সূরা আস শুরা তাফসীর । তাফসীরুল কুড়ান

সূরা আস শুরা তাফসীর । তাফসীরুল কুড়ান

সূরা আস শুরা তাফসীর । তাফসীরুল কুড়ান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা শূরা আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৪৪ঃ সূরা আস শুরা তাফসীর  [হা-মীম-আইন সীন ক্বাফ]

৩২৫১. তাউস [রঃ]হইতে বর্ণীতঃ

ইবনি আব্বাস [রাদি.]-কে এ আয়াত প্রসঙ্গে প্রশ্ন করা হল [অনুবাদ]ঃ “বলুন, আমি এর [দাওয়াতের] বিনিময়ে তোমাদের নিকট হইতে স্বজনদের সৌহার্দ্য ছাড়া অন্য কোন প্রতিদান চাই না” –[সূরা শূরা ২৩] এ প্রসঙ্গে সাঈদ ইবনি যুবাইর [রঃ]বলেন, কুরবা [আত্মীয়] অর্থ মুহাম্মাদ [সাঃআঃ]-এর পরিবারের লোক ইবনি আব্বাস [রাদি.] বলেন, তুমি কি জান না কুরাইশ বংশের যত শাখা-প্রশাখা আছে, তাহাদের সকলের সঙ্গে তাহাঁর আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান ছিল? তাই তিনি বলেছেন, তবে আমার ও তোমাদের মাঝে যে সম্পর্ক আছে তার কারণে আমার সাথে ভাল ব্যবহার কর।

সহীহঃ বোখারি [৪৮১৮] আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আরো কয়েকটি সনদসূত্রে ইবনি আব্বাস [রাদি.] হইতে এ হাদীস বর্ণিত হয়েছে। সূরা আস শুরা তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস

৩২৫২. মুররা গোত্রের কোন এক লোক হইতে বর্ণীতঃ

তিনি বলেনঃ একদা আমি কূফায় পৌঁছে বিলাল ইবনি আবু বুরদা প্রসঙ্গে অবহিত হলাম। আমি বললাম, তাহাঁর এ শোকাভূত অবস্থাতে অবশ্যই কোন শিক্ষণীয় বিষয় আছে। তারপর আমি তাহাঁর নিকটে আসলাম এবং তিনি ছিলেন তাহাঁর নিজ তৈরী ঘরে বন্দি। তাহাঁর সমস্ত মালসামান মারপিট ও নির্যাতনের ফলে পরিবর্তিত [উলোট-পালোট] হয়ে আছে। তাহাঁর পরনের পোশাক ছিল ছিন্নভিন্ন। আমি বললাম, আলহামদু লিল্লাহ, হে বিলাল! আমি তোমাকে দেখেছি যে, তুমি আমাদের সামনে দিয়ে ধুলোবালি না থাকা সত্ত্বেও নাক চেপে চলে যেতে। আর আজ তোমার এ অসহায় অবস্থা! সে বলল, আপনি কোন গোত্রের লোক? আমি বললাম মুররা ইবনি আব্বাদ গোত্রের। এবার তিনি বলিলেন, আমি কি আপনার নিকট একটি হাদীস বর্ণনা করব না, যার দ্বারা আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে উপকৃত করবেন? আমি বললাম, হ্যাঁ শুনাও সে হাদীস। তিনি বলিলেন, আবু বুরদা তাহাঁর পিতা আবু মূসা [রাদি.]-এর সূত্রে এ হাদীস আমার নিকটে বর্ণনা করিয়াছেন। রাসুলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ কোন বান্দার উপর ছোট-বড় যে কোন মুসিবতই আসে তা তার পাপের জন্যই আসে। আর আল্লাহ তাআলা অনেক পাপই মাফ করে দেন। তিনি বলিলেন, তারপর রাসুলুল্লাহ [সাঃআঃ] এ আয়াত পাঠ করেনঃ “আর যেসব বিপদ-আপদ তোমাদের উপর আপতিত হয়, তা তো তোমাদের স্বহস্তার্জিত কর্মেরই কারণে এবং অনেক পাপ তো তিনি ক্ষমা করে দেন।”[সূরাঃ আশ-শূরা–৩০]

সনদ দুর্বল, আবু ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। আমরা শুধু উপরোক্ত সনদসূত্রেই এ হাদীস জেনেছি। সূরা আস শুরা তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ দুর্বল হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply