সূরা আল ফাজর তাফসীর । তাফসীর উল কুরান
সূরা আল ফাজর তাফসীর । তাফসীর উল কুরান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা ফা’জর আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৭৯: সূরা আল ফাজর তাফসীর
৩৩৪২. ইমরান ইবনি হুসাইন [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ্ [সাঃআঃ] “জোড় ও বেজোড়” [সূরাঃ আল- ফাজর-৩] প্রসঙ্গে জিজ্ঞাসিত হয়ে বলেনঃ তা নামায, যার [রাকআত সংখ্যা] কিছু জোড় এবং কিছু বেজোড়।
সনদ দুর্বল। আবু ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। আমরা শুধু কাতাদার রিওয়ায়াত হিসেবে এ হাদীস জেনেছি। খালিন ইবনি কাইসও কাতাদা হইতে এ হাদীস বর্ণনা করিয়াছেন। সূরা আল ফাজর তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ দুর্বল হাদিস
Leave a Reply