সূরা আল মাআরিজ তাফসীর । তাফসীরূল কোরান
সূরা আল মাআরিজ তাফসীর । তাফসীরূল কোরান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >>সুরা মা’য়ারিজ আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৬৯ঃ সূরা আল মাআরিজ তাফসীর / সূরা সাআলা সাইল
৩৩২২. আবু সাঈদ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসুলুল্লাহ [সাঃআঃ] আল্লাহ্র বাণী “কালমুহ্লি” [বিগলিত ধাতুর মত]-এর ব্যাখ্যায় বলেছেনঃ অর্থাৎ [যাইতুন] তেলের গাদের মত হয়ে যাবে। কাফির ব্যক্তি তা মুখের নিকটে আনামাত্র তার মুখের চামড়া তাতে [গাদের মধ্যে] খসে পড়ে যাবে।
যইফ,পূর্বের ২৭০৭ নং হাদীসে উল্লেখিত হয়েছে আবু ঈসা বলেন, এ হাদীসটি গারীব। আমরা শুধু রিশদীন ইবনি সাদের রিওয়াত হিসেবে এ হাদীস জেনেছি।এই হাদিসটির তাহকিকঃ দুর্বল হাদিস
Leave a Reply