সূরা যুখরুফ তাফসির । তাফসীরুল কুরআন

সূরা যুখরুফ তাফসির । তাফসীরুল কুরআন

তাফসীরুল কুরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা যূখরুফ আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৪৫ঃ সূরা যুখরুফ তাফসির

৩২৫৩. আবু উমামাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কোন সম্প্রদায় হিদায়াতের রাস্তা পেয়ে আবার পথ ভোলা হয়ে থাকলে তা শুধু তাহাদের বিবাদ ও বাক-বিতণ্ডায় জড়িত হওয়ার কারণেই হয়েছে। তারপর তিনি এ আয়াত পাথ করেন [অনুবাদ]ঃ “এরা শুধু বাকবিতণ্ডার উদ্দেশেই আপনাকে এ কথা বলে। বস্তুত এরা তো এক ঝগড়াটে সম্প্রদায়” – [সূরা যুখরুফ ৫৮]।

হাসানঃ ইবনি মাজাহ [৪৮] আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আমরা শুধু হাজ্জাজ ইবনি দীনারের সূত্রেই এ হাদীস জেনেছি। তিনি সিক্বাহ বর্ণনাকারী ও মধ্যম ধরনের হাদীস বিশারদ। আবু গালিবের নাম হাযাওয়ার।- এই হাদিসটির তাহকিকঃ হাসান হাদিস


Posted

in

by

Comments

One response to “সূরা যুখরুফ তাফসির । তাফসীরুল কুরআন”

Leave a Reply