সূরা লোকমানের তাফসীর – তাফসিরুল কোরআন
তাফসিরুল কোরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা লুকমান আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৩২ঃ সূরা লোকমানের তাফসীর
৩১৯৫. আবু উমামাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা গায়িকা নারীদের ক্রয়-বিক্রয় করো না, তাহাদেরকে গান-বাজনা শিক্ষা দিও না, তাহাদের [ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করা] ব্যবসায়ের মধ্যে কোন মঙ্গল নেই এবং এদের মূল্যও হারাম। এ প্রসঙ্গেই এই আয়াত অবতীর্ণ হয় [অনুবাদ]ঃ “এমনও কিছু লোক আছে, যারা বাতিল অশ্লীল কাহিনীসমূহ ক্রয় করে আনে, যেন লোকদেরকে অজ্ঞতাবশত আল্লাহ তাআলার পথ হইতে আলাদা করিতে পারে এবং এ পথকে ঠাট্টা-বিদ্রুপ করিতে পারে। এ ব্যক্তিদের জন্য রহিয়াছে অপমানকর আযাব”- [সূরা লুকমান ৬]।
হাসানঃ [১২৮২] নং হাদীস পূর্বে উল্লেখ হয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। এটি শুধুমাত্র [সাঃআঃ] আবু উমামাহ [রাদি.] সূত্রে কাসিম হইতে বর্ণিত হয়েছে। কাসিম নির্ভরযোগ্য বর্ণনাকারী আলী ইবনি ইয়াযীদ হাদীস শাস্ত্রে জঈফ। আমি মুহাম্মাদকে বলিতে শুনিয়াছি আল-কাসিম নির্ভরযোগ্য এবং আলী ইবনি ইয়াযীদ দুর্বল। এই হাদিসটির তাহকিকঃ হাসান হাদিস
Leave a Reply