সূরা ফাতির তাফসীর – তাফসিরুল কোরআন
সূরা ফাতির তাফসীর – তাফসিরুল কোরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা ফাতির আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৩৬ ঃ সূরা ফাতির তাফসীর
৩২২৫. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
আল্লাহ তাআলার বাণীঃ [অনুবাদ] “তারপর আমাদের বান্দাদের ভিতর হইতে বাছাই করা ব্যক্তিদেরকে আমরা এ কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি। তাহাদের কেউ নিজেদের উপরই যুল্মকারী হয়েছে, কেউ মধ্যম পন্থা অবলম্বন করেছে এবং কেউ আল্লাহ তাআলার অনুমতিক্রমে নেক কাজসমুহে অগ্রগামী হয়েছে” – [সূরা ফাত্বির ৩২]। এ প্রসঙ্গে নাবী [সাঃআঃ] বলেনঃ এ আয়াতে বর্ণিত তিন শ্রেণীর ব্যক্তিরা একই মর্যাদা সম্পন্ন [মুমিন] এবং এরা সকলেই জান্নাতবাসী।
আবু ঈসা বলেন, এ হাদিসটি গারীব হাসান। আমরা এ হাদিসটি শুধুমাত্র [সাঃআঃ] উক্ত সনদেই জেনেছি। সূরা ফাতির তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস
Leave a Reply