সূরা আল কাসাস তাফসীর – তাফসিড়ূল কোরআন

সূরা আল কাসাস তাফসীর – তাফসিড়ূল কোরআন

সূরা আল কাসাস তাফসির – তাফসিড়ূল কোরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা কাসাস আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-২৯ঃ সূরা আল কাসাস তাফসীর

৩১৮৮. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] তাহাঁর চাচাকে বললেনঃ আপনি “লা ইলাহা ইল্লাল্লাহ” বলুন, আমি কিয়ামাতের দিন এই কালেমার সাহায্যে আপনার পক্ষে সাক্ষ্য দিব। আবু ত্বালিব বলিলেন, আমি এরূপ করলে কুরাইশরা আমাকে তিরস্কার করিবে এই বলে যে, সে মৃত্যুর ভয়ে এই কালেমা পাঠ করেছে [এবং পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে]। এভাবে দোষারোপ করার আশংকা না থাকলে আমি তা স্বীকার করে তোমার আঁখি শীতল করতাম। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন [অনুবাদ]ঃ “তুমি যাকে ভালবাস, ইচ্ছা করলেই তাকে হিদায়াত করিতে পারবে না, তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন”- [সূরা কাসাস ৫৬]।

সহীহঃ মুসলিম [১/৪১] আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। ইয়াযীদ ইবনি কাইসানের সনদেই শুধু আমরা এ হাদীসটি জেনেছি। এই হাদিসটির তাহকিকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply