সূরা কাফ তাফসীর । তাফসিরুল কুরআন
সূরা কাফ তাফসীর । তাফসিরুল কুরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা ক্বাফ আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৫১ঃ সূরা কাফ তাফসীর
৩২৭২. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
নাবী [সাঃআঃ] বলেনঃ “অবিরত জাহান্নাম বলিতে থাকিবে, আরো আছে কি?” [সূরা ক্বাফ ৩০]। অবশেষে জাহান্নামের উপর মহামহিম আল্লাহ তাআলা তাহাঁর পা রাখবেন। তখন সে বলবে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আপনার ইজ্জতের ক্বসম। তারপর তাহাঁর এক ভাগ অপর ভাগের সংগে কুঞ্চিত হয়ে যাবে।
সহীহঃ জিলালুল জান্নাত [হাঃ ৫৩১, ৫৩৪], বোখারি, মুসলিম। আবু ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ এবং উপর্যক্ত সূত্রে গারীব। এ অধ্যায়ে আবু হুরাইরাহ[রাযীঃ] সূত্রে নাবী [সাঃআঃ] হইতে হাদীস বর্ণিত আছে। সূরা কাফ তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস
Leave a Reply