সূরা আল জুমুআহ তাফসির । তাফসিরুল কুরান

সূরা আল জুমুআহ তাফসির । তাফসিরুল কুরান

সূরা আল জুমুআহ তাফসির । তাফসিরুল কুরান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা জুম’য়া আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৬৩ঃ সূরা আল জুমুআহ তাফসির

৩৩১০. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেনঃ সূরা আল-জুমুআহ্ অবতীর্ণ হওয়াকালে আমরা রসুলুল্লাহ [সাঃআঃ]-এর নিকটেই ছিলাম। তিনি তা পাঠ করিলেন। “আর তিনি তাহাদের জন্যও [রাসূল] যারা এখনো তাহাদের সঙ্গে মিলিত হয়নি”- [সূরা জুমুআহ্ ৩] পর্যন্ত পৌঁছলে এক লোক তাঁকে বলেন, হে আল্লাহর রাসূল! এখনো যারা আমাদের সঙ্গে মিলিত হয়নি তারা কারা? রসুলুল্লাহ [সাঃআঃ] তার কথায় জবাব দিলেন না। বর্ণনাকারী বলেন, তখন সালমান [রাদি.] আমাদের সঙ্গেই ছিলেন। রসুলুল্লাহ [সাঃআঃ] সালমান [রাদি.]-এর উপর তাহাঁর হাত রেখে বললেনঃ সেই মহান সত্তার ক্বসম, যাঁর হাতে আমার প্রাণ! যদি ঈমান সুরাইয়্যাহ্ নক্ষত্রেও থাকে তবুও তাহাদের মাঝের কিছু লোক তা নিয়ে আসবে।

সহীহঃ সহীহ হাদীস সিরিজ [হাঃ ১০১৭], বোখারি ও মুসলিম। সাওর ইবনি যাইদ হলেন মাদানী ও সাওর ইবনি ইয়াযীদ হলেন শামী [সিরীয়]। আবুল গাইসের নাম সালিম, আবদুল্লাহ ইবনি মুতীর মুক্তদাস। তিনি মাদীনার অধিবাসী একজন নির্ভরযোগ্য বর্ণনাকারী। আবু ঈসা বলেন, এ হাদীসটি গারীব। আবদুল্লাহ ইবনি জাফার হলেন আলী ইবনিল মাদীনীর বাবা, ইয়াহ্ইয়া ইবনি মাঈন তাকে জঈফ বলেছেন। – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস

৩৩১১. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদা জুমুআহ্‌র সময় নাবী [সাঃআঃ] দাঁড়িয়ে খুতবাহ্ দিচ্ছিলেন। সে সময় মাদীনাহর একটি [ব্যবসায়ী] কাফিলা এসে হাযির হয়। রসুলুল্লাহ [সাঃআঃ]-এর সাহাবীদের মাঝ হইতে আবু বাক্‌র ও উমার [রাদি.]-সহ বারজন ব্যতীত প্রত্যেকেই সেদিকে তাড়াতাড়ি চলে যায়। এই পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়ঃ “যখন তারা দেখল ব্যবসায় বা কৌতুক, সে সময় আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে গেল”- [সূরা জুমুআহ্ ১১]। সহীহঃ বোখারি ও মুসলিম।

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। আহ্‌মাদ ইবনি মানী হুশাইম হইতে, তিনি হুসাইন হইতে, তিনি সালিম ইবনি আবিল জাদ হইতে, তিনি জাবির [রাদি.] হইতে, তিনি নাবী [সাঃআঃ] হইতে এই সূত্রে উপর্যুক্ত হাদীসের একই রকম বর্ণনা করিয়াছেন। আবু ঈসা বলেন, এ বর্ণনাটিও হাসান সহীহ। সূরা আল জুমুআহ তাফসির – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply