সূরা কাওসার তাফসীর । তাফসিরুল কোরআন
সূরা কাওসার তাফসীর । তাফসিরুল কোরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা কাউসার আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৯০ঃ সূরা কাওসার তাফসীর
৩৩৫৯. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
“অবশ্যই আমি তোমাকে কাওসার দান করেছি”- [সূরা কাওসার ১] আয়াত প্রসঙ্গে নাবী [সাঃআঃ] বলেনঃ কাওসার হল জান্নাতের একটি ঝর্ণা। বর্ণনাকারী বলেন, নাবী [সাঃআঃ] আরো বলেছেনঃ জান্নাতে আমি এমন একটি প্রস্রবণ দেখলাম যার প্রত্যেক তীরে মুক্তার তাঁবু খাটানো রয়েছে। আমি বললামঃ হে জিবরীল! এটা কি? তিনি বললেনঃ এটা সেই “কাওসারঃ আল্লাহ তাআলা যা আপনাকে দান করিয়াছেন।
-সহীহ, বোখারি [হাঃ ৪৯৬৪]। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। সূরা কাওসার তাফ সীর – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস
৩৩৬০. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ [মিরাজের রাতে] যখন আমি জান্নাতের মাঝে ভ্রমণ করিতে করিতে এক নহরের সম্মুখে পৌঁছে গেলাম, যার প্রত্যেক তীরে মুক্তার তাঁবু খাটানো রয়েছে, ফেরেশতাকে আমি প্রশ্ন করলাম, এটা কি? তিনি বলিলেন, এটা সেই কাওসার যা আল্লাহ তাআলা আপনাকে দান করিয়াছেন। অতঃপর জিবরীল তার হাত দিয়ে এর মাটি তোলেন। তা ছিল কস্তুরী। অতঃপর আমাকে সিদরাতুল মুনতাহায় তোলা হয়। তার নিকট আমি একটা বিরাটকায় নূর প্রত্যক্ষ করলাম।
সহীহঃ বোখারি [হাঃ ৬৫৮১]। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। এ হাদীস আনাস [রাদি.] হইতে একাধিকভাবে বর্ণিত আছে। সূরা কাওসার – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস
৩৩৬১. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ জান্নাতের একটি প্রস্রবণের নাম কাওসার, যার প্রত্যেক তীর সোনার এবং যার পানি মুক্তা ও ইয়াকূতের উপর দিয়ে প্রবাহমান। এর যমীন কস্তুরীর তুলনায় অধিক সুগন্ধসম্পন্ন, এর পানি মধুর তুলনায় অধিক মিষ্ট এবং বরফের তুলনায় অধিক সাদা।
সহীহঃ ইবনি মাজাহ [হাঃ ৪৩৩৪] আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। সূরা কাওসার তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস
Leave a Reply