সূরা আয যারিয়াত তাফসীর । তাফসিরুল কোরআন

সূরা আয যারিয়াত তাফসীর । তাফসিরুল কোরআন

সূরা আয যারিয়াত তাফসীর । তাফসিরুল কোরআন >> তিরমিজি শরিফের তাফসিরুল কোরআন অধ্যায়ের অন্যান্য সুরার তাফসীর পড়ুন >> সুরা যারিয়া’ত আরবি তে পড়ুন বাংলা অনুবাদ সহ

অধ্যায়ঃ ৪৪, অনুচ্ছেদ-৫২ঃ সূরা আয যারিয়াত তাফসীর

৩২৭৩. আবু ওয়ায়িল [রঃ]হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাবীআহ গোত্রের এক লোক বলেন, আমি মাদীনায় পৌঁছে রাসুলুল্লাহ [সাঃআঃ] এর নিকট উপস্থিত হলাম। তার নিকট আমি আদ জাতির দূত প্রসঙ্গে বললাম, আমি আদ জাতির দূতের মত হওয়া হইতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি। রাসুলুল্লাহ [সাঃআঃ] প্রশ্ন করেনঃ আদ জাতির দূতের কি হয়েছিল? আমি বললাম, আপনি ওয়াকিফহাল ব্যক্তিরই সাক্ষাৎ পেয়েছেন। আদ জাতি দুর্ভিক্ষে পতিত হলে তারা ক্বায়ল নামক এক লোককে প্রেরণ করে এবং সে [মক্কার কাছাকাছি] বাকর ইবনি মুআবিয়াহর বাড়িতে উপস্থিত হয়। বাকর তাকে মদ পান করায় এবং তার সম্মূখে দুটি গায়িকা বাদী গান পরিবেশন করে। তারপর সে মাহারা [গোত্রের] অঞ্চলের পর্বতমালায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সে এ বলে প্রার্থনা করেঃ হে আল্লাহ! তোমার কাছে আমি কোন অসুখ হইতে নিরাময় পাওয়ার জন্য আসিনি এবং কোন বন্দিকে মুক্তিপণ দিয়ে মুক্ত করার জন্যও আসিনি। অতএব আপনার এ বান্দাকে আপনি যত পারেন বৃষ্টিতে সিক্ত করুন এবং এর সংগে বাকর ইবনি মুআবিয়াহকেও সিক্ত করুন। বাকর তাকে যে মদ পান করায়, সে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছিল। অতএব তার জন্য মেঘমালা উত্থিত হল এবং তাকে বলা হল, তুমি এগুলোর মাঝে যে কোন একটি মেঘখন্ড বেছে নাও। সে মেঘমালার মাঝ হইতে একখন্ড কালো মেঘ বেছে নিল। তাকে বলা হল, ক্ববুল কর, এটা জ্বলে পুড়ে ছাইয়ের ন্যায় করে ফেলবে, যা আদ জাতির কাউকে পরিত্রাণ দিবে না। উল্লেখ্য যে, একটি আংটির বৃত্তের পরিমাণ বাতাসের ঝাপটা তাহাদের উপর পাঠানো হয়েছিল মাত্র। তারপর এ আয়াতটি তিনি পাঠ করেন [অনুবাদ]ঃ “তাহাদের উপর যখন আমি বিধ্বংসী বায়ু পাঠিয়ে ছিলাম তা যখন যা কিছুর উপর বয়ে গিয়েছিল সমস্ত কিছু চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল”-[সূরা যারিয়াত ৪১-৪২]

হাসানঃ জঈফ হাদীস সিরিজ [হাঃ ১২২৮]-এর অংশ। আবু ঈসা বলেন, একাধিক বর্ণনাকারি এ হাদিসটি আবুল মুনযির সাল্লাম [রহঃ]- এর সূত্রে তিনি আসিম ইবনি আবী নাজুদ হইতে, তিনি আবু ওয়ায়িল হইতে, তিনি হারিস ইবনি হাসসান হইতে এই সূত্রে বর্ণনা করিয়াছেন। এই আল-হারিসকে ইবনি ইয়াজিদও বলা হয়। সূরা আয যারিয়াত তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ হাসান হাদিস

৩২৭৪. আল-হারিস ইবনি ইয়াযিদ আল-বাকরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, মদীনায় পৌছে আমি মাসজিদে প্রবেশ করে দেখিতে পেলাম যে, তা লোকে পরিপূর্ণ। আর কালো পতাকাগুলো আওয়াজ সৃষ্টি করে উড়ছে এবং বিলাল [রাদি.] তার গলায় তরবারি ঝুলিয়ে রাসুলুল্লাহ [সাঃআঃ] এর সম্মুখে উপস্থিত। আমি প্রশ্ন করলাম, এতো লোকজন জড়ো হওয়ার কারণ কি? তারা বলিলেন, রাসুলুল্লাহ [সাঃআঃ] আমর ইবনিল আস [রাদি.] কে জিহাদের লক্ষে কোথাও পাঠানোর ব্যবস্থা করছেন। তারপর বর্ণনাকারী সুফইয়ান ইবনি উয়াইনাহর হাদীসের ন্যায় দীর্ঘ হাদীস রিওয়ায়াত করেন।

হাসানঃ দেখুন পূর্বের হাদিস। আবু ঈসা বলেন, আল হারিস ইবনি ইয়াযীদ আল-বাকরীকে আল-হারিস ইবনি ইবনি হাসসানও বলা হয়। সূরা আয যারিয়াত তাফসীর – এই হাদিসটির তাহকিকঃ হাসান হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply