সূরা আস সফ এর তাফসীর । তাফসিরুল কোরআন

সূরা আস সফ এর তাফসীর । তাফসিরুল কোরআন

সূরা আস সফ এর তাফসীর । তাফসিরুল কোরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা সফ আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৬২ঃ সূরা আস সফ এর তাফসীর

৩৩০৯. আবদুল্লাহ ইবনি সালাম [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা রসুলুল্লাহ [সাঃআঃ]-এর কতক সংখ্যক সাহাবী একসাথে বসে নিজেদের মাঝে আলোচনা করিতে গিয়ে বললাম যে, আল্লাহ তাআলার নিকট কোন কাজ সবচেয়ে প্রিয় তা জানতে পারলে সেই কাজটি করিতে আমরা ব্রতী হতাম। সে সময় আল্লাহ তাআলা এ আয়াতটি অবতীর্ণ করেন [অনুবাদ] ঃ “আকাশ ও যমীনে বিদ্যমান সমস্ত কিছুই আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা বর্ণনা করে, তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে ঈমানদারগণ! তোমরা এরূপ কথা কেন বল যা কার্যকর করো না”- [সূরা সাফ্ ১-২]? আবদুল্লাহ ইবনি সালাম [রাদি.] বলেছেন, রসুলুল্লাহ [সাঃআঃ] এ আয়াতটি পাঠ করে আমাদেরকে শুনান।

আবু সালামাহ্ [রঃ]বলেনঃ এ আয়াত আবদুল্লাহ ইবনি সালাম [রাদি.] আমাদেরকে পাঠ করে শুনান। ইয়াহ্ইয়া [রঃ]বলেন, এ আয়াত আবু সালামাহ্ [রঃ]আমাদেরকে পাঠ করে শুনান। ইবনি কাসীর [রঃ]বলেন, এ আয়াত আমাদেরকে আওযাঈ [রঃ]পাঠ করে শুনান। আবদুল্লাহ [রঃ]বলেন, ইবনি কাসীর [রঃ]আমাদেরকে এ আয়াতটি পাঠ করে শুনান।

আবু ঈসা বলেন, এ হাদীস মুহাম্মাদ ইবনি কাসীর কর্তৃক আওযাঈর সূত্রে রিওয়ায়াতের প্রসঙ্গে মতের অমিল আছে। আবদুল্লাহ ইবনিল মুবারক [রঃ]আওযাঈ হইতে, তিনি ইয়াহ্ইয়া ইবনি আবী কাসীর হইতে, তিনি হিলাল ইবনি আবী মাইমূনাহ্ হইতে, তিনি আতা ইবনি ইয়াসার হইতে, তিনি আবদুল্লাহ ইবনি সালাম [রাদি.] কিংবা আবু সালামাহ্ হইতে, তিনি আবদুল্লাহ ইবনি সালাম [রাদি.] হইতে এই সূত্রে এ হাদীস রিওয়ায়াত করিয়াছেন। আর ওয়ালীদ ইবনি মুসলিম এ হাদীসটি আওযাঈর সূত্রে মুহাম্মাদ ইবনি কাসীর বর্ণিত হাদীসের একই রকম রিওয়ায়াত করিয়াছেন। – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply