণিত হয়েছেঃ তিনিই স্বীয় রাহমাতের বৃষ্টির পূর্বে বিস্তৃতরূপে বায়ুকে করেন। (আল-ফুরকান ৪৮)

ফেরেশতাদের বর্ণনা

৫৯/৬. অধ্যায়ঃ ফেরেশতাদের বর্ণনা
৫৯/৭. অধ্যায়ঃ তোমাদের কেউ যখন আমীন বলে আর আকশের ফেরেশতাগণও আমীন বলে। অতঃপর একের আমীন অন্যের আমীনের সঙ্গে মিলিতভাবে উচ্চারিত হয় তখন পুর্বের পাপরাশি মুছে দেয়া হয়।

জান্নাত ও জাহান্নামের বর্ণনা আর তা হইতে সৃষ্ট বস্তু

৫৯/৮. অধ্যায়ঃ জান্নাতের বর্ণনা সম্পর্কে যা বলা হয়েছে আর তা হল সৃষ্ট
৫৯/৯. অধ্যায়ঃ জান্নাতের দরজাসমূহের বর্ণনা
৫৯/১০. অধ্যায়ঃ জাহান্নামের বিবরণ আর তা হইতে সৃষ্ট বস্তু।

ইবলিশ শয়তান ও তার বাহিনী এবং জ্বিনদের বর্ণনা

৫৯/১১. অধ্যায়ঃ ইবলীস ও তার বাহিনীর বর্ণনা
৫৯/১২. অধ্যায়ঃ জ্বিন, তাদের পুরস্কার এবং শাস্তির বিবরণ।
৫৯/১৩. অধ্যায়ঃ মহান আল্লাহর বাণীঃ “স্মরণ করুন, আমি আপনার প্রতি একদল জ্বিনকে আকৃষ্ট করেছিলাম …. এরূপ লোকেরাই প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে পতিত রয়েছে। (সুরা আহ্কাফ ২৯-৩২)

আল্লাহর সৃষ্ট প্রাণী যমীনে ছড়িয়ে দিয়েছেন। পানীয় দ্রব্যে মাছি পড়লে ডুবিয়ে দেবে

৫৯/১৪. অধ্যায়ঃ মহান আল্লাহর বাণীঃ আর আল্লাহ যমীনে সকল প্রকার প্রাণী ছড়িয়ে দিয়েছেন।”
৫৯/১৫. অধ্যায়ঃ মুসলিমের সর্বোৎকৃষ্ট মাল হল ছাগের পাল যেগুলোকে নিয়ে তারা পাহাড়ের উপর চলে যায়।
৫৯/১৬. অধ্যায়ঃ হারামে হত্যাযোগ্য পাঁচ প্রকারের অনিষ্টকারী প্রাণী।
৫৯/১৭. অধ্যায়ঃ পানীয় দ্রব্যে মাছি পড়লে ডুবিয়ে দেবে। কারণ তার এক ডানায় থাকে রোগ, অন্যটিতে থাকে আরোগ্যের উপায়।

Comments

Leave a Reply