সূরা শামস এর তাফসীর । তাফসিরুল কুরান
সূরা শামস এর তাফসীর । তাফসিরুল কুরান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা শামস আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৮০: সূরা শামস এর তাফসীর
৩৩৪৩. আবদুল্লাহ ইবনি যামআহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একদিন আমি রসুলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]-কে [সামূদ জাতির প্রতি প্রেরিত] উষ্ট্রী ও তার হত্যাকারী প্রসঙ্গে কথোকথন করিতে শুনিয়াছি। তিনি পাঠ করেনঃ “এদের মাঝে যে সবচেয়ে হতভাগ্য সে যখন তৎপর হল “-[সূরা আশ্-শামস্ ১২]। তারপর তিনি বলেনঃ উষ্ট্রীকে খুন করিতে সেই জাতির সর্বাধিক শক্তিশালী, নিষ্ঠুর, বিদ্রোহী ও দুর্ভাগা লোক উঠেছিল, সে আবু যামআহ্র মত প্রভাবশালী ও শক্তিধর ছিল। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি মহিলাদের প্রসঙ্গেও তাঁকে আলোচনা করিতে শুনলাম। তিনি বলেনঃ এমন লোকও তোমাদের মাঝে আছে যে তার সহধর্মিনীকে দাসীর ন্যায় চাবুক মারে কিন্তু আবার ঐ দিন শেষে রাতের বেলা তার সঙ্গে মিলিত হয়। এটা কতই না মন্দ ও জঘন্য বিষয়! অতঃপর বায়ু নিঃসরন করে হাসি দেয়া প্রসঙ্গে উপদেশ প্রদান পূর্বক তিনি বলেনঃ নিজেই যে কাজ করে সে কাজে তোমাদের কারো কি হাসা উচিত?
সহীহঃ ইবনি মাজাহ [হাঃ ১৯৮৩], বোখারি, মুসলিম। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।- এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস
Leave a Reply