সূরা আল গাশিয়াহ তাফসির । তাফসীর উল কুরান
সূরা আল গাশিয়াহ তাফসির । তাফসীর উল কুরান >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা গাশিয়াহ আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ
অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৭৮: সূরা আল গাশিয়াহ তাফসির
৩৩৪১. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, [রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] বলেছেনঃ মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি প্রেরিত হয়েছি যতক্ষণ না তারা “লা-ইলা-হা ইল্লাল্লাহ “[আল্লাহ তাআলা ব্যতীত কোন মাবূদ নেই] বলে। এ কথা তারা মনে-প্রাণে স্বীকার করে নিলে তাহাদের জান-মাল আমার হইতে নিরাপদ করে নিল। কিন্তু ইসলামের বিধান [অপরাধের জন্য] প্রযোজ্য থাকিবে। আর তাহাদের চূড়ান্ত হিসাব আল্লাহ তাআলার উপর অর্পিত। তারপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ আয়াত পাঠ করেনঃ [অনুবাদ] “আপনি তো একজন উপদেশদাতা মাত্র। আপনি তাহাদের কর্ম নিয়ন্ত্রক নন”- [সূরা গাশিয়াহ্ ২১-২২]।
সহীহ মুতাওয়াতিরঃ ইবনি মাজাহ [হাঃ ৭১] আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। – এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস
Leave a Reply